বিনোদন প্রতিবেদক, ঢাকা

মনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে মঞ্চে আসছে আরও এক নতুন নাটক। নাটকের নাম ‘মুখোমুখি’। নাটকটি মঞ্চে আনছে থিয়েটার ওয়েব নাট্যদল। মুখোমুখির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মণ। আগামীকাল ২৫ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন।
মুখোমুখি নাটকটি নির্দিষ্ট একটি গল্পের নয়। বরং খণ্ড খণ্ড বেশ কয়েকটি ঘটনা বা গল্পের সমন্বয়ে তৈরি হয়েছে নাটকটি। তুলে ধরা হয়েছে যুদ্ধবিরোধী আর মানবতা ধ্বংসের বিরুদ্ধের নানা ঘটনা। এ প্রসঙ্গে নাটকটির নির্দেশক ধীমান চন্দ্র বর্মণ বলেন, ‘এটা মানবতার পক্ষে যুদ্ধবিরোধী আর স্বৈরশাসকের বিরুদ্ধে রচিত একটি নাটক। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতালোভী রাজারা যে দুঃশাসন কায়েম করে, কিংবা একজন মানুষের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা তার পরিবারের সদস্যদের মধ্যে যে ইমপ্যাক্ট ফেলে, কীভাবে জুলাই গণ-অভ্যুত্থানের মতো একটি ঘটনার জন্ম হয়, কেন হয়—এমন নানা বিষয় তুলে ধরা হয়েছে এই নাটকে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আল মামুন, পলি চৌধুরী, ফৌজিয়া আফরিন তিলু, মুজাহিদুল ইসলাম রিফাত, শ্রীকান্ত মন্ডল, সঞ্জিত কুমার দে, সায়মা সেলিম আনিকা, স্বরূপ রতন লালন ও হাসিব উল ইসলাম। ব্যাক স্টেজে থাকবেন রবি প্রারম্ভ, মেহেদি হাসান সোহান, মো. আশরাফুল ইসলাম, তানভীর আহমেদ, রবিউল আহমেদ, পলক দাস, রতন ধর, অর্পা বণিক, প্রিয়াংকা তালুকদার, গৌতম দে ও শর্মিষ্ঠা রায়।
পোশাক পরিকল্পনায় রয়েছেন মহসিনা আক্তার; কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী ও হাসান ঈশতিয়াক ইমরান; দৃশ্য ভাবনা, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মণ; আলোক প্রক্ষেপণে জাদিদ ইমতিয়াজ; শব্দ ও সংগীত পরিকল্পনায় রাগীব নাঈম এবং শব্দ ও সংগীত প্রক্ষেপণে মামদুদুর রহমান। নাট্য প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

মনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে মঞ্চে আসছে আরও এক নতুন নাটক। নাটকের নাম ‘মুখোমুখি’। নাটকটি মঞ্চে আনছে থিয়েটার ওয়েব নাট্যদল। মুখোমুখির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মণ। আগামীকাল ২৫ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন।
মুখোমুখি নাটকটি নির্দিষ্ট একটি গল্পের নয়। বরং খণ্ড খণ্ড বেশ কয়েকটি ঘটনা বা গল্পের সমন্বয়ে তৈরি হয়েছে নাটকটি। তুলে ধরা হয়েছে যুদ্ধবিরোধী আর মানবতা ধ্বংসের বিরুদ্ধের নানা ঘটনা। এ প্রসঙ্গে নাটকটির নির্দেশক ধীমান চন্দ্র বর্মণ বলেন, ‘এটা মানবতার পক্ষে যুদ্ধবিরোধী আর স্বৈরশাসকের বিরুদ্ধে রচিত একটি নাটক। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতালোভী রাজারা যে দুঃশাসন কায়েম করে, কিংবা একজন মানুষের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা তার পরিবারের সদস্যদের মধ্যে যে ইমপ্যাক্ট ফেলে, কীভাবে জুলাই গণ-অভ্যুত্থানের মতো একটি ঘটনার জন্ম হয়, কেন হয়—এমন নানা বিষয় তুলে ধরা হয়েছে এই নাটকে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আল মামুন, পলি চৌধুরী, ফৌজিয়া আফরিন তিলু, মুজাহিদুল ইসলাম রিফাত, শ্রীকান্ত মন্ডল, সঞ্জিত কুমার দে, সায়মা সেলিম আনিকা, স্বরূপ রতন লালন ও হাসিব উল ইসলাম। ব্যাক স্টেজে থাকবেন রবি প্রারম্ভ, মেহেদি হাসান সোহান, মো. আশরাফুল ইসলাম, তানভীর আহমেদ, রবিউল আহমেদ, পলক দাস, রতন ধর, অর্পা বণিক, প্রিয়াংকা তালুকদার, গৌতম দে ও শর্মিষ্ঠা রায়।
পোশাক পরিকল্পনায় রয়েছেন মহসিনা আক্তার; কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী ও হাসান ঈশতিয়াক ইমরান; দৃশ্য ভাবনা, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মণ; আলোক প্রক্ষেপণে জাদিদ ইমতিয়াজ; শব্দ ও সংগীত পরিকল্পনায় রাগীব নাঈম এবং শব্দ ও সংগীত প্রক্ষেপণে মামদুদুর রহমান। নাট্য প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
৫ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
৫ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৫ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৫ ঘণ্টা আগে