বিনোদন ডেস্ক

‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর পর আরও এক হিট সিনেমা নিয়ে হাজির রাশমিকা মান্দানা। ২০ জুন মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘কুবেরা’। এতে রাশমিকার নায়ক ধানুশ। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে কুবেরা। মুক্তির প্রথম চার দিনেই ৬৫ কোটি রুপি আয় করেছে তামিল ও তেলুগু ভাষার সিনেমাটি। এ সাফল্য উদ্যাপনের জন্য সম্প্রতি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ধানুশ, চিরঞ্জীবী ছাড়াও অতিথি হয়ে এসেছিলেন দক্ষিণি সুপারস্টার নাগার্জুন। চিরঞ্জীবী ও নাগার্জুন প্রশংসায় ভরিয়ে দিলেন রাশমিকা মান্দানাকে।

রাশমিকাকে উদ্দেশ করে নাগার্জুন বলেন, ‘পর্দায় রাশমিকাকে দেখে আমার বারবার মনে পড়ছিল ‘‘কাশনা কাশানম’’ সিনেমার শ্রীদেবীর কথা। সত্যিই এত ভালো অভিনয় করেছে সে। রাশমিকা আমাদের এ সময়ের শ্রীদেবী। ‘পুষ্পা’ সিনেমা থেকে দর্শক যে তাঁকে ন্যাশনাল ক্রাশের তকমা দিয়েছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। সিনেমার কারণে এখন সে সবার ক্রাশ। কুবেরায় তুমি দারুণ করেছ, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’

রাশমিকাকে নিয়ে নাগার্জুনের এমন প্রশংসায় আরও ঘি ঢালেন চিরঞ্জীবী। তিনি বলেন, ‘নাগ যেন আমার মুখের কথা কেড়ে নিয়েছে। রাশমিকা তো সবার ক্রাশ বটেই, সে আমারও ক্রাশ।’ নাগার্জুন ও চিরঞ্জীবী যখন কথাগুলো বলছিলেন, তখন তাঁর সামনে দর্শকসারিতে বসে ছিলেন রাশমিকা। সিনিয়র অভিনেতাদের মুখে নিজের এমন প্রশংসা শুনে লজ্জায় মাথা নুয়ে আসছিল অভিনেত্রীর। এর আগে কুবেরার আরেকটি ইভেন্টে রাশমিকাকে নিয়ে নাগার্জুন বলেন, ‘এই মেয়েটি হচ্ছে প্রতিভার এক পাওয়ারহাউস। আপনারা যদি তাঁর গত কয়েক বছরের চলচ্চিত্রের তালিকা দেখেন, মুখ দিয়ে কেবল একটি শব্দই বের হবে—অসাধারণ। আমরা কেউই দুই-তিন হাজার কোটি বক্স অফিসের অভিনেতা নই। এই মেয়েটা আমাদের সবাইকে ছাড়িয়ে গেছে। আমাদের হারিয়ে দিয়েছে।’

‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর পর আরও এক হিট সিনেমা নিয়ে হাজির রাশমিকা মান্দানা। ২০ জুন মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘কুবেরা’। এতে রাশমিকার নায়ক ধানুশ। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে কুবেরা। মুক্তির প্রথম চার দিনেই ৬৫ কোটি রুপি আয় করেছে তামিল ও তেলুগু ভাষার সিনেমাটি। এ সাফল্য উদ্যাপনের জন্য সম্প্রতি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ধানুশ, চিরঞ্জীবী ছাড়াও অতিথি হয়ে এসেছিলেন দক্ষিণি সুপারস্টার নাগার্জুন। চিরঞ্জীবী ও নাগার্জুন প্রশংসায় ভরিয়ে দিলেন রাশমিকা মান্দানাকে।

রাশমিকাকে উদ্দেশ করে নাগার্জুন বলেন, ‘পর্দায় রাশমিকাকে দেখে আমার বারবার মনে পড়ছিল ‘‘কাশনা কাশানম’’ সিনেমার শ্রীদেবীর কথা। সত্যিই এত ভালো অভিনয় করেছে সে। রাশমিকা আমাদের এ সময়ের শ্রীদেবী। ‘পুষ্পা’ সিনেমা থেকে দর্শক যে তাঁকে ন্যাশনাল ক্রাশের তকমা দিয়েছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। সিনেমার কারণে এখন সে সবার ক্রাশ। কুবেরায় তুমি দারুণ করেছ, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’

রাশমিকাকে নিয়ে নাগার্জুনের এমন প্রশংসায় আরও ঘি ঢালেন চিরঞ্জীবী। তিনি বলেন, ‘নাগ যেন আমার মুখের কথা কেড়ে নিয়েছে। রাশমিকা তো সবার ক্রাশ বটেই, সে আমারও ক্রাশ।’ নাগার্জুন ও চিরঞ্জীবী যখন কথাগুলো বলছিলেন, তখন তাঁর সামনে দর্শকসারিতে বসে ছিলেন রাশমিকা। সিনিয়র অভিনেতাদের মুখে নিজের এমন প্রশংসা শুনে লজ্জায় মাথা নুয়ে আসছিল অভিনেত্রীর। এর আগে কুবেরার আরেকটি ইভেন্টে রাশমিকাকে নিয়ে নাগার্জুন বলেন, ‘এই মেয়েটি হচ্ছে প্রতিভার এক পাওয়ারহাউস। আপনারা যদি তাঁর গত কয়েক বছরের চলচ্চিত্রের তালিকা দেখেন, মুখ দিয়ে কেবল একটি শব্দই বের হবে—অসাধারণ। আমরা কেউই দুই-তিন হাজার কোটি বক্স অফিসের অভিনেতা নই। এই মেয়েটা আমাদের সবাইকে ছাড়িয়ে গেছে। আমাদের হারিয়ে দিয়েছে।’

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
২১ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
২১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে