Ajker Patrika

সায়েন্স ল্যাবে বাস ভাঙচুর রাস্তা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৯: ৪৫
সায়েন্স ল্যাবে বাস ভাঙচুর রাস্তা বন্ধ

বাসভাড়া অর্ধেক করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গত কয়েক দিনের তুলনায় গতকাল বুধবার রাস্তায় তেমন নামেননি। তবে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে তিন-চারটি বাস ভাঙচুর করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে গতকাল এই রিট করেন। আগামী রোববার এ বিষয়ে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

ইউনুছ আলী আকন্দ বলেন, করোনার কারণে অভিভাবকদের আয় কমে গেছে। তাঁরা স্কুল-কলেজের বেতন পরিশোধ করতেই হিমশিম খাচ্ছেন। তাই শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক। এ জন্যই রিট করা হয়েছে। আবেদনে স্বরাষ্ট্র, নৌ, রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এ মাসের শুরুর দিকে বাসভাড়া বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। কোথাও কোথাও এর চেয়েও বেশি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ অবস্থায় বাসভাড়া অর্ধেক করার দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সঙ্গে যোগ করেন আরও কয়েকটি দাবি। এক সপ্তাহ ধরে প্রতিদিন রাজপথে ছিলেন শিক্ষার্থীরা। কিন্তু বাসমালিক বা সরকারের তরফ থেকে তাঁদের দাবির বিষয়ে কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল না।

এ অবস্থায় গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলব।’ প্রতিমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। কিন্তু ওই দিনই ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান বলে তাঁরা অভিযোগ করেন।

এদিকে, মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মোটরসাইকেল ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এরপর ধানমন্ডির আইডিয়াল কলেজের এক ছাত্রকে নিয়ে আটকে রাখেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে ব্যাপারটি পুলিশ ও দুই কলেজের শিক্ষকদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। কিন্তু গতকাল ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভাঙচুর করা হয় কলেজের প্রধান ফটকের সামনে রাখা শিক্ষার্থীদের মোটরসাইকেল, কলেজের সামনের দিকে থাকা সবগুলো জানালার গ্লাস ও দুইটি এসি।

একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে তিন-চারটি বাস ভাঙচুর করেন। বাস ভাঙচুরের খবরে বেশ কিছু সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। মোহাম্মদপুর থেকে ছেড়ে আসা বিভিন্ন রুটের বাস জিগাতলা থেকে ঘুরিয়ে আবার চলে যায়।

এ বিষয়ে মালঞ্চ পরিবহনের শ্রমিক আবদুর রহিম বলেন, ‘আজকেও ছাত্ররা গাড়ি ভাঙচুর করছে। গাড়ির মালিক গাড়ি গ্যারেজে নিয়ে বন্ধ রাখতে বলেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

এলাকার খবর
Loading...