ঢাকা: আট বছর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হয় মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’। বিশাল ক্যানভাসে নির্মিত সিরিয়ালটি প্রশংসিত হয়। এবার নির্মিত হচ্ছে ‘গুলশান এভিনিউ'র দ্বিতীয় মৌসুম। এটি নির্মাণ করছেন নিমা রহমান। রচনা করেছেন ওপার বাংলার নাট্য রচয়িতা শিবাশীষ বন্দ্যোপাধ্যায়। আর সংলাপ লিখেছেন পিয়ালী।
লম্বা বিরতির পর ‘গুলশান এভিনিউ’ নাটকের মাধ্যমে পরিচালনায় এলেন অভিনেত্রী নিমা রহমান। তিনি বলেন, ‘নতুন গল্প, নতুন বাড়ি নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিকটি। আশা করছি ``গুলশান এভিনিউ''র মতো নাটকটির সিজন টুও দর্শকপ্রিয় হবে।’
জানা গেছে, ‘গুলশান এভিনিউ’ নাটকের দ্বিতীয় মৌসুমে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটিকে। এরই মধ্যে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
এতে অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘``গুলশান এভিনিউ''র প্রথম সিজনে ছিলাম না আমি। দ্বিতীয় সিজনে আমাকে দেখা যাবে রোকসানা চরিত্রে। এ ধারাবাহিকে সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছি। অভিনয় করার আগে সহশিল্পীদের সঙ্গে মহড়াও করে নিচ্ছি, যে কারণে অভিনয় হয়ে উঠছে প্রাণবন্ত। সত্যি বলতে, যারা অভিনয় করছি, তাদের অনেকের সঙ্গেই আমার একটা পারিবারিক বন্ধন রয়েছে। বোঝাপড়াটাও চমৎকার। এ কারণে কাজ করার সময় অভিনয়টাও বেশ উপভোগ্য হয়ে ওঠে। ``গুলশান এভিনিউ''র দ্বিতীয় সিজনে দর্শক নতুনত্ব পাবে।’
সম্প্রতি গুলশানের একটি বাড়িতে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শতাব্দী ওয়াদুদ, শিবা শানু, লাবণ্য লিজা, মিম চৌধুরী, মাহাসহ অনেকে। শিগ্গির ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচারিত হবে বলে জানা গেছে।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে রেকর্ড গড়ল রায়ান কুগলার পরিচালিত ‘সিনারস’। সেরা সিনেমা, সেরা অভিনেতা, পরিচালক, চিত্রনাট্য, সংগীত, চিত্র গ্রহণসহ মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেল হরর সিনেমাটি।
৮ ঘণ্টা আগে
সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
১৯ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১ দিন আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১ দিন আগে