
গত কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল ক্যানসারে আক্রান্ত হয়েছেন তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হলেও এত দিন চিরঞ্জীবীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এত দিন। তবে অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি। টুটারে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন এ অভিনেতা।
গতকাল শনিবার এক টুইটে চিরঞ্জীবী লিখেছেন, ‘সম্প্রতি আমি একটি ক্যানসার কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে, ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলাম। বলেছিলাম, সময়মতো মেডিকেল টেস্ট করালে ক্যানসারকে রুখে দেওয়া সম্ভব। আমি নিজে সচেতন হয়ে কোলন স্কোপ টেস্ট করেছিলাম। তাতে পলিপ শনাক্ত হয়েছিল আমার। কিন্তু এ পলিপে ক্যানসারের জীবাণু পাওয়া যায়নি।’
চিরঞ্জীবী এ টুইটে আরও লিখেন, ‘আমি যদি শুরুতে পরীক্ষা না করাতাম, তা হলে সময়ের সঙ্গে এটি ক্যানসারে পরিণত হতো।’
সংবাদমাধ্যমের প্রতি অভিযোগ এনে চিরঞ্জীবী বলেন, ‘কিছু সংবাদমাধ্যম আমার এই মন্তব্য ঠিকমতো বুঝতে পারেনি। তারা আমাকে নিয়ে মিথ্যা খবর ছড়িয়েছে।’
টুইটারের শেষে অভিনেতা লিখেছেন, ‘অনুরাগীরা আমার আরোগ্য কামনায় বার্তা পাঠাচ্ছেন। তাঁদের জন্যই এই বিবৃতি। পাশাপাশি, এই ধরনের সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের কাছে আবেদন, বিষয়বস্তু না বুঝে যা খুশি তাই-ই লিখে দেবেন না। এতে বহু মানুষ ভয় আর আঘাত পেয়েছেন।’
চিরঞ্জীবী অভিনীত পরবর্তী সিনেমা ‘ভোলা শংকর’। মেহের রমেশ পরিচালিত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে আরও অভিনয় করছেন–তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ প্রমুখ। আগামী ১১ আগস্ট সিনেমাটির মুক্তির কথা রয়েছে।

গত কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল ক্যানসারে আক্রান্ত হয়েছেন তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হলেও এত দিন চিরঞ্জীবীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এত দিন। তবে অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি। টুটারে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন এ অভিনেতা।
গতকাল শনিবার এক টুইটে চিরঞ্জীবী লিখেছেন, ‘সম্প্রতি আমি একটি ক্যানসার কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে, ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলাম। বলেছিলাম, সময়মতো মেডিকেল টেস্ট করালে ক্যানসারকে রুখে দেওয়া সম্ভব। আমি নিজে সচেতন হয়ে কোলন স্কোপ টেস্ট করেছিলাম। তাতে পলিপ শনাক্ত হয়েছিল আমার। কিন্তু এ পলিপে ক্যানসারের জীবাণু পাওয়া যায়নি।’
চিরঞ্জীবী এ টুইটে আরও লিখেন, ‘আমি যদি শুরুতে পরীক্ষা না করাতাম, তা হলে সময়ের সঙ্গে এটি ক্যানসারে পরিণত হতো।’
সংবাদমাধ্যমের প্রতি অভিযোগ এনে চিরঞ্জীবী বলেন, ‘কিছু সংবাদমাধ্যম আমার এই মন্তব্য ঠিকমতো বুঝতে পারেনি। তারা আমাকে নিয়ে মিথ্যা খবর ছড়িয়েছে।’
টুইটারের শেষে অভিনেতা লিখেছেন, ‘অনুরাগীরা আমার আরোগ্য কামনায় বার্তা পাঠাচ্ছেন। তাঁদের জন্যই এই বিবৃতি। পাশাপাশি, এই ধরনের সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের কাছে আবেদন, বিষয়বস্তু না বুঝে যা খুশি তাই-ই লিখে দেবেন না। এতে বহু মানুষ ভয় আর আঘাত পেয়েছেন।’
চিরঞ্জীবী অভিনীত পরবর্তী সিনেমা ‘ভোলা শংকর’। মেহের রমেশ পরিচালিত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে আরও অভিনয় করছেন–তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ প্রমুখ। আগামী ১১ আগস্ট সিনেমাটির মুক্তির কথা রয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে