
আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে উত্তরে দেশের শেষ সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায়। সেই সঙ্গে তীব্র শৈত্যপ্রবাহের কাছাকাছি পরিস্থিতি বিরাজ করছে সেখানে। এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো অঞ্চলে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সেটি মৃদু শৈত্যপ্রবাহের অন্তর্ভুক্ত হয়, ৬ থেকে ৮ মাঝারি শৈত্যপ্রবাহ, ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে হলে সেটি অতি তীব্র শৈত্যপ্রবাহের অন্তর্ভুক্ত হবে।
সেই হিসাবে দেশের চারটি অঞ্চলে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৮ ডিগ্রি, দিনাজপুরে ৭ দশমিক ২ ডিগ্রি এবং নওগাঁর বদলগাছীতে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞপ্তিতে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাবে এবং তা বিস্তার লাভ করতে পারে।
দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
মধ্যরাত থেকে পড়তে থাকা মাঝারি ও ঘন কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।
সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১২ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।
আবহাওয়ার এমন পরিস্থিতি পরবর্তী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর হাতিয়া ৬ মিলিমিটার।

আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে উত্তরে দেশের শেষ সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায়। সেই সঙ্গে তীব্র শৈত্যপ্রবাহের কাছাকাছি পরিস্থিতি বিরাজ করছে সেখানে। এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো অঞ্চলে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সেটি মৃদু শৈত্যপ্রবাহের অন্তর্ভুক্ত হয়, ৬ থেকে ৮ মাঝারি শৈত্যপ্রবাহ, ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে হলে সেটি অতি তীব্র শৈত্যপ্রবাহের অন্তর্ভুক্ত হবে।
সেই হিসাবে দেশের চারটি অঞ্চলে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৮ ডিগ্রি, দিনাজপুরে ৭ দশমিক ২ ডিগ্রি এবং নওগাঁর বদলগাছীতে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞপ্তিতে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাবে এবং তা বিস্তার লাভ করতে পারে।
দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
মধ্যরাত থেকে পড়তে থাকা মাঝারি ও ঘন কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।
সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১২ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।
আবহাওয়ার এমন পরিস্থিতি পরবর্তী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর হাতিয়া ৬ মিলিমিটার।

১৯ জানুয়ারি শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ওই দিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
১১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকাল থেকে বইছে হালকা শীতের আমেজ। তাপমাত্রা গতকালের মতো রয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
১৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ ১ মাঘ, বৃহস্পতিবার সকালে ঝলমলে রোদের দেখা মিলেছে। রয়েছে হালকা শীতের আমেজ। এমন সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১৫ দশমিক ৬। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
২ দিন আগে
শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা কমতে বলে পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
৩ দিন আগে