
ভারতের প্রখ্যাত শিল্প নির্দেশক সুনীল বাবু। ভারতের চলচ্চিত্র শিল্পে অন্যতম সেরা শিল্প নির্দেশক তিনি। গতকাল বৃহস্পতিবার কেরালায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন দুলকার সালমানসহ দক্ষিণের অনেক তারকা।
ভারতের কেরালা রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৫০ বছর বয়সে চলে গেলেন সুনীল। মালায়লাম এই শিল্প নির্দেশক তামিল, তেলুগু ও হিন্দি চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন। তিনি ‘ব্যাঙ্গালোর ডেইজ’ এবং ‘গজনী’ চলচ্চিত্রে কাজের মাধ্যমে বেশি পরিচিতি পান। থালাপতি বিজয়ের আসন্ন সিনেমা ‘ভারিসু’-তেও শিল্প নির্দেশনা দিয়েছেন।
সুনীল বাবুর শিল্প নির্দেশনায় অভিনেতা দুলকার সালমান তাঁর ব্লকবাস্টার ফিল্ম ‘ব্যাঙ্গালোর ডেজ’ ও ‘সীতা রামাম’ এ কাজ করেছেন। সুনীলের মৃত্যুতে দুলকার সালমান শোক প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সুন্দরতম হৃদয়ের একজন মানুষ যিনি তাঁর কাজটা করতেন পুরোটা দিয়ে। দুর্দান্ত প্রতিভা নিয়ে নীরবে কাজ করে গেছেন। সুনীল, ধন্যবাদ এতো সুন্দর স্মৃতি দিয়ে যাওয়ার জন্য। আপনি আমাদের চলচ্চিত্রগুলোকে প্রাণ দিয়েছেন। এটা মেনে নিতে পারছি না। আপনার পরিবার ও শুভানুধ্যায়ীদের জন্য প্রার্থনা।’
ব্যাঙ্গালোর ডেইজ–এর পরিচালক মালায়লাম নির্মাতা অঞ্জলি মেনন লিখেছেন, ‘সুনীল বাবুর মৃত্যুর সংবাদ শুনে আমরা মর্মাহত। আমরা “ব্যাঙ্গালোর ডেইজ”–এ একসঙ্গে কাজ করেছি এবং তাঁর সঙ্গে আমার চমৎকার কিছু স্মৃতি রয়েছে। এগুলো সব সময় আমার কাছে প্রিয় হয়ে থাকবে। শান্তিতে থাকবেন প্রিয় সুনীল।’
সীতা রামম–এর পরিচালক হনু রাঘবপুদি নিজের ও সুনীলের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটি সত্যিই হৃদয়বিদারক এবং সংবাদটি হজম করা কঠিন! বিশ্বাস করতে পারছি না যে তিনি এখন আর আমাদের মাঝে নেই। এটি আবারও প্রমাণ করে, আমাদের জীবন কতটা অনিশ্চিত। শান্তিতে বিশ্রাম নিন, স্যার #সুনীল বাবু। বিশ্ব আপনাকে মিস করবে।’
ভারতের বিখ্যাত চিত্রগ্রাহক সন্তোষ সিভান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু সুনীল বাবু! আপনি আমাদের অনেকের জীবনে শূন্যতা রেখে গেলেন।’
শিল্প নির্দেশক সাবু সিরিলের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন সুনীল। তিনি ‘থুপাক্কি’, ‘ভীষ্ম পার্বম’, ‘মহর্ষি’, ‘ওপিরি’, ‘গজনী’, ‘প্রেমম’, ‘ছোটা মুম্বাই’ সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। এছাড়া বলিউডের ‘সিং ইজ কিং’, ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘পা’, ‘স্পেশাল–২৬’ তাঁর উল্লেখযোগ্য কাজ।

ভারতের প্রখ্যাত শিল্প নির্দেশক সুনীল বাবু। ভারতের চলচ্চিত্র শিল্পে অন্যতম সেরা শিল্প নির্দেশক তিনি। গতকাল বৃহস্পতিবার কেরালায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন দুলকার সালমানসহ দক্ষিণের অনেক তারকা।
ভারতের কেরালা রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৫০ বছর বয়সে চলে গেলেন সুনীল। মালায়লাম এই শিল্প নির্দেশক তামিল, তেলুগু ও হিন্দি চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন। তিনি ‘ব্যাঙ্গালোর ডেইজ’ এবং ‘গজনী’ চলচ্চিত্রে কাজের মাধ্যমে বেশি পরিচিতি পান। থালাপতি বিজয়ের আসন্ন সিনেমা ‘ভারিসু’-তেও শিল্প নির্দেশনা দিয়েছেন।
সুনীল বাবুর শিল্প নির্দেশনায় অভিনেতা দুলকার সালমান তাঁর ব্লকবাস্টার ফিল্ম ‘ব্যাঙ্গালোর ডেজ’ ও ‘সীতা রামাম’ এ কাজ করেছেন। সুনীলের মৃত্যুতে দুলকার সালমান শোক প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সুন্দরতম হৃদয়ের একজন মানুষ যিনি তাঁর কাজটা করতেন পুরোটা দিয়ে। দুর্দান্ত প্রতিভা নিয়ে নীরবে কাজ করে গেছেন। সুনীল, ধন্যবাদ এতো সুন্দর স্মৃতি দিয়ে যাওয়ার জন্য। আপনি আমাদের চলচ্চিত্রগুলোকে প্রাণ দিয়েছেন। এটা মেনে নিতে পারছি না। আপনার পরিবার ও শুভানুধ্যায়ীদের জন্য প্রার্থনা।’
ব্যাঙ্গালোর ডেইজ–এর পরিচালক মালায়লাম নির্মাতা অঞ্জলি মেনন লিখেছেন, ‘সুনীল বাবুর মৃত্যুর সংবাদ শুনে আমরা মর্মাহত। আমরা “ব্যাঙ্গালোর ডেইজ”–এ একসঙ্গে কাজ করেছি এবং তাঁর সঙ্গে আমার চমৎকার কিছু স্মৃতি রয়েছে। এগুলো সব সময় আমার কাছে প্রিয় হয়ে থাকবে। শান্তিতে থাকবেন প্রিয় সুনীল।’
সীতা রামম–এর পরিচালক হনু রাঘবপুদি নিজের ও সুনীলের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটি সত্যিই হৃদয়বিদারক এবং সংবাদটি হজম করা কঠিন! বিশ্বাস করতে পারছি না যে তিনি এখন আর আমাদের মাঝে নেই। এটি আবারও প্রমাণ করে, আমাদের জীবন কতটা অনিশ্চিত। শান্তিতে বিশ্রাম নিন, স্যার #সুনীল বাবু। বিশ্ব আপনাকে মিস করবে।’
ভারতের বিখ্যাত চিত্রগ্রাহক সন্তোষ সিভান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু সুনীল বাবু! আপনি আমাদের অনেকের জীবনে শূন্যতা রেখে গেলেন।’
শিল্প নির্দেশক সাবু সিরিলের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন সুনীল। তিনি ‘থুপাক্কি’, ‘ভীষ্ম পার্বম’, ‘মহর্ষি’, ‘ওপিরি’, ‘গজনী’, ‘প্রেমম’, ‘ছোটা মুম্বাই’ সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। এছাড়া বলিউডের ‘সিং ইজ কিং’, ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘পা’, ‘স্পেশাল–২৬’ তাঁর উল্লেখযোগ্য কাজ।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে