Ajker Patrika

রেজানুর রহমানের ঈদের নাটক দবির মিয়ার সুখ দুঃখ

রেজানুর রহমানের ঈদের নাটক দবির মিয়ার সুখ দুঃখ

চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবারও বানিয়েছেন ঈদের বিশেষ নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’। নাটকে দবির মিয়ার চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন। নাটকে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। আরও আছেন জিনাত সানু স্বাগতা, জিয়াউল হাসান কিসলু, মিলি বাসার, অলিউল হক রুমিসহ বিভিন্ন নাট্য সংগঠনের একঝাঁক তরুণ কর্মী।

নাটকের গল্পে দেখা যাবে, দবির মিয়া একটি মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল। তার ধারণা, মেয়েটি যদি একবার তাকে ভালোবাসার কথা বলে, তাহলে পুরো পৃথিবী জয় করতে পারবে সে। কিন্তু ভালোবাসতেও যোগ্যতা লাগে, ডিগ্রী লাগে, অর্থবিত্ত লাগে। আবার সৌন্দর্যও ভালোবাসার ক্ষেত্রে ভূমিকা রাখে। এর কোনোটাই নেই দবির মিয়ার। এ নিয়ে প্রতিদিন মেয়েটি দবির মিয়াকে কটাক্ষ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে।

 ‘দবির মিয়ার সুখ দুঃখ’ নাটকের দৃশ্য। ছবি: চ্যানেল আইএকদিন কথা প্রসঙ্গে দবির মিয়াকে একটি শর্ত দেয় মেয়েটি। সামনের সুউচ্চ ভবন দেখিয়ে বলে, দবির যদি সাত তলার ছাদ থেকে লাফ দিতে পারে, তাহলে দবির যা বলবে তাই মেনে নেবে। দবির মিয়া সত্যি সত্যি সাত তলার ছাদ থেকে লাফ দেয়। তার করুণ মৃত্যু হয়। নাটকের ক্লাইমেক্স শুরু হয় এখান থেকেই।

চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ