বিনোদন ডেস্ক
বেশ কিছুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল দীর্ঘদিনের প্রেমিক ডুডল শিল্পী ও চিত্রকর শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম ভেঙেছে দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসানের। সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ভারতের একাধিক সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, এটা নেহাতই গুঞ্জন নয়, এটি সত্যি। এত দিন মুখ না খুললেও এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শ্রুতি হাসান।
শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা আর একসঙ্গে নেই। তাঁদের ব্রেকআপ হয়েছে। সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। জানালেন, তিনি বর্তমানে ‘সিঙ্গেল’।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নোত্তরের আয়োজন করেছিলেন শ্রুতি হাসান। সেখানেই তাঁর এক ভক্তের প্রশ্নের উত্তরে অভিনেত্রী নিশ্চিত করেন যে তাঁর এবং শান্তনু হাজারিকার ব্রেকআপ হয়েছে। একই সঙ্গে জানান তিনি—এ ধরনের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন না, তবু দিলেন।
এদিন এক ভক্ত শ্রুতির উদ্দেশে লেখেন, ‘সিঙ্গেল ওর কমিটেড?’ এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী লেখেন, ‘আমার এ ধরনের প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না। কিন্তু আমি সিঙ্গেল। মিঙ্গেল হতে চাই না। শুধু কাজ আর জীবনকে উপভোগ করতে চাই। হয়েছে?’
শ্রুতি বর্তমানে শুটিংয়ে ব্যস্ত আছেন মুম্বাইতে। আর সেখানেই ভয়ংকর জ্যামে আটকে থাকাকালীন এই প্রশ্নোত্তর পালার আয়োজন করেছিলেন তিনি। সেখানেই অভিনেত্রী জানান ঘর সাজানোর জিনিস তিনি কোথা থেকে কেনেন। তাঁর আগামী ছবির কাজ নিয়েও কথা বলেন তিনি।
গত এপ্রিলে শোনা গিয়েছিল বিগত কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর আলাদা হয়ে গেছেন কমলকন্যা শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা। তাঁরা আর একসঙ্গে নেই। এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অন্যকে আনফলো করে দিয়েছিলেন তাঁরা। তাঁদের একসঙ্গে তোলা ছবিও ডিলিট করেছেন সোশ্যাল মিডিয়া থেকে।
বেশ কিছুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল দীর্ঘদিনের প্রেমিক ডুডল শিল্পী ও চিত্রকর শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম ভেঙেছে দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসানের। সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ভারতের একাধিক সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, এটা নেহাতই গুঞ্জন নয়, এটি সত্যি। এত দিন মুখ না খুললেও এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শ্রুতি হাসান।
শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা আর একসঙ্গে নেই। তাঁদের ব্রেকআপ হয়েছে। সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। জানালেন, তিনি বর্তমানে ‘সিঙ্গেল’।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নোত্তরের আয়োজন করেছিলেন শ্রুতি হাসান। সেখানেই তাঁর এক ভক্তের প্রশ্নের উত্তরে অভিনেত্রী নিশ্চিত করেন যে তাঁর এবং শান্তনু হাজারিকার ব্রেকআপ হয়েছে। একই সঙ্গে জানান তিনি—এ ধরনের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন না, তবু দিলেন।
এদিন এক ভক্ত শ্রুতির উদ্দেশে লেখেন, ‘সিঙ্গেল ওর কমিটেড?’ এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী লেখেন, ‘আমার এ ধরনের প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না। কিন্তু আমি সিঙ্গেল। মিঙ্গেল হতে চাই না। শুধু কাজ আর জীবনকে উপভোগ করতে চাই। হয়েছে?’
শ্রুতি বর্তমানে শুটিংয়ে ব্যস্ত আছেন মুম্বাইতে। আর সেখানেই ভয়ংকর জ্যামে আটকে থাকাকালীন এই প্রশ্নোত্তর পালার আয়োজন করেছিলেন তিনি। সেখানেই অভিনেত্রী জানান ঘর সাজানোর জিনিস তিনি কোথা থেকে কেনেন। তাঁর আগামী ছবির কাজ নিয়েও কথা বলেন তিনি।
গত এপ্রিলে শোনা গিয়েছিল বিগত কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর আলাদা হয়ে গেছেন কমলকন্যা শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা। তাঁরা আর একসঙ্গে নেই। এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অন্যকে আনফলো করে দিয়েছিলেন তাঁরা। তাঁদের একসঙ্গে তোলা ছবিও ডিলিট করেছেন সোশ্যাল মিডিয়া থেকে।
শোবিজ অঙ্গনকে বিদায় বলেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা—শুক্রবার রাত থেকে এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর। তবে তামিম জানালেন, তিনি কোথাও মিডিয়া ছাড়ার ঘোষণা দেননি।
১ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের লাস্যময়ী বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি সন্ন্যাস নিয়েছেন। শুধু তাই নয় বদলে গেছে তাঁর নামও। এই অভিনেত্রীর নতুন নাম—শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি। শুনতে অবাক লাগলেও এই ঘটনাটি ঘটেছে বলিউডে অক্ষয় কুমার, আমির খান, সালমান খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করা এই নায়
৬ ঘণ্টা আগেকিশোরবেলার কথা মনে পড়ে। তখন আমরা বুয়েটের আজাদ স্টাফ কোয়ার্টারে থাকতাম। বুয়েট অডিটরিয়ামে কর্মচারীদের এক অনুষ্ঠানের নাটিকায় বাউলের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি পড়ার কথা ছিল আমার। আমি মঞ্চেও উঠেছিলাম। নাম ঘোষণার পর বাবা গর্ব করে আমাকে দেখিয়ে তাঁর স্যারকে বলেছিলেন, এটা আমার ছেলে!
১০ ঘণ্টা আগে৩০ বছর ধরে এলাকার বিত্তবান চৌধুরী সাহেবের বাগানবাড়ি দেখাশোনা করে ধীর আলি। সেই বাড়িতে আশ্রয় নেয় এলাকায় পাগলী নামে পরিচিত হীরামন। আলি বিরক্ত হলেও তাকে তাড়িয়ে দিতে পারে না। ভাঙা দেয়াল মেরামতের জন্য চৌধুরী সাহেব শহর থেকে ফিরে এলে বিপদে পড়ে আলি। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘লবণ জলের মানুষ’।
১০ ঘণ্টা আগে