
প্রতি সপ্তাহে জনপ্রিয় বিদেশি সিনেমা বাংলা ভাষায় রূপান্তর করে প্রচার করে দুরন্ত টিভি। এর ধারাবাহিকতায় এ সপ্তাহেও থাকছে দুটি সিনেমা। শিশু-কিশোরদের পছন্দের দুই সিনেমা ‘ড্রাগন হান্টার্স’ ও ‘প্রিন্সেস এমি’ বাংলা ভাষায় নিয়ে আসছে দুরন্ত টিভি। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বেলা ৩টায় প্রচারিত হবে সিনেমা দুটি।
প্রিন্সেস এমি
কান্দিস রাজ্যের ছোট্ট প্রিন্সেস এমি। তার একটি বিশেষ ক্ষমতা আছে, যা কান্দিস রাজ্যের আর কারোরই নেই—ঘোড়ার সাথে কথা বলতে পারে সে। বন্ধু, পরিবার, আস্তাবলের চমৎকার সব ঘোড়া—সব মিলে তার জীবন ছিল চমৎকার। তারপর একদিন আসে তার চাচাতো বোন গিজানা। সে রাজকুমারী এমির প্রতি হিংসাপরায়ণ হয়ে তার জীবনকে দুর্বিষহ করে তোলে। ফলে রাজকুমারী হিসেবে অভিষিক্ত হওয়া এবং দৈববলে পাওয়া ক্ষমতা দুই-ই রক্ষা করতে কঠিন সংগ্রাম করতে হয় এমিকে।
দুরন্ত টিভির ভাষান্তরিত সিনেমা ‘প্রিন্সেস এমি’ প্রচারিত হবে আজ শুক্রবার বেলা ৩টায়।
ড্রাগন হান্টার্স
ওয়ার্ল্ড গবলার ড্রাগনদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও ভয়ংকর প্রাণী। প্রতি বিশ বছরে সে একবার জেগে ওঠে সমস্ত জীবন্ত প্রাণিকে হত্যা করে। বহু বছর আগে লর্ড আর্নল্ড ওয়ার্ল্ড গবলারকে পরাজিত করতে গেয়ে নিজের ক্ষমতা, দৃষ্টিশক্তি ও সৈন্যবাহিনী হারিয়ে ফিরে আসে। এবার ওয়ার্ল্ড গবলারকে পরাজিত করে দুর্গ ও মানুষদের নিরাপদ করতে নিয়োগ দেওয়া হয় গুইজডো আর লিয়াং স্যু নামক দুই তরুণ ড্রাগন শিকারিকে।
তাদের এই অভিযানে সঙ্গী হয় লর্ড আর্নল্ডের বুদ্ধিমান ও দৃঢ় ভাতিজি জো। ওয়ার্ল্ড হান্টারকে পরাজিত করতে এই ড্রাগন শিকারি দলকে পাড়ি জমাতে হয় পৃথিবীর শেষ প্রান্তে, যেখানে ভয়ংকর ড্রাগনটি এখনো ঘুমাচ্ছে। ঘুম থেকে জেগে ওঠার আগেই তাকে পরাজিত করতে হবে শিকারি দলের অথবা পরাজিত হয়ে নিজেদের মৃত্যু দেখতে হবে।
ড্রাগন শিকারের উত্তেজনাপূর্ণ কাহিনি নিয়ে দুরন্ত টিভির ভাষান্তরিত সিনেমা ‘ড্রাগন হান্টার্স’ প্রচারিত হবে ৩ সেপ্টেম্বর বেলা ৩টায়।

প্রতি সপ্তাহে জনপ্রিয় বিদেশি সিনেমা বাংলা ভাষায় রূপান্তর করে প্রচার করে দুরন্ত টিভি। এর ধারাবাহিকতায় এ সপ্তাহেও থাকছে দুটি সিনেমা। শিশু-কিশোরদের পছন্দের দুই সিনেমা ‘ড্রাগন হান্টার্স’ ও ‘প্রিন্সেস এমি’ বাংলা ভাষায় নিয়ে আসছে দুরন্ত টিভি। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বেলা ৩টায় প্রচারিত হবে সিনেমা দুটি।
প্রিন্সেস এমি
কান্দিস রাজ্যের ছোট্ট প্রিন্সেস এমি। তার একটি বিশেষ ক্ষমতা আছে, যা কান্দিস রাজ্যের আর কারোরই নেই—ঘোড়ার সাথে কথা বলতে পারে সে। বন্ধু, পরিবার, আস্তাবলের চমৎকার সব ঘোড়া—সব মিলে তার জীবন ছিল চমৎকার। তারপর একদিন আসে তার চাচাতো বোন গিজানা। সে রাজকুমারী এমির প্রতি হিংসাপরায়ণ হয়ে তার জীবনকে দুর্বিষহ করে তোলে। ফলে রাজকুমারী হিসেবে অভিষিক্ত হওয়া এবং দৈববলে পাওয়া ক্ষমতা দুই-ই রক্ষা করতে কঠিন সংগ্রাম করতে হয় এমিকে।
দুরন্ত টিভির ভাষান্তরিত সিনেমা ‘প্রিন্সেস এমি’ প্রচারিত হবে আজ শুক্রবার বেলা ৩টায়।
ড্রাগন হান্টার্স
ওয়ার্ল্ড গবলার ড্রাগনদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও ভয়ংকর প্রাণী। প্রতি বিশ বছরে সে একবার জেগে ওঠে সমস্ত জীবন্ত প্রাণিকে হত্যা করে। বহু বছর আগে লর্ড আর্নল্ড ওয়ার্ল্ড গবলারকে পরাজিত করতে গেয়ে নিজের ক্ষমতা, দৃষ্টিশক্তি ও সৈন্যবাহিনী হারিয়ে ফিরে আসে। এবার ওয়ার্ল্ড গবলারকে পরাজিত করে দুর্গ ও মানুষদের নিরাপদ করতে নিয়োগ দেওয়া হয় গুইজডো আর লিয়াং স্যু নামক দুই তরুণ ড্রাগন শিকারিকে।
তাদের এই অভিযানে সঙ্গী হয় লর্ড আর্নল্ডের বুদ্ধিমান ও দৃঢ় ভাতিজি জো। ওয়ার্ল্ড হান্টারকে পরাজিত করতে এই ড্রাগন শিকারি দলকে পাড়ি জমাতে হয় পৃথিবীর শেষ প্রান্তে, যেখানে ভয়ংকর ড্রাগনটি এখনো ঘুমাচ্ছে। ঘুম থেকে জেগে ওঠার আগেই তাকে পরাজিত করতে হবে শিকারি দলের অথবা পরাজিত হয়ে নিজেদের মৃত্যু দেখতে হবে।
ড্রাগন শিকারের উত্তেজনাপূর্ণ কাহিনি নিয়ে দুরন্ত টিভির ভাষান্তরিত সিনেমা ‘ড্রাগন হান্টার্স’ প্রচারিত হবে ৩ সেপ্টেম্বর বেলা ৩টায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৫ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৫ ঘণ্টা আগে