বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে চমকে দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাহসান খানের সঙ্গে তাঁর গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি জনপ্রিয়তা পায়। এবার ইত্যাদির মঞ্চেও থাকছে চমক। কবির বকুলের লেখা ও ইমরানের সুর-সংগীতে গান গাইবেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি।
এক দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সিয়াম আহমেদ। ছোট পর্দা দিয়ে শুরু হলেও এখন পুরো মনোযোগ সিনেমা নিয়ে। এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত নতুন সিনেমা ‘জংলি’। চার বছর আগে প্রীতম হাসানের ‘খোকা’ গানটি কাভার করলেও এবারই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন সিয়াম। সিয়াম ও হিমি নিয়মিত অভিনয় করলেও এবারই প্রথম তাঁদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।
সিয়াম বলেন, ‘আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই আমাকে তাগাদা না দিলে হয়তো গাওয়া হতো না। এটা দর্শকদের জন্য আমার ঈদ উপহার।’
গানে সিয়াম নতুন হলেও হিমি কিন্তু নতুন নয়। সংগীতে তাঁর হাতেখড়ি সাধনা মিত্রের কাছে। ছোটবেলায় ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। তালিম নিয়েছেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও। নাটকের গানেও পাওয়া গেছে হিমিকে।
ইত্যাদির এই গান নিয়ে হিমি বলেন, ‘ছোটবেলা থেকেই ইত্যাদি দেখার জন্য এক্সাইটেড থাকতাম। এ রকম একটা অনুষ্ঠানে নিজে অংশ হয়েছি, তা-ও আবার গানে! এই গানের ব্যাপারটা আমার জন্য খুবই নস্টালজিক। এ ছাড়া ইমরান ভাইয়ের কম্পোজিশনে প্রথমবার গাইলাম, বিষয়টা মজার ছিল। দারুণ এক অভিজ্ঞতা হলো ক্যারিয়ারে।’
ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
গত রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে চমকে দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাহসান খানের সঙ্গে তাঁর গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি জনপ্রিয়তা পায়। এবার ইত্যাদির মঞ্চেও থাকছে চমক। কবির বকুলের লেখা ও ইমরানের সুর-সংগীতে গান গাইবেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি।
এক দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সিয়াম আহমেদ। ছোট পর্দা দিয়ে শুরু হলেও এখন পুরো মনোযোগ সিনেমা নিয়ে। এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত নতুন সিনেমা ‘জংলি’। চার বছর আগে প্রীতম হাসানের ‘খোকা’ গানটি কাভার করলেও এবারই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন সিয়াম। সিয়াম ও হিমি নিয়মিত অভিনয় করলেও এবারই প্রথম তাঁদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।
সিয়াম বলেন, ‘আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই আমাকে তাগাদা না দিলে হয়তো গাওয়া হতো না। এটা দর্শকদের জন্য আমার ঈদ উপহার।’
গানে সিয়াম নতুন হলেও হিমি কিন্তু নতুন নয়। সংগীতে তাঁর হাতেখড়ি সাধনা মিত্রের কাছে। ছোটবেলায় ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। তালিম নিয়েছেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও। নাটকের গানেও পাওয়া গেছে হিমিকে।
ইত্যাদির এই গান নিয়ে হিমি বলেন, ‘ছোটবেলা থেকেই ইত্যাদি দেখার জন্য এক্সাইটেড থাকতাম। এ রকম একটা অনুষ্ঠানে নিজে অংশ হয়েছি, তা-ও আবার গানে! এই গানের ব্যাপারটা আমার জন্য খুবই নস্টালজিক। এ ছাড়া ইমরান ভাইয়ের কম্পোজিশনে প্রথমবার গাইলাম, বিষয়টা মজার ছিল। দারুণ এক অভিজ্ঞতা হলো ক্যারিয়ারে।’
ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১৪ ঘণ্টা আগে