বিজয় ভার্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তাঁরা। সম্পর্কের কথা স্বীকার করে বিজয় ভার্মা জানিয়েছেন, বেশ সুখে আছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় ভার্মাকে জিজ্ঞেস করা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহের বিষয়টি নিয়ে। অভিনেতা তখন বলেন, ‘সঠিক সময় এলে সবই জানানো হবে। তবে এতটুকু বলতে পারি, আমার জীবনে এখন ভালোবাসার অভাব নেই এবং আমি সুখী।’
সম্প্রতি ফিল্ম কম্পানিয়নের এক সাক্ষাৎকারে তামান্নাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী জানান, ‘লাস্ট স্টোরিজ-২’ সিনেমার সেটেই তাঁদের প্রথম পরিচয়। এরপর ধীরে ধীরে গাঢ় হয় সম্পর্ক। তবে অভিনেতা বলেই যে বিজয়ের প্রতি তাঁর ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে, তা নয়। বিজয়ের সহজ-সাধারণ ব্যবহারেই তাঁর দিকে আকৃষ্ট হয়েছেন তামান্না। অভিনেত্রী বলেন, ‘বিজয় এমন একজন মানুষ, যাঁর সঙ্গে আমি খুব সহজেই একাত্ম হতে পেরেছি, যে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছে। আমিও তাই নিজেকে আটকে রাখিনি। বেশ স্বচ্ছন্দেই সম্পর্কটি হয়ে গেছে। কোনো ঝক্কি পোহাতে হয়নি।’
বিজয় এখন তাঁর খুশির ঠিকানা, জানিয়ে তামান্না বলেন, ‘আমি নিজের জন্য একটা আলাদা পৃথিবী তৈরি করেছি। বিজয় আমার সেই জগৎটাকে আপন করে নিয়েছে। আমিও ওর প্রতি ভীষণরকম যত্নশীল।’ বিজয়ের অভিনয়ের প্রশংসা করে তামান্না বলেন, ‘ও দারুণ একজন অভিনেতা। এ পর্যন্ত আসতে তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। এত দিনে এসে ইন্ডাস্ট্রিতে সে তাঁর যোগ্য সম্মান পাচ্ছে। এটা আমার কাছে দারুণ লাগে। অভিনয়শিল্পী হিসেবে ওর জার্নি আমাকে ভীষণ অনুপ্রাণিত করে।’
এ বছরের শুরুতে বিজয় ভার্মার সঙ্গে তামান্নার প্রেম নিয়ে বেশ আলোচনা হয়। নববর্ষের এক পার্টিতে চুম্বনরত অবস্থায় ফ্রেমবন্দী হন দুজন। এরপর থেকে কখনো বিমানবন্দর কিংবা কখনো ডিনার ডেটে তাদের একসঙ্গে দেখা যায়। তবে প্রেমের ব্যাপারে এই প্রথম মুখ খুললেন তামান্না।
এর আগে হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তামান্না বলেছিলেন, ‘আমরা একসঙ্গে সিনেমা করেছি। নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। সবকিছু নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। এর বেশি কিছু বলতে চাই না।’
দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা মেলে বিজয় ভার্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’- ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।
‘লাস্ট স্টোরিজ টু’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে তামান্না-বিজয়কে। আগামী ২৯ জুন থেকে স্ট্রিমিং শুরু হবে ‘লাস্ট স্টোরিজ ২’-এর।

গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
৮ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৯ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১ দিন আগে