বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ টেলিভিশনে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন সংগীতশিল্পী আগুন। টানা তিন বছর সম্প্রচারের পর অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। এরপর বিটিভিতে আর দেখা যায়নি তাঁকে। ১৫ বছর পর আবারও একই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ফিরছেন আগুন।
এরই মধ্যে আগুন ঝরা সন্ধ্যা অনুষ্ঠানের দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। দুটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ। শনিবার সাড়ে ৫টায় প্রচারিত হবে প্রথম পর্ব।
আগুন বলেন, ‘শিল্পীর কাজ যেন একদিনের জন্যও বন্ধ না হয়, আমি তাই চাই। আমি মনে করি, শিল্পীরা একটি পরিবার। এখানে কোনো বিভাজন হতে পারে না। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে আমাকে আবারও আগুন ঝরা সন্ধ্যা-অনুষ্ঠানটির উপস্থাপনা ও সংগীত পরিচালনার সুযোগ করে দেবার জন্য।’
বিগত সরকারের আমলে আগুনের মতো অনেক শিল্পীকে বাংলাদেশ টেলিভিশনে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও বিটিভি ও বেতারে ফিরতে শুরু করেছেন তাঁরা। শিল্পীদের ব্ল্যাক লিস্টেড করলে দেশের সংস্কৃতির ক্ষতি হয়, তাই এমনটা যেন আর না হয়ে সেটাই প্রত্যাশা আগুনের।
এই প্রসঙ্গে আগুন বলেন, ‘শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়ার যে অপসংস্কৃতিটা প্রচলিত আছে, এটা চিরতরে বন্ধ করে দিতে হবে। একজন শিল্পী কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়। আমরা তা চাই না। কেউ যেন কোনো কারণে ব্ল্যাক লিস্টেড না হয়, সবাই যেন মন দিয়ে যার যার কাজ করতে পারেন এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ, শিল্পীর বিকাশ ঘটে কাজের মাধ্যমে, সংস্কৃতির বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে। তাই ভবিষ্যতে যেন আমার মতো কোনো শিল্পীর কাজ একদিনের জন্যও বন্ধ না হয় আমি তাই চাই।’

বাংলাদেশ টেলিভিশনে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন সংগীতশিল্পী আগুন। টানা তিন বছর সম্প্রচারের পর অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। এরপর বিটিভিতে আর দেখা যায়নি তাঁকে। ১৫ বছর পর আবারও একই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ফিরছেন আগুন।
এরই মধ্যে আগুন ঝরা সন্ধ্যা অনুষ্ঠানের দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। দুটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ। শনিবার সাড়ে ৫টায় প্রচারিত হবে প্রথম পর্ব।
আগুন বলেন, ‘শিল্পীর কাজ যেন একদিনের জন্যও বন্ধ না হয়, আমি তাই চাই। আমি মনে করি, শিল্পীরা একটি পরিবার। এখানে কোনো বিভাজন হতে পারে না। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে আমাকে আবারও আগুন ঝরা সন্ধ্যা-অনুষ্ঠানটির উপস্থাপনা ও সংগীত পরিচালনার সুযোগ করে দেবার জন্য।’
বিগত সরকারের আমলে আগুনের মতো অনেক শিল্পীকে বাংলাদেশ টেলিভিশনে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও বিটিভি ও বেতারে ফিরতে শুরু করেছেন তাঁরা। শিল্পীদের ব্ল্যাক লিস্টেড করলে দেশের সংস্কৃতির ক্ষতি হয়, তাই এমনটা যেন আর না হয়ে সেটাই প্রত্যাশা আগুনের।
এই প্রসঙ্গে আগুন বলেন, ‘শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়ার যে অপসংস্কৃতিটা প্রচলিত আছে, এটা চিরতরে বন্ধ করে দিতে হবে। একজন শিল্পী কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়। আমরা তা চাই না। কেউ যেন কোনো কারণে ব্ল্যাক লিস্টেড না হয়, সবাই যেন মন দিয়ে যার যার কাজ করতে পারেন এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ, শিল্পীর বিকাশ ঘটে কাজের মাধ্যমে, সংস্কৃতির বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে। তাই ভবিষ্যতে যেন আমার মতো কোনো শিল্পীর কাজ একদিনের জন্যও বন্ধ না হয় আমি তাই চাই।’

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
২২ মিনিট আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৩৩ মিনিট আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩৭ মিনিট আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৪১ মিনিট আগে