
তেলেগু সুপারস্টার নাগা চৈতন্যের জন্মদিনে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘কাস্টডি’র প্রথম দর্শন মিলল।
নিজের প্রথম তেলুগু ছবির একটি পোস্টার শেয়ার করে পরিচালক ভেঙ্কট প্রভু চৈতন্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, “যে দিনবদল আমরা দেখতে চাই, চলুন আমরা তা করে দেখাই।”
ওই পোস্টারে দেখা যায়, পুলিশের পোশাক পরা চৈতন্যকে চারদিক থেকে ঘিরে রয়েছে পুলিশ, সবার বন্দুক তাঁর দিকে তাক করা।
তেলেগু ভাষায় নির্মিতব্য দুই ভাষার এই চলচ্চিত্রে চৈতন্যের প্রথম তামিল ছবি। এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কৃতি শেঠি।
আরও অভিনয় করেছেন অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর এবং প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি।
প্রথমবারের মতো সংগীত পরিচালক ইলিয়ারাজা তাঁর ছেলে এবং জনপ্রিয় সংগীত পরিচালক যুবন শংকর রাজার সঙ্গে যৌথভাবে এই ছবিতে সংগীত পরিচালনা করবেন।
কীর্তি শেঠি এবং নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে 'বাঙ্গারাজু'-সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি পিঙ্কভিল্লার সঙ্গে একটি কথোপকথনে, কৃতি শেঠি জানান। ‘এটি দ্বিতীয়বারের মতো আমার নাগা চৈতন্যের সঙ্গে কাজ করা। আমরা সম্ভবত আগামী মাসে শুটিং শুরু করব। আমি তাঁর সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত উত্তেজিত কারণ আমরা ইতিমধ্যে একসাথে কাজ করেছি এবং আমি জানি তার সঙ্গে কাজ করা কতটা আনন্দদায়ক, আমি অবশ্যই এটির জন্য অপেক্ষা করছি। লোকেরাও আমাদের জুটিকে বেশ পছন্দ করেছে বলে মনে হচ্ছে...আমি মনে করি আমাদের দর্শকদের আরেকটি সুন্দর ফিল্ম দেওয়া উচিত।
নাগা চৈতন্যকে সম্প্রতি আমির খানের লাল সিং চাড্ডা ছবিতে দেখা গেছে। এর মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক হয়।

তেলেগু সুপারস্টার নাগা চৈতন্যের জন্মদিনে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘কাস্টডি’র প্রথম দর্শন মিলল।
নিজের প্রথম তেলুগু ছবির একটি পোস্টার শেয়ার করে পরিচালক ভেঙ্কট প্রভু চৈতন্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, “যে দিনবদল আমরা দেখতে চাই, চলুন আমরা তা করে দেখাই।”
ওই পোস্টারে দেখা যায়, পুলিশের পোশাক পরা চৈতন্যকে চারদিক থেকে ঘিরে রয়েছে পুলিশ, সবার বন্দুক তাঁর দিকে তাক করা।
তেলেগু ভাষায় নির্মিতব্য দুই ভাষার এই চলচ্চিত্রে চৈতন্যের প্রথম তামিল ছবি। এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কৃতি শেঠি।
আরও অভিনয় করেছেন অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর এবং প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি।
প্রথমবারের মতো সংগীত পরিচালক ইলিয়ারাজা তাঁর ছেলে এবং জনপ্রিয় সংগীত পরিচালক যুবন শংকর রাজার সঙ্গে যৌথভাবে এই ছবিতে সংগীত পরিচালনা করবেন।
কীর্তি শেঠি এবং নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে 'বাঙ্গারাজু'-সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি পিঙ্কভিল্লার সঙ্গে একটি কথোপকথনে, কৃতি শেঠি জানান। ‘এটি দ্বিতীয়বারের মতো আমার নাগা চৈতন্যের সঙ্গে কাজ করা। আমরা সম্ভবত আগামী মাসে শুটিং শুরু করব। আমি তাঁর সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত উত্তেজিত কারণ আমরা ইতিমধ্যে একসাথে কাজ করেছি এবং আমি জানি তার সঙ্গে কাজ করা কতটা আনন্দদায়ক, আমি অবশ্যই এটির জন্য অপেক্ষা করছি। লোকেরাও আমাদের জুটিকে বেশ পছন্দ করেছে বলে মনে হচ্ছে...আমি মনে করি আমাদের দর্শকদের আরেকটি সুন্দর ফিল্ম দেওয়া উচিত।
নাগা চৈতন্যকে সম্প্রতি আমির খানের লাল সিং চাড্ডা ছবিতে দেখা গেছে। এর মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক হয়।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
৫ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
৬ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৬ ঘণ্টা আগে