
গত কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল ক্যানসারে আক্রান্ত হয়েছেন তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হলেও এত দিন চিরঞ্জীবীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এত দিন। তবে অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি। টুটারে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন এ অভিনেতা।
গতকাল শনিবার এক টুইটে চিরঞ্জীবী লিখেছেন, ‘সম্প্রতি আমি একটি ক্যানসার কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে, ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলাম। বলেছিলাম, সময়মতো মেডিকেল টেস্ট করালে ক্যানসারকে রুখে দেওয়া সম্ভব। আমি নিজে সচেতন হয়ে কোলন স্কোপ টেস্ট করেছিলাম। তাতে পলিপ শনাক্ত হয়েছিল আমার। কিন্তু এ পলিপে ক্যানসারের জীবাণু পাওয়া যায়নি।’
চিরঞ্জীবী এ টুইটে আরও লিখেন, ‘আমি যদি শুরুতে পরীক্ষা না করাতাম, তা হলে সময়ের সঙ্গে এটি ক্যানসারে পরিণত হতো।’
সংবাদমাধ্যমের প্রতি অভিযোগ এনে চিরঞ্জীবী বলেন, ‘কিছু সংবাদমাধ্যম আমার এই মন্তব্য ঠিকমতো বুঝতে পারেনি। তারা আমাকে নিয়ে মিথ্যা খবর ছড়িয়েছে।’
টুইটারের শেষে অভিনেতা লিখেছেন, ‘অনুরাগীরা আমার আরোগ্য কামনায় বার্তা পাঠাচ্ছেন। তাঁদের জন্যই এই বিবৃতি। পাশাপাশি, এই ধরনের সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের কাছে আবেদন, বিষয়বস্তু না বুঝে যা খুশি তাই-ই লিখে দেবেন না। এতে বহু মানুষ ভয় আর আঘাত পেয়েছেন।’
চিরঞ্জীবী অভিনীত পরবর্তী সিনেমা ‘ভোলা শংকর’। মেহের রমেশ পরিচালিত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে আরও অভিনয় করছেন–তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ প্রমুখ। আগামী ১১ আগস্ট সিনেমাটির মুক্তির কথা রয়েছে।

গত কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল ক্যানসারে আক্রান্ত হয়েছেন তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হলেও এত দিন চিরঞ্জীবীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এত দিন। তবে অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি। টুটারে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন এ অভিনেতা।
গতকাল শনিবার এক টুইটে চিরঞ্জীবী লিখেছেন, ‘সম্প্রতি আমি একটি ক্যানসার কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে, ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলাম। বলেছিলাম, সময়মতো মেডিকেল টেস্ট করালে ক্যানসারকে রুখে দেওয়া সম্ভব। আমি নিজে সচেতন হয়ে কোলন স্কোপ টেস্ট করেছিলাম। তাতে পলিপ শনাক্ত হয়েছিল আমার। কিন্তু এ পলিপে ক্যানসারের জীবাণু পাওয়া যায়নি।’
চিরঞ্জীবী এ টুইটে আরও লিখেন, ‘আমি যদি শুরুতে পরীক্ষা না করাতাম, তা হলে সময়ের সঙ্গে এটি ক্যানসারে পরিণত হতো।’
সংবাদমাধ্যমের প্রতি অভিযোগ এনে চিরঞ্জীবী বলেন, ‘কিছু সংবাদমাধ্যম আমার এই মন্তব্য ঠিকমতো বুঝতে পারেনি। তারা আমাকে নিয়ে মিথ্যা খবর ছড়িয়েছে।’
টুইটারের শেষে অভিনেতা লিখেছেন, ‘অনুরাগীরা আমার আরোগ্য কামনায় বার্তা পাঠাচ্ছেন। তাঁদের জন্যই এই বিবৃতি। পাশাপাশি, এই ধরনের সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের কাছে আবেদন, বিষয়বস্তু না বুঝে যা খুশি তাই-ই লিখে দেবেন না। এতে বহু মানুষ ভয় আর আঘাত পেয়েছেন।’
চিরঞ্জীবী অভিনীত পরবর্তী সিনেমা ‘ভোলা শংকর’। মেহের রমেশ পরিচালিত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে আরও অভিনয় করছেন–তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ প্রমুখ। আগামী ১১ আগস্ট সিনেমাটির মুক্তির কথা রয়েছে।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৮ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৮ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৮ ঘণ্টা আগে