Ajker Patrika

সপ্তাহজুড়েই থাকবে ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মে ২০২৪, ২১: ০৮
সপ্তাহজুড়েই থাকবে ঝড়-বৃষ্টি

টানা তাপপ্রবাহের পর সারা দেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে আজ সোমবার থেকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই বৃষ্টি এ সপ্তাহজুড়েই অব্যাহত থাকবে। তবে টানা বৃষ্টিপাত হবে না। কখনো কালবৈশাখী, আবার কখনো বজ্রপাত ও দমকা হাওয়া নিয়ে বৃষ্টির প্রবণতা থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলছে, গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ১৩৮ মিলিমিটার। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের প্রায় সব অঞ্চলেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৬ মিলিমিটার। এদিকে টানা ৩৭ দিন দাবদাহের পর বৃষ্টির হয়েছে চুয়াডাঙ্গায়। আজ বেলা ৩টা ৩৭ মিনিট থেকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ৪টার পর থেকে শিলা পড়তে শুরু করে। ১০-১৫ মিনিট শিলাবৃষ্টিসহ ১ ঘণ্টা ৩৮ মিনিট স্থায়ী বজ্রসহ বৃষ্টিতে মোট ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সপ্তাহজুড়েই এমন বৃষ্টিপাত থাকবে। তবে এটা বর্ষাকালীন বৃষ্টি নয়। তাই এই বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে হবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত