বিনোদন ডেস্ক

আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায়ও ‘উ আন্তাভা’র মতো একটি গান রাখার ইচ্ছা নির্মাতাদের। কিন্তু নাচবেন কে?
দিশা পাটানি, তৃপ্তি দিমরি, শ্রদ্ধা কাপুর—অনেককেই প্রস্তাব দেওয়া হয়েছিল এ গানে পারফর্ম করার জন্য। প্রথম দুজন রাজি হননি। শ্রদ্ধা করতে চেয়েছিলেন। কথাও অনেকটা এগিয়েছিল। কিন্তু একটি কারণে শেষ পর্যন্ত সরে এলেন শ্রদ্ধা।
কী সেই কারণ? উ আন্থাভা গানে নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন সামান্থা। শ্রদ্ধাও সামান্থার সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। কিন্তু তাঁর কাঙ্ক্ষিত পারিশ্রমিক দিতে নির্মাতারা রাজি হননি।

বাধ্য হয়ে তাই প্রজেক্টটি ছেড়ে বেরিয়ে এসেছেন অভিনেত্রী। পারিশ্রমিকের বেলায় ইদানীং ছাড় দিতে চাইছেন না শ্রদ্ধা।
তাঁর ‘স্ত্রী’ ফ্রাঞ্চাইজি তুমুল সাফল্য পাওয়ায় পারিশ্রমিকের অঙ্ক বাড়ানোর চিন্তা করছেন তিনি।

কইমই ডট কম জানিয়েছে, শ্রদ্ধাকে না পেয়ে আবারও সামান্থার কাছেই গেছে প্রস্তাব। ধারণা করা হচ্ছে, প্রস্তাবে সায় দিতে পারেন অভিনেত্রী। তবে শুধু তিনি নয়, এ গানে সামান্থা ও আল্লুর পাশাপাশি পারফর্ম করবেন দক্ষিণি তারকা শ্রীলীলা। সর্বশেষ মহেশ বাবুর সঙ্গে ‘গুন্টুর কারাম’ সিনেমায় দেখা গেছে শ্রীলীলাকে। বলিউডেও বেশ কিছু কাজের কথা চলছে তাঁর। এ প্রেক্ষিতে পুষ্পা টুতে হাজির হলে ভারতজুড়ে তাঁর তারকাখ্যাতি আরও বাড়বে।
পুষ্পা টু মুক্তি পেতে আর বেশি দেরি নেই। ৫ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা সিনেমাটি। তাই যত দ্রুত সম্ভব গানের শুটিং সেরে ফেলতে চান নির্মাতা সুকুমার। জানা গেছে, আগামী সপ্তাহেই শুটিং হবে এ গানের। একই গানে আল্লু, সামান্থা, শ্রীলীলা হাজির হলে কতটা সাড়া ফেলবে পুষ্পার অনুরাগীদের মধ্যে, সেটা এখন থেকেই অনেকটা আন্দাজ করা যাচ্ছে।

পুষ্পা টু নির্মিত হয়েছে ৫ শ কোটি রুপিতে। নির্মাতারা আশা করছেন, হাজার কোটি বেশি ব্যবসা করবে সিনেমাটি। এতে আল্লু অর্জুন আর রাশমিকা মান্দানার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ফাহাদ ফাসিল। প্রথম পর্বে তাঁর অংশ কিছুটা কম থাকলেও এ পর্বে আল্লুর সঙ্গে ফাহাদের সমানে সমান টক্কর হবে। তেলুগুর পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম ও বাংলা ভাষায়।

আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায়ও ‘উ আন্তাভা’র মতো একটি গান রাখার ইচ্ছা নির্মাতাদের। কিন্তু নাচবেন কে?
দিশা পাটানি, তৃপ্তি দিমরি, শ্রদ্ধা কাপুর—অনেককেই প্রস্তাব দেওয়া হয়েছিল এ গানে পারফর্ম করার জন্য। প্রথম দুজন রাজি হননি। শ্রদ্ধা করতে চেয়েছিলেন। কথাও অনেকটা এগিয়েছিল। কিন্তু একটি কারণে শেষ পর্যন্ত সরে এলেন শ্রদ্ধা।
কী সেই কারণ? উ আন্থাভা গানে নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন সামান্থা। শ্রদ্ধাও সামান্থার সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। কিন্তু তাঁর কাঙ্ক্ষিত পারিশ্রমিক দিতে নির্মাতারা রাজি হননি।

বাধ্য হয়ে তাই প্রজেক্টটি ছেড়ে বেরিয়ে এসেছেন অভিনেত্রী। পারিশ্রমিকের বেলায় ইদানীং ছাড় দিতে চাইছেন না শ্রদ্ধা।
তাঁর ‘স্ত্রী’ ফ্রাঞ্চাইজি তুমুল সাফল্য পাওয়ায় পারিশ্রমিকের অঙ্ক বাড়ানোর চিন্তা করছেন তিনি।

কইমই ডট কম জানিয়েছে, শ্রদ্ধাকে না পেয়ে আবারও সামান্থার কাছেই গেছে প্রস্তাব। ধারণা করা হচ্ছে, প্রস্তাবে সায় দিতে পারেন অভিনেত্রী। তবে শুধু তিনি নয়, এ গানে সামান্থা ও আল্লুর পাশাপাশি পারফর্ম করবেন দক্ষিণি তারকা শ্রীলীলা। সর্বশেষ মহেশ বাবুর সঙ্গে ‘গুন্টুর কারাম’ সিনেমায় দেখা গেছে শ্রীলীলাকে। বলিউডেও বেশ কিছু কাজের কথা চলছে তাঁর। এ প্রেক্ষিতে পুষ্পা টুতে হাজির হলে ভারতজুড়ে তাঁর তারকাখ্যাতি আরও বাড়বে।
পুষ্পা টু মুক্তি পেতে আর বেশি দেরি নেই। ৫ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা সিনেমাটি। তাই যত দ্রুত সম্ভব গানের শুটিং সেরে ফেলতে চান নির্মাতা সুকুমার। জানা গেছে, আগামী সপ্তাহেই শুটিং হবে এ গানের। একই গানে আল্লু, সামান্থা, শ্রীলীলা হাজির হলে কতটা সাড়া ফেলবে পুষ্পার অনুরাগীদের মধ্যে, সেটা এখন থেকেই অনেকটা আন্দাজ করা যাচ্ছে।

পুষ্পা টু নির্মিত হয়েছে ৫ শ কোটি রুপিতে। নির্মাতারা আশা করছেন, হাজার কোটি বেশি ব্যবসা করবে সিনেমাটি। এতে আল্লু অর্জুন আর রাশমিকা মান্দানার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ফাহাদ ফাসিল। প্রথম পর্বে তাঁর অংশ কিছুটা কম থাকলেও এ পর্বে আল্লুর সঙ্গে ফাহাদের সমানে সমান টক্কর হবে। তেলুগুর পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম ও বাংলা ভাষায়।

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
৬ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৭ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১৮ ঘণ্টা আগে