বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ টেলিভিশনে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন সংগীতশিল্পী আগুন। টানা তিন বছর সম্প্রচারের পর অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। এরপর বিটিভিতে আর দেখা যায়নি তাঁকে। ১৫ বছর পর আবারও একই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ফিরছেন আগুন।
এরই মধ্যে আগুন ঝরা সন্ধ্যা অনুষ্ঠানের দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। দুটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ। শনিবার সাড়ে ৫টায় প্রচারিত হবে প্রথম পর্ব।
আগুন বলেন, ‘শিল্পীর কাজ যেন একদিনের জন্যও বন্ধ না হয়, আমি তাই চাই। আমি মনে করি, শিল্পীরা একটি পরিবার। এখানে কোনো বিভাজন হতে পারে না। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে আমাকে আবারও আগুন ঝরা সন্ধ্যা-অনুষ্ঠানটির উপস্থাপনা ও সংগীত পরিচালনার সুযোগ করে দেবার জন্য।’
বিগত সরকারের আমলে আগুনের মতো অনেক শিল্পীকে বাংলাদেশ টেলিভিশনে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও বিটিভি ও বেতারে ফিরতে শুরু করেছেন তাঁরা। শিল্পীদের ব্ল্যাক লিস্টেড করলে দেশের সংস্কৃতির ক্ষতি হয়, তাই এমনটা যেন আর না হয়ে সেটাই প্রত্যাশা আগুনের।
এই প্রসঙ্গে আগুন বলেন, ‘শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়ার যে অপসংস্কৃতিটা প্রচলিত আছে, এটা চিরতরে বন্ধ করে দিতে হবে। একজন শিল্পী কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়। আমরা তা চাই না। কেউ যেন কোনো কারণে ব্ল্যাক লিস্টেড না হয়, সবাই যেন মন দিয়ে যার যার কাজ করতে পারেন এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ, শিল্পীর বিকাশ ঘটে কাজের মাধ্যমে, সংস্কৃতির বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে। তাই ভবিষ্যতে যেন আমার মতো কোনো শিল্পীর কাজ একদিনের জন্যও বন্ধ না হয় আমি তাই চাই।’

বাংলাদেশ টেলিভিশনে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন সংগীতশিল্পী আগুন। টানা তিন বছর সম্প্রচারের পর অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। এরপর বিটিভিতে আর দেখা যায়নি তাঁকে। ১৫ বছর পর আবারও একই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ফিরছেন আগুন।
এরই মধ্যে আগুন ঝরা সন্ধ্যা অনুষ্ঠানের দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। দুটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ। শনিবার সাড়ে ৫টায় প্রচারিত হবে প্রথম পর্ব।
আগুন বলেন, ‘শিল্পীর কাজ যেন একদিনের জন্যও বন্ধ না হয়, আমি তাই চাই। আমি মনে করি, শিল্পীরা একটি পরিবার। এখানে কোনো বিভাজন হতে পারে না। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে আমাকে আবারও আগুন ঝরা সন্ধ্যা-অনুষ্ঠানটির উপস্থাপনা ও সংগীত পরিচালনার সুযোগ করে দেবার জন্য।’
বিগত সরকারের আমলে আগুনের মতো অনেক শিল্পীকে বাংলাদেশ টেলিভিশনে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও বিটিভি ও বেতারে ফিরতে শুরু করেছেন তাঁরা। শিল্পীদের ব্ল্যাক লিস্টেড করলে দেশের সংস্কৃতির ক্ষতি হয়, তাই এমনটা যেন আর না হয়ে সেটাই প্রত্যাশা আগুনের।
এই প্রসঙ্গে আগুন বলেন, ‘শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়ার যে অপসংস্কৃতিটা প্রচলিত আছে, এটা চিরতরে বন্ধ করে দিতে হবে। একজন শিল্পী কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়। আমরা তা চাই না। কেউ যেন কোনো কারণে ব্ল্যাক লিস্টেড না হয়, সবাই যেন মন দিয়ে যার যার কাজ করতে পারেন এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ, শিল্পীর বিকাশ ঘটে কাজের মাধ্যমে, সংস্কৃতির বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে। তাই ভবিষ্যতে যেন আমার মতো কোনো শিল্পীর কাজ একদিনের জন্যও বন্ধ না হয় আমি তাই চাই।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৬ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৬ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৭ ঘণ্টা আগে