সম্পাদকীয়

একাত্তরের মে মাসেই রুমী চলে গিয়েছিল মুক্তিযুদ্ধে। মায়ের মনে হাহাকার। সে রকম কোনো খবর পাচ্ছেন না ছেলের। কোথায় আছে, কী করছে, তা তো জানতে পারছেন না।
৮ আগস্ট ফার্মগেটের মিলিটারি চেকপোস্টে হয়েছিল গেরিলা অপারেশন। অতর্কিত হামলায় পাকিস্তানিদের নাস্তানাবুদ করে ছেড়েছে ক্র্যাক প্লাটুনের ছেলেরা।
দুপুরে খাওয়ার পর জাহানারা ইমাম, শরীফ ইমামসহ আরও কয়েকজন গল্প করছিলেন বাড়িতে। এমন সময় লালু এল, চোখে হাসি। জাহানারা ইমামকে ডেকে নিয়ে বলল, ‘বুবু, রুমী এসেছে আমাদের বাড়িতে, শরীফ ভাইকে গিয়ে নিয়ে আসতে বলেছে।’
শরীর হিম হয়ে গেল মায়ের। তিনি ঝিম ধরে বসে থাকলেন। তারপর বানিয়ে বললেন স্বামীকে, ‘শরীফ, মার হঠাৎ টাকার দরকার হয়েছে, তাই লালুকে পাঠিয়েছেন। ওকে টাকা দিলাম। তুমি একটু গাড়িতে করে পৌঁছে দিয়ে এসো।’
জামী বলল, ‘সারা দিন বাড়িতে বসে আছি। আমিও ঘুরে আসি।’
গাড়ি ফিরে এলে নিঃশব্দে দোতলায় নিজের ঘরে চলে গেলেন জাহানারা ইমাম। রুমী এল। গায়ের রং তামাটে, মুখভর্তি দাড়ি-গোঁফ, লম্বা চুল, আর মুখে ভুবনভোলানো হাসি। রুমী দুই হাত বাড়িয়ে এগিয়ে এল, ওকে ধরে কাঁদতে লাগলেন জাহানারা ইমাম। রুমী ফিসফিস করে বলল, ‘আম্মা, থামো। দাদা শুনতে পাবে। তোমার কান্না শুনলে ঠিক সন্দেহ করবে।’
রাতে খাওয়া-দাওয়ার পর রুমী ওর মুক্তিযুদ্ধে যাওয়ার গল্প করল। তারপর বলল, ‘আম্মা, আমি কিন্তু সিগারেট ধরে ফেলেছি। তোমাকে প্রমিস করেছিলাম না যে ধরার আগে জানাব, তা আর হলো না।’
জাহানারা ইমামের মনে পড়ল, ক্লাস এইটে থাকার সময় রুমীকে তিনি বলেছিলেন, ‘দ্যাখ, সিগারেট যদি ধরিস তো বলে-কয়ে ধরবি। নইলে লুকিয়ে সিগারেট খাবি, আমি জানব না, তারপর আমার বান্ধবী এসে বলবে, রুমীকে সিগারেট খেতে দেখলাম—সে আমার সইবে না।’
রুমী হেসে বলল, ‘ওখানে সিগারেট না ধরে উপায় নেই আম্মা।’
সূত্র: জাহানারা ইমাম, একাত্তরের দিনগুলি, পৃষ্ঠা ১৪৪-১৪৫

একাত্তরের মে মাসেই রুমী চলে গিয়েছিল মুক্তিযুদ্ধে। মায়ের মনে হাহাকার। সে রকম কোনো খবর পাচ্ছেন না ছেলের। কোথায় আছে, কী করছে, তা তো জানতে পারছেন না।
৮ আগস্ট ফার্মগেটের মিলিটারি চেকপোস্টে হয়েছিল গেরিলা অপারেশন। অতর্কিত হামলায় পাকিস্তানিদের নাস্তানাবুদ করে ছেড়েছে ক্র্যাক প্লাটুনের ছেলেরা।
দুপুরে খাওয়ার পর জাহানারা ইমাম, শরীফ ইমামসহ আরও কয়েকজন গল্প করছিলেন বাড়িতে। এমন সময় লালু এল, চোখে হাসি। জাহানারা ইমামকে ডেকে নিয়ে বলল, ‘বুবু, রুমী এসেছে আমাদের বাড়িতে, শরীফ ভাইকে গিয়ে নিয়ে আসতে বলেছে।’
শরীর হিম হয়ে গেল মায়ের। তিনি ঝিম ধরে বসে থাকলেন। তারপর বানিয়ে বললেন স্বামীকে, ‘শরীফ, মার হঠাৎ টাকার দরকার হয়েছে, তাই লালুকে পাঠিয়েছেন। ওকে টাকা দিলাম। তুমি একটু গাড়িতে করে পৌঁছে দিয়ে এসো।’
জামী বলল, ‘সারা দিন বাড়িতে বসে আছি। আমিও ঘুরে আসি।’
গাড়ি ফিরে এলে নিঃশব্দে দোতলায় নিজের ঘরে চলে গেলেন জাহানারা ইমাম। রুমী এল। গায়ের রং তামাটে, মুখভর্তি দাড়ি-গোঁফ, লম্বা চুল, আর মুখে ভুবনভোলানো হাসি। রুমী দুই হাত বাড়িয়ে এগিয়ে এল, ওকে ধরে কাঁদতে লাগলেন জাহানারা ইমাম। রুমী ফিসফিস করে বলল, ‘আম্মা, থামো। দাদা শুনতে পাবে। তোমার কান্না শুনলে ঠিক সন্দেহ করবে।’
রাতে খাওয়া-দাওয়ার পর রুমী ওর মুক্তিযুদ্ধে যাওয়ার গল্প করল। তারপর বলল, ‘আম্মা, আমি কিন্তু সিগারেট ধরে ফেলেছি। তোমাকে প্রমিস করেছিলাম না যে ধরার আগে জানাব, তা আর হলো না।’
জাহানারা ইমামের মনে পড়ল, ক্লাস এইটে থাকার সময় রুমীকে তিনি বলেছিলেন, ‘দ্যাখ, সিগারেট যদি ধরিস তো বলে-কয়ে ধরবি। নইলে লুকিয়ে সিগারেট খাবি, আমি জানব না, তারপর আমার বান্ধবী এসে বলবে, রুমীকে সিগারেট খেতে দেখলাম—সে আমার সইবে না।’
রুমী হেসে বলল, ‘ওখানে সিগারেট না ধরে উপায় নেই আম্মা।’
সূত্র: জাহানারা ইমাম, একাত্তরের দিনগুলি, পৃষ্ঠা ১৪৪-১৪৫

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫