বিনোদন ডেস্ক

নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদের পর অনেকটা ভেঙে পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। ওই বিধ্বস্ত সময়ে তাঁর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন নির্মাতা রাজ নিধিমরু। জনপ্রিয় নির্মাতা জুটি রাজ-ডিকের সঙ্গে এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন টু’ সিরিজে কাজ করেছিলেন সামান্থা। ফলে রাজের সঙ্গে পরিচয় ছিল আগেই। এর পর রাজ-ডিকের তৈরি ‘সিটাডেল: হানি বানি’তেও অভিনয় করেন সামান্থা।
একসঙ্গে কাজ করতে গিয়ে যে বন্ধুত্বের জন্ম, সে সম্পর্ক ধীরে ধীরে ডালপালা গজিয়ে মহীরুহ হয়েছে এত দিনে! গত বছর থেকেই শোনা যাচ্ছে, রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা না গেলে এটি শুধু গুঞ্জন হিসেবেই রয়ে যেত। কিন্তু প্রায়ই দুজনের একসঙ্গে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, খেলা দেখতে যাওয়া এবং সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা—এসব ইঙ্গিত দেয়, সামান্থা-রাজের সম্পর্কের অফিশিয়াল ঘোষণা আসছে শিগগিরই।

সামান্থা ও রাজের নতুন একটি ছবি নিয়ে সম্প্রতি বেশ চর্চা চলছে। তেলুগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন দুজনেই। মিশিগানের রাস্তা ও রেস্তোরাঁয় ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি সামান্থা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। দুটি ছবিতে একসঙ্গে পাওয়া গেছে সামান্থা-রাজকে। ডেট্রয়েটের রাস্তায় হাঁটছেন তাঁরা, সামান্থার কাঁধে রাজের হাত, রাজকে এক হাতে জড়িয়ে ধরে আছেন সামান্থা। তাঁর চোখমুখে খুশির ঝিলিক। অন্য ছবিতে কয়েকজনের সঙ্গে পাশাপাশি বসে রেস্তোরাঁয় আড্ডা দিতে দেখা যাচ্ছে তাঁদের।
সামান্থা-রাজের ডেট্রয়েট সফরের ছবিগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা খুশি সামান্থাকে এমন হাস্যোজ্জ্বল দেখে। হয়তো শিগগিরই নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনতে চলেছেন তাঁরা। তাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে দিচ্ছেন সেই ইঙ্গিত।

নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদের পর অনেকটা ভেঙে পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। ওই বিধ্বস্ত সময়ে তাঁর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন নির্মাতা রাজ নিধিমরু। জনপ্রিয় নির্মাতা জুটি রাজ-ডিকের সঙ্গে এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন টু’ সিরিজে কাজ করেছিলেন সামান্থা। ফলে রাজের সঙ্গে পরিচয় ছিল আগেই। এর পর রাজ-ডিকের তৈরি ‘সিটাডেল: হানি বানি’তেও অভিনয় করেন সামান্থা।
একসঙ্গে কাজ করতে গিয়ে যে বন্ধুত্বের জন্ম, সে সম্পর্ক ধীরে ধীরে ডালপালা গজিয়ে মহীরুহ হয়েছে এত দিনে! গত বছর থেকেই শোনা যাচ্ছে, রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা না গেলে এটি শুধু গুঞ্জন হিসেবেই রয়ে যেত। কিন্তু প্রায়ই দুজনের একসঙ্গে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, খেলা দেখতে যাওয়া এবং সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা—এসব ইঙ্গিত দেয়, সামান্থা-রাজের সম্পর্কের অফিশিয়াল ঘোষণা আসছে শিগগিরই।

সামান্থা ও রাজের নতুন একটি ছবি নিয়ে সম্প্রতি বেশ চর্চা চলছে। তেলুগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন দুজনেই। মিশিগানের রাস্তা ও রেস্তোরাঁয় ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি সামান্থা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। দুটি ছবিতে একসঙ্গে পাওয়া গেছে সামান্থা-রাজকে। ডেট্রয়েটের রাস্তায় হাঁটছেন তাঁরা, সামান্থার কাঁধে রাজের হাত, রাজকে এক হাতে জড়িয়ে ধরে আছেন সামান্থা। তাঁর চোখমুখে খুশির ঝিলিক। অন্য ছবিতে কয়েকজনের সঙ্গে পাশাপাশি বসে রেস্তোরাঁয় আড্ডা দিতে দেখা যাচ্ছে তাঁদের।
সামান্থা-রাজের ডেট্রয়েট সফরের ছবিগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা খুশি সামান্থাকে এমন হাস্যোজ্জ্বল দেখে। হয়তো শিগগিরই নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনতে চলেছেন তাঁরা। তাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে দিচ্ছেন সেই ইঙ্গিত।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১ দিন আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে