Ajker Patrika

মালয়ালম ছবির মধ্যে দ্রুততম শত কোটি রুপির ক্লাবে ‘দ্য গোট লাইফ’

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৯: ৩৭
মালয়ালম ছবির মধ্যে দ্রুততম শত কোটি রুপির ক্লাবে ‘দ্য গোট লাইফ’

চলতি বছরের শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে মালয়ালম সিনেমা। প্রথম তিন মাসেই একাধিক ব্লকবাস্টার এসেছে এ ইন্ডাস্ট্রি থেকে। তালিকায় আছে ‘আব্রাহাম ওজলার’, ‘মালাইকোট্টাই ভালিবান’, ‘প্রেমালু’, ‘ব্রহ্মাযুগম’ ও ‘মঞ্জুম্মেল বয়েজ’। এবার এ তালিকায় যুক্ত হলো পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত ‘দ্য গোট লাইফ’। শুধু তালিকায় যুক্ত হয়নি, সিনেমাটি বক্স অফিসে গড়েছে দ্রুততম শত কোটি রুপি আয়ের রেকর্ড।

গত ২৮ মার্চ মুক্তি পায় মালয়ালম ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা ব্লেসি এবং প্রযোজনা করেছে ভিজ্যুয়াল রোমান্স। সিনেমা নির্মাণে লেগেছে ৮০ কোটি রুপি। আর মুক্তির মাত্র ৯ দিনে সিনেমাটির আয় শতকোটি রুপি পেরিয়েছি। ‘প্রেমালু’, ও ‘মঞ্জুম্মেল বয়েজ’ এর পর তৃতীয় সিনেমা হিসেবে শতকোটি রুপির ক্লাবে প্রবেশ করে সিনেমাটি।

ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটির আয় ৫০ কোটি রুপির কাছাকাছি। বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের মতে, ভারতী বক্স অফিস থেকে সিনেমাটির আয় ৪৯ কোটি ৭ লাখ রুপির মতো। এরমধ্যে মালয়ালম ভাষায় আয় ৪৩ কোটি ৩৭ লাখ, কন্নড় থেকে ৩৪ লাখ রুপি, তামিল থেকে ৩ কোটি ৬৩ লাখ রুপি, তেলেগু ১ কোটি ৮৫ লাখ রুপি ও হিন্দি থেকে সিনেমাটির আয় ৫১ লাখ রুপি।

‘দ্য গট লাইফ’ সিনেমার দৃশ্যে পৃথ্বীরাজ সুকুমারনভারতের প্রখ্যাত লেখক বেনিয়ামিনের লেখা উপন্যাসকে উপজীব্য করে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। নব্বইয়ের দশকের গোড়ার দিকে বুকভরা স্বপ্ন নিয়ে কেরালা থেকে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো এক যুবকের জীবনকাহিনি উঠে এসেছে সিনেমায়।

পাঁচ বছরের বেশি সময় লেগেছে সিনেমার শুটিং শেষ করতে। চিত্রনাট্য তৈরিতে লেগেছে আরও ১০ বছর। পৃথ্বীরাজ ছাড়াও, সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জিমি জিন-লুইস, অমলা পল, রিক অ্যাবি। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন সুনীল কেএস, আর সম্পাদনা করেছেন শ্রীকর প্রসাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয় চালুর পরিকল্পনা সরকারের

নারীর সঙ্গে এনসিপি নেতা তুষারের কথোপকথন ফাঁস নিয়ে যা বললেন সহযোদ্ধা ইমি

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়, স্বীকার করল ইসরায়েল

ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সংলাপ ‘বয়কট’ করল জামায়াত

চোখের সামনে খামেনির অন্তরঙ্গ মহল ফাঁকা করে দিচ্ছে ইসরায়েল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত