Ajker Patrika

শুটিংয়ে ‘স্বাতী নক্ষত্রের আলোয়’

শুটিংয়ে ‘স্বাতী নক্ষত্রের আলোয়’

চার মাস পর শুটিংয়ে ফিরলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তাঁর নতুন নাটক ‘স্বাতী নক্ষত্রের আলোয়’। অভিনয় করছেন তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া। আজ মিরপুরে শেষ হবে নাটকটির শুটিং।

চয়নিকা চৌধুরী বলেন, ‘চার মাস পর কাজে ফিরলাম। কেমন যেন অনভ্যস্ত মনে হচ্ছে সবকিছু। একটু ভয় ভয় করছে। তবে ভালোভাবেই শুটিং শেষ হচ্ছে। সুন্দর একটা সম্পর্কের গল্প বলা হবে।’ করপোরেট জীবনের গল্প বলবে এ নাটকটি। নাটকে তারিক আনাম খান ও মৌ অভিনয় করছেন স্বামী-স্ত্রীর চরিত্রে।

‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়ানাটকে মৌ একজন ধনাঢ্য নারী। মৌ বলেন, ‘আমি তো খুব বেছে বেছে নাটকে কাজ করি। এর মধ্যে এই নাটকের গল্পটা ভালো লেগেছে। তা ছাড়া পরিচালক চয়নিকা চৌধুরী একটা আস্থার জায়গা। তাঁর কাজ করতে বরাবরই ভালো লাগে।’

‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়াগল্পে বার্তা দেওয়া হয়েছে ভালোবাসাই বড়। ভালোবাসতে জানলে সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। পরিচালক বলেন, ‘মূল চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, ওনাদের সঙ্গে আগেও বহু কাজ করেছি। তবে এই কাজটি ওনারা আমার সঙ্গে করেছেন বলে ভীষণ কৃতজ্ঞ। কারণ শুরু থেকেই মনে হচ্ছিল, সব যেন নতুন করে শুরু করতে হচ্ছে। এমন অবস্থায় ওনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, তাতে আমি মুগ্ধ।’

হাউস অব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকটি কোথায় প্রচার হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত