বিনোদন প্রতিবেদক, ঢাকা

তিন দশক ধরে স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে দেশের বিভিন্ন স্থানে শুটিং হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির। এবারের পর্ব ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের ঝিনাইদহে। ১৭ মে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগরের ফসলের মাঠের বটবৃক্ষ চত্বরে ইত্যাদির শুটিং চলাকালীন ইত্যাদির টিম পড়ে ঝড়ের কবলে। সন্ধ্যা থেকে টানা কয়েক ঘণ্টার ঝড়, বজ্রপাত ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় শুটিং সেট, লাইট ও সাউন্ড সিস্টেম। পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত জানান, ৩৭ বছরে এই প্রথম এত বিপর্যয়ের মুখে পড়েছিল ইত্যাদি টিম। অবশেষে প্রচারে আসছে ঝড়ের কবলে পড়া ইত্যাদির সেই পর্ব। ৩০ মে বিটিভিতে রাত ৮টার সংবাদের পর প্রচার হবে ইত্যাদি।
এবারের অনুষ্ঠানে ঝিনাইদহের লোককবি পাগলা কানাইয়ের কথা ও সুরে একটি লোকগানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও তসিবা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী। গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় কিশোর দাশের সুর ও সংগীত পরিচালনায় আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিনাইদহের সন্তান সংগীতশিল্পী মনির খান। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ঝিনাইদহ নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য।
ইত্যাদির প্রতিটি পর্বে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনকল্যাণে নিয়োজিত ব্যক্তিদের তুলে ধরার পাশাপাশি বিভিন্ন তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করা হয়। এবারের ইত্যাদিতেও রয়েছে কিছু মানবিক, সচেতনতা, তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন। ৩০ মে সমুদ্র সিংহ বা সি লায়ন দিবস। তাই এবারের বিদেশি প্রতিবেদনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের লা-হোয়-আ কোভে সৈকতে বিশ্রাম নিতে আসা সমুদ্র সিংহ বা সি লায়নের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।
এ ছাড়া রয়েছে পোস্টার নির্যাতন, স্বভাব সংস্কার, ফেসবুকের সংবাদ সেবা, স্বাস্থ্য নিয়ে ব্যবসা, রাজনৈতিক দল গঠনের হিড়িকে নামের সংকটসহ বেশ কয়েকটি নাট্যাংশ। অভিনয় করেছেন বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, আমিন আজাদ, সাইদুর রহমান পাভেল, সাদিয়া তানজিন, সাবরিনা নিসাসহ আরও অনেকে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

তিন দশক ধরে স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে দেশের বিভিন্ন স্থানে শুটিং হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির। এবারের পর্ব ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের ঝিনাইদহে। ১৭ মে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগরের ফসলের মাঠের বটবৃক্ষ চত্বরে ইত্যাদির শুটিং চলাকালীন ইত্যাদির টিম পড়ে ঝড়ের কবলে। সন্ধ্যা থেকে টানা কয়েক ঘণ্টার ঝড়, বজ্রপাত ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় শুটিং সেট, লাইট ও সাউন্ড সিস্টেম। পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত জানান, ৩৭ বছরে এই প্রথম এত বিপর্যয়ের মুখে পড়েছিল ইত্যাদি টিম। অবশেষে প্রচারে আসছে ঝড়ের কবলে পড়া ইত্যাদির সেই পর্ব। ৩০ মে বিটিভিতে রাত ৮টার সংবাদের পর প্রচার হবে ইত্যাদি।
এবারের অনুষ্ঠানে ঝিনাইদহের লোককবি পাগলা কানাইয়ের কথা ও সুরে একটি লোকগানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও তসিবা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী। গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় কিশোর দাশের সুর ও সংগীত পরিচালনায় আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিনাইদহের সন্তান সংগীতশিল্পী মনির খান। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ঝিনাইদহ নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য।
ইত্যাদির প্রতিটি পর্বে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনকল্যাণে নিয়োজিত ব্যক্তিদের তুলে ধরার পাশাপাশি বিভিন্ন তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করা হয়। এবারের ইত্যাদিতেও রয়েছে কিছু মানবিক, সচেতনতা, তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন। ৩০ মে সমুদ্র সিংহ বা সি লায়ন দিবস। তাই এবারের বিদেশি প্রতিবেদনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের লা-হোয়-আ কোভে সৈকতে বিশ্রাম নিতে আসা সমুদ্র সিংহ বা সি লায়নের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।
এ ছাড়া রয়েছে পোস্টার নির্যাতন, স্বভাব সংস্কার, ফেসবুকের সংবাদ সেবা, স্বাস্থ্য নিয়ে ব্যবসা, রাজনৈতিক দল গঠনের হিড়িকে নামের সংকটসহ বেশ কয়েকটি নাট্যাংশ। অভিনয় করেছেন বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, আমিন আজাদ, সাইদুর রহমান পাভেল, সাদিয়া তানজিন, সাবরিনা নিসাসহ আরও অনেকে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৬ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৬ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৬ ঘণ্টা আগে