
কয়েক বছর ধরে নাটকে নিয়মিত অভিনয় করছেন জান্নাতুল সুমাইয়া হিমি। ভিউয়ের দিক থেকেও এগিয়ে থাকে তাঁর নাটক। সম্প্রতি হিমি অভিনীত ১০৯টি নাটক পার করেছে ১ কোটি ভিউয়ের মাইলফলক। এর আগে বাংলাদেশের কোনো অভিনেত্রীর এত নাটক ১ কোটি ভিউ ছুঁতে পারেনি।
হিমির এমন সাফল্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর সহকর্মীরা। অভিনেতা নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে লেখা রয়েছে, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’
একই কার্ড শেয়ার করে অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লেখেন, ‘একজন মেধাবী অভিনেত্রীর সফলতা। অনেক অনেক শুভকামনা, ভালোবাসা।’

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘এই খবরটা আমাকে দারুণ আনন্দ দিয়েছে। যে মেয়েটি চ্যানেল আইয়ের “মোহর আলী” সিরিয়ালে একেবারে নতুন, আনকোরা অভিনেত্রী হিসেবে কাজ শুরু করল, প্রেমের আবেগ আসে না, কষ্টে চোখের পানি আসে না! পরিচালক আমাকে ডেকে বলল, আপা ওকে একটু বুঝিয়ে দিন না ইমোশনগুলো কীভাবে আসবে! অতঃপর হিমিকে বসিয়ে নানা কিছু বুঝিয়ে ইমোশনাল সিনের জন্য তৈরি করলাম! তারপর সে অনেকটা বেটার পারফরম্যান্স দিয়েছিল। সেটা প্রায় ১০-১২ বছর আগের কথা। আজ হিমির অভিনয়ের পরিপক্বতা সবার কাছে পরিষ্কার। খুব ভালো লাগল এই অসাধারণ অর্জনের খবর জেনে। অভিনন্দন হিমি। এভাবেই এগিয়ে যাও আরও অনেক দূর। শুভকামনা সব সময়!’
২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় শুরু করেন হিমি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’, ‘সংসার আমার ভাল্লাগে না’, ‘মামার বাড়ি’, ‘বান্ধবীর ভাই’, ‘বিপদে পড়ে বিয়ে’ ইত্যাদি। এর মধ্যে শ্বশুরবাড়িতে ঈদ বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ হওয়া নাটক।

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে
বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন
১১ ঘণ্টা আগে
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান।
১৪ ঘণ্টা আগে
গতকাল নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে লড়বে সিনেমাটি।
২০ ঘণ্টা আগে