নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মৃদু তাপপ্রবাহ শেষে রাজধানী ঢাকাসহ দেশের কিছু এলাকায় বজ্রঝড় বয়ে গেছে। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী তিন দিন এ অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। তবে এ মাসে তাপমাত্রা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এর মধ্যে কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী কয়েক দিন এ রকমই চলবে। বাতাস ও বজ্রবৃষ্টি হবে।
আবহাওয়াবিদেরা জানান, বাংলাদেশের আবহাওয়ায় মার্চ মাস থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হওয়া অস্বাভাবিক নয়। এ মাস থেকে বজ্রপাত-ঝড়ও শুরু হয়। তাপপ্রবাহের পর বজ্রঝড় ও বৃষ্টির মাধ্যমে তাপমাত্রা কমে যায়। তবে আবহাওয়া অধিদপ্তর মার্চ মাসের পূর্বাভাসে জানিয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
বাতাস উত্তপ্ত হলে কখনো কখনো তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়। সেটাকে বলা হয় তাপপ্রবাহ। ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে যদি তাপমাত্রা উঠে যায়, তখন সেটাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গতকাল সিরাজগঞ্জে তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ছাড়া রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, রাঙামাটি, বাগেরহাট, পটুয়াখালীসহ ১২টি জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। আবুল কালাম মল্লিক আরও বলেন, ‘এটা মার্চ, এপ্রিল, মে মাসের স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিবছরই এই ঘটনা ঘটে। কিন্তু কখনো কখনো এই তাপপ্রবাহ অনেক দিন ধরে বিরাজমান থাকে। যেমন, গত বছর ১ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত প্রায় ৩৫ দিন একটানা তাপপ্রবাহ ছিল। এটা ছিল বাংলাদেশে ৭৬ বছরের মধ্যে তাপপ্রবাহের ব্যাপ্তিকালের রেকর্ড।’
মৃদু তাপপ্রবাহ শেষে রাজধানী ঢাকাসহ দেশের কিছু এলাকায় বজ্রঝড় বয়ে গেছে। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী তিন দিন এ অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। তবে এ মাসে তাপমাত্রা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এর মধ্যে কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী কয়েক দিন এ রকমই চলবে। বাতাস ও বজ্রবৃষ্টি হবে।
আবহাওয়াবিদেরা জানান, বাংলাদেশের আবহাওয়ায় মার্চ মাস থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হওয়া অস্বাভাবিক নয়। এ মাস থেকে বজ্রপাত-ঝড়ও শুরু হয়। তাপপ্রবাহের পর বজ্রঝড় ও বৃষ্টির মাধ্যমে তাপমাত্রা কমে যায়। তবে আবহাওয়া অধিদপ্তর মার্চ মাসের পূর্বাভাসে জানিয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
বাতাস উত্তপ্ত হলে কখনো কখনো তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়। সেটাকে বলা হয় তাপপ্রবাহ। ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে যদি তাপমাত্রা উঠে যায়, তখন সেটাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গতকাল সিরাজগঞ্জে তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ছাড়া রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, রাঙামাটি, বাগেরহাট, পটুয়াখালীসহ ১২টি জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। আবুল কালাম মল্লিক আরও বলেন, ‘এটা মার্চ, এপ্রিল, মে মাসের স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিবছরই এই ঘটনা ঘটে। কিন্তু কখনো কখনো এই তাপপ্রবাহ অনেক দিন ধরে বিরাজমান থাকে। যেমন, গত বছর ১ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত প্রায় ৩৫ দিন একটানা তাপপ্রবাহ ছিল। এটা ছিল বাংলাদেশে ৭৬ বছরের মধ্যে তাপপ্রবাহের ব্যাপ্তিকালের রেকর্ড।’
আজ শুক্রবার বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৮টা ৩০ মিনিটের এর রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১০২, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১১ম।
২ ঘণ্টা আগেআকাশ অনেকটাই পরিষ্কার, আছে বাতাসের প্রবাহও। তবুও গতকাল বুধবারের তুলনায় ঢাকার বায়ুমানে আজ বৃহস্পতিবারও উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটের রেকর্ড অনুসারে, ঢাকার বায়ুমান ছিল ১২৬, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
১ দিন আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘শব্দদূষণ রোধে আমাদের ‘‘লাউড কালচারের’’ বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যেমনটি অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে গড়ে উঠেছে।’
২ দিন আগেবিশ্ব ধরিত্রী দিবসে প্লাস্টিক দূষণ, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে জনসচেতনতা কর্মসূচি পালন করেছে পরিবেশ নিয়ে কাজ করা যুব সংগঠন ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট (ভিএফই)। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর রমনা পার্কে এ কর্মসূচি আয়োজিত হয়।
২ দিন আগে