ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে একঝাঁক নাটক। প্রতিবারের মতো এবারও এ দিনটি উপলক্ষ করে বিনোদন মাধ্যমে নানা আয়োজনের প্রস্তুতি চলছে। নাটক নির্মাণে বৈচিত্র্যময় গল্প নিয়ে মাঠে নেমেছেন নির্মাতারা। চলছে শুটিং।
এমনই এক নাটকের নাম ‘উড়ছি তোমার প্রেমে’। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাটকের চিত্রনাট্যও লিখেছেন তিনি। অভিনয় করেছেন অপূর্ব ও কেয়া পায়েল।
এরই মধ্যে নাটকটির একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি বলেন, ‘অনলাইনে নাটকটি নিয়ে দর্শকের ব্যাপক সাড়া পাচ্ছি। বিভিন্ন গ্রুপে নাটকটি নিয়ে আলোচনা হচ্ছে। এর অন্যতম কারণ নাটকের টাইটেল গান। গানটি শ্রোতারা পছন্দ করেছে। পুরোপুরি রোমান্টিক একটি গল্পের নাটক হচ্ছে এটি।’
অপূর্ব বলেন, ‘বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজ করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত ও দর্শকদের বলতে চাই, আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন। আশা করি, কেউ নিরাশ হবেন না।’
পায়েল বলেন, ‘আমি একেবারেই নবীন একজন অভিনেত্রী। অপূর্ব ভাই, সৌখিন ভাইয়ের সহযোগিতায় চেষ্টা করেছি ভালো করতে। বাকিটা দর্শক বিবেচনা করবে।’
উড়ছি তোমার প্রেমে নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ। নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে রেকর্ড গড়ল রায়ান কুগলার পরিচালিত ‘সিনারস’। সেরা সিনেমা, সেরা অভিনেতা, পরিচালক, চিত্রনাট্য, সংগীত, চিত্র গ্রহণসহ মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেল হরর সিনেমাটি।
১০ মিনিট আগে
সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
১১ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১৪ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
২১ ঘণ্টা আগে