বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রতিবছর পবিত্র মাস উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজন করে কোরআনে হাফেজদের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘আলোকিত কোরআন’। এবার এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের মো. মাহদী হাসান তামীম। প্রথম রানারআপ হয়েছেন আসাদুল্লাহ আবীর (শরিয়তপুর) এবং দ্বিতীয় রানারআপ হয়েছে মো. আবু বকর সিদ্দীক (কুমিল্লা)।
এবার ১৫তম বারের মতো আয়োজিত হয়েছে আলোকিত কোরআন প্রতিযোগিতা। দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন জোনের সহস্রাধিক প্রতিযোগী থেকে অডিশনের মাধ্যমে চার শতাধিক সেরা হাফেজকে বাছাই করে ঢাকায় তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে চূড়ান্ত অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ৩২ জন প্রতিযোগী হাফেজকে। তাদের নিয়ে শুরু হয় মূল আয়োজন। গতকাল ২৮ মার্চ আলোকিত কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি আরটিভির পর্দায় প্রচারিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা কোরআন পাঠ করার পাশাপাশি এর মর্মার্থ বুঝে যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে সমাজ থেকে সকল অন্যায় অবিচার বিদায় হবে। ন্যায় নিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি, আলোকিত কোরআন প্রতিযোগিতার মাধ্যমে একঝাঁক তরুণ প্রতিভাবান হাফেজে কোরআনকে আরটিভি আমাদের সামনে হাজির করেছে, যারা ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম প্রসারের পথকে আরও আলোকিত করবে।’
ইউএসএ চ্যাম্পিয়ন হুজাইফা খান
দেশের পাশাপাশি গত বছর থেকে নর্থ আমেরিকায় শুরু হয়েছে এই আয়োজন। ‘সুন্দর জীবনের জন্য কোরআন’ এই শিরোনামে প্রতিযোগিতার দ্বিতীয় সিজনে নর্থ আমেরিকায় বসবাসরতদের মধ্য থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে নানা ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬০ জন প্রতিযোগি নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা।

সাতটি রাউন্ডে প্রতিযোগীরা তাদের সেরাটা উপস্থাপন করে দর্শকের মন জয় করেছেন। দ্বিতীয় সিজনে চ্যাম্পিয়ন হয়েছেন হুজাইফা খান (জ্যামাইকা, নিউইয়র্ক)। প্রথম রানার আপ হয়েছেন মাশরুর আহমেদ (মিশিগান), সেকেন্ড রানার আপ হয়েছেন তামজীদ উদ্দিন নাঈম (নিউইয়র্ক), চতুর্থ হয়েছেন মঞ্জুর আহমেদ (মিশিগান) এবং পঞ্চম হয়েছেন সারাবান তহুরা ভূঁইয়া (নিউইয়র্ক)।

প্রতিবছর পবিত্র মাস উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজন করে কোরআনে হাফেজদের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘আলোকিত কোরআন’। এবার এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের মো. মাহদী হাসান তামীম। প্রথম রানারআপ হয়েছেন আসাদুল্লাহ আবীর (শরিয়তপুর) এবং দ্বিতীয় রানারআপ হয়েছে মো. আবু বকর সিদ্দীক (কুমিল্লা)।
এবার ১৫তম বারের মতো আয়োজিত হয়েছে আলোকিত কোরআন প্রতিযোগিতা। দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন জোনের সহস্রাধিক প্রতিযোগী থেকে অডিশনের মাধ্যমে চার শতাধিক সেরা হাফেজকে বাছাই করে ঢাকায় তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে চূড়ান্ত অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ৩২ জন প্রতিযোগী হাফেজকে। তাদের নিয়ে শুরু হয় মূল আয়োজন। গতকাল ২৮ মার্চ আলোকিত কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি আরটিভির পর্দায় প্রচারিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা কোরআন পাঠ করার পাশাপাশি এর মর্মার্থ বুঝে যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে সমাজ থেকে সকল অন্যায় অবিচার বিদায় হবে। ন্যায় নিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি, আলোকিত কোরআন প্রতিযোগিতার মাধ্যমে একঝাঁক তরুণ প্রতিভাবান হাফেজে কোরআনকে আরটিভি আমাদের সামনে হাজির করেছে, যারা ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম প্রসারের পথকে আরও আলোকিত করবে।’
ইউএসএ চ্যাম্পিয়ন হুজাইফা খান
দেশের পাশাপাশি গত বছর থেকে নর্থ আমেরিকায় শুরু হয়েছে এই আয়োজন। ‘সুন্দর জীবনের জন্য কোরআন’ এই শিরোনামে প্রতিযোগিতার দ্বিতীয় সিজনে নর্থ আমেরিকায় বসবাসরতদের মধ্য থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে নানা ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬০ জন প্রতিযোগি নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা।

সাতটি রাউন্ডে প্রতিযোগীরা তাদের সেরাটা উপস্থাপন করে দর্শকের মন জয় করেছেন। দ্বিতীয় সিজনে চ্যাম্পিয়ন হয়েছেন হুজাইফা খান (জ্যামাইকা, নিউইয়র্ক)। প্রথম রানার আপ হয়েছেন মাশরুর আহমেদ (মিশিগান), সেকেন্ড রানার আপ হয়েছেন তামজীদ উদ্দিন নাঈম (নিউইয়র্ক), চতুর্থ হয়েছেন মঞ্জুর আহমেদ (মিশিগান) এবং পঞ্চম হয়েছেন সারাবান তহুরা ভূঁইয়া (নিউইয়র্ক)।

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন–৩ এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেস সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
২৬ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১২ ঘণ্টা আগে