মীর রাকিব হাসান, ঢাকা

ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। পারিবারিক সমস্যার কারণে বিরতি নিয়েছিলেন। ফিরে এসে টানা কাজ করছেন। গত এক মাসে একাধিক সিরিয়াল ও একক নাটকের শুটিং করেছেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
পারিবারে একটা দুর্ঘটনা ঘটেছিল, যে কারণে হুট করেই বিরতি নিতে হয়েছিল। তবে বিরতিটা খুব বেশি লম্বা হয়নি। এক মাস ধরে নিয়মিত কাজ করছি। ‘চিটার অ্যান্ড ডেভিল’, ‘গোলমাল’, ‘বাজিমাত’, ‘টুইন ভিলেজ’—এ চারটি ধারাবাহিকে অভিনয় করছি। বেশ কয়েকটি একক নাটকেও অভিনয় করলাম। বেশির ভাগই নিলয় আলমগীর ও শামীম হাসান সরকারের সঙ্গে।
তাঁদের সঙ্গেই বেশি কেন?
প্রথম কথা, পরিচালকের চাওয়া। যদি ভিউয়ের হিসাবও করি, আমাদের বেশির ভাগ নাটকই হিট। আমাদের বোঝাপড়াটাও ভালো। তবে অন্যদের সঙ্গে কাজ করব না, ব্যাপারটি কিন্তু এমন নয়।
টিভি নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে সিন্ডিকেট আছে?
আমি সিন্ডিকেটে বিশ্বাস করি না। কখনো চাইনি যে সিন্ডিকেটের মধ্যে ঢুকে অনেক কাজ করব। আমি যাঁদের সঙ্গে কাজ করি, কখনো কাউকে বলিনি এদের নেন। বা তাঁরাও যে আমার কথা রেফার করেছেন এমন শুনিনি।
জনপ্রিয় হওয়ার ব্যাপারটি কীভাবে দেখেন?
জনপ্রিয় অনেকেই হতে পারেন। কিন্তু সেটা ধরে রাখাটা বড় ব্যাপার। আজ জনপ্রিয় হলাম আবার কাল মানুষের গালি খেলাম, সেই পথে আমি কখনোই হাঁটতে চাইনি। আমরা যেমন অনেক সিনিয়রের ক্ষেত্রে বলি ‘জনপ্রিয়’। আজকে একজন উল্টাপাল্টা কিছু করে ভাইরাল হলে, তাঁর পেছনেও যদি ‘জনপ্রিয়’ ট্যাগ লাগিয়ে দিই তাহলে তো এক হলো না। আমার কাজ যেন বহুদিন পর্যন্ত বেঁচে থাকে দর্শকদের মধ্যে, সব সময় সেই চেষ্টা করি।
আপনি তো অনেক দিন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট?
প্রায় ১২ বছর হলো আমার ক্যারিয়ার। এই এক যুগ ধরে আমি সমানতালেই চলছি। আমার ক্যারিয়ারে যেমন হিট বিজ্ঞাপন আছে, তেমনি হিট শর্টফিল্মও আছে। নাটক তো নিয়মিত জনপ্রিয় হয়-ই। মিউজিক ভিডিও করেছি, তা-ও সবাই পছন্দ করেছেন। তবে সব সময় ভালো চরিত্র না পাওয়ার আফসোস আমার আছে। সেটা সব শিল্পীরই থাকে।

ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। পারিবারিক সমস্যার কারণে বিরতি নিয়েছিলেন। ফিরে এসে টানা কাজ করছেন। গত এক মাসে একাধিক সিরিয়াল ও একক নাটকের শুটিং করেছেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
পারিবারে একটা দুর্ঘটনা ঘটেছিল, যে কারণে হুট করেই বিরতি নিতে হয়েছিল। তবে বিরতিটা খুব বেশি লম্বা হয়নি। এক মাস ধরে নিয়মিত কাজ করছি। ‘চিটার অ্যান্ড ডেভিল’, ‘গোলমাল’, ‘বাজিমাত’, ‘টুইন ভিলেজ’—এ চারটি ধারাবাহিকে অভিনয় করছি। বেশ কয়েকটি একক নাটকেও অভিনয় করলাম। বেশির ভাগই নিলয় আলমগীর ও শামীম হাসান সরকারের সঙ্গে।
তাঁদের সঙ্গেই বেশি কেন?
প্রথম কথা, পরিচালকের চাওয়া। যদি ভিউয়ের হিসাবও করি, আমাদের বেশির ভাগ নাটকই হিট। আমাদের বোঝাপড়াটাও ভালো। তবে অন্যদের সঙ্গে কাজ করব না, ব্যাপারটি কিন্তু এমন নয়।
টিভি নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে সিন্ডিকেট আছে?
আমি সিন্ডিকেটে বিশ্বাস করি না। কখনো চাইনি যে সিন্ডিকেটের মধ্যে ঢুকে অনেক কাজ করব। আমি যাঁদের সঙ্গে কাজ করি, কখনো কাউকে বলিনি এদের নেন। বা তাঁরাও যে আমার কথা রেফার করেছেন এমন শুনিনি।
জনপ্রিয় হওয়ার ব্যাপারটি কীভাবে দেখেন?
জনপ্রিয় অনেকেই হতে পারেন। কিন্তু সেটা ধরে রাখাটা বড় ব্যাপার। আজ জনপ্রিয় হলাম আবার কাল মানুষের গালি খেলাম, সেই পথে আমি কখনোই হাঁটতে চাইনি। আমরা যেমন অনেক সিনিয়রের ক্ষেত্রে বলি ‘জনপ্রিয়’। আজকে একজন উল্টাপাল্টা কিছু করে ভাইরাল হলে, তাঁর পেছনেও যদি ‘জনপ্রিয়’ ট্যাগ লাগিয়ে দিই তাহলে তো এক হলো না। আমার কাজ যেন বহুদিন পর্যন্ত বেঁচে থাকে দর্শকদের মধ্যে, সব সময় সেই চেষ্টা করি।
আপনি তো অনেক দিন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট?
প্রায় ১২ বছর হলো আমার ক্যারিয়ার। এই এক যুগ ধরে আমি সমানতালেই চলছি। আমার ক্যারিয়ারে যেমন হিট বিজ্ঞাপন আছে, তেমনি হিট শর্টফিল্মও আছে। নাটক তো নিয়মিত জনপ্রিয় হয়-ই। মিউজিক ভিডিও করেছি, তা-ও সবাই পছন্দ করেছেন। তবে সব সময় ভালো চরিত্র না পাওয়ার আফসোস আমার আছে। সেটা সব শিল্পীরই থাকে।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
১ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
১ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
১ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
১ ঘণ্টা আগে