Ajker Patrika

তাপমাত্রা বাড়ছে, কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
নানা কারণে মানুষ ২০২৪ সালকে ভবিষ্যতে সবচেয়ে শীতলতম বছর হিসেবে মনে রাখতে পারেন। ছবি: এএফপি
নানা কারণে মানুষ ২০২৪ সালকে ভবিষ্যতে সবচেয়ে শীতলতম বছর হিসেবে মনে রাখতে পারেন। ছবি: এএফপি

চৈত্র মাস আসার আগেই দেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আজ সোমবার, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবারও দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে। আর গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া, রাজারহাট এবং টেকনাফে, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামীকাল মঙ্গলবার ও বুধবার অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার দিনের এবং রাতের তাপমাত্র অপরিবর্তিত থাকলেও বুধবার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে।

এ ছাড়া মঙ্গলবার, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দু–এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত