বিনোদন ডেস্ক

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা ২’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় সিনেমা হলের মালিক, আল্লু অর্জুনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। এর আগে সন্ধ্যা থিয়েটারের মালিকসহ আরও ২জন গ্রেপ্তার হয়েছেন। ঘটনার ৮ দিন পর আজ শুক্রবার সকালে গ্রেপ্তার করা হলো আল্লু অর্জুনকে।
গ্রেপ্তারের পর হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় নিয়ে যাওয়া হয় আল্লু অর্জুনকে। যে থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে নিয়ে যাওয়া হয় গান্ধী হাসপাতালে। মেডিকেল পরীক্ষার পর নামপল্লী কোর্টে হাজির করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় আল্লুকে।
এরপরই তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানিয়েছেন সুপারস্টারের আইনজীবীরা। এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে সবাই।
এর আগে, বুধবার আল্লু অর্জুন হাইকোর্টে এফআইআর খারিজ করার আবেদন করেছিলেন। আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক পদক্ষেপ স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। তবে শুনানির আগেই আল্লুকে আজ গ্রেপ্তার করে পুলিশ।

মামলা তুলে নিতে চান মৃতার স্বামী
আল্লু অর্জুনের গ্রেপ্তারের পর মৃত নারীর স্বামী জানিয়েছেন, আল্লু অর্জুনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিতে চান তিনি। পদদলিত হয়ে তাঁর স্ত্রীর মৃত্যুর ঘটনায় আল্লুকে দায়ী করতে চান না তিনি। মৃতা রেবতির স্বামী ভাস্কর ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ওইদিন সন্ধ্যা সিনেমা হলে গিয়েছিলাম, কারণ আমার ছেলে পুষ্পা সিনেমাটি দেখতে চাচ্ছিল। আল্লু অর্জুন ওইদিন হলে আসার পর যা ঘটেছে, এতে তাঁর কোনো দোষ নেই। আমি মামলা তুলে নিতে প্রস্তুত। আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হবে, এমন তথ্য পুলিশ আমাকে জানায়নি। হাসপাতালে বসে আমি টিভিতে খবরটি দেখেছি।’

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা ২’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় সিনেমা হলের মালিক, আল্লু অর্জুনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। এর আগে সন্ধ্যা থিয়েটারের মালিকসহ আরও ২জন গ্রেপ্তার হয়েছেন। ঘটনার ৮ দিন পর আজ শুক্রবার সকালে গ্রেপ্তার করা হলো আল্লু অর্জুনকে।
গ্রেপ্তারের পর হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় নিয়ে যাওয়া হয় আল্লু অর্জুনকে। যে থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে নিয়ে যাওয়া হয় গান্ধী হাসপাতালে। মেডিকেল পরীক্ষার পর নামপল্লী কোর্টে হাজির করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় আল্লুকে।
এরপরই তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানিয়েছেন সুপারস্টারের আইনজীবীরা। এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে সবাই।
এর আগে, বুধবার আল্লু অর্জুন হাইকোর্টে এফআইআর খারিজ করার আবেদন করেছিলেন। আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক পদক্ষেপ স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। তবে শুনানির আগেই আল্লুকে আজ গ্রেপ্তার করে পুলিশ।

মামলা তুলে নিতে চান মৃতার স্বামী
আল্লু অর্জুনের গ্রেপ্তারের পর মৃত নারীর স্বামী জানিয়েছেন, আল্লু অর্জুনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিতে চান তিনি। পদদলিত হয়ে তাঁর স্ত্রীর মৃত্যুর ঘটনায় আল্লুকে দায়ী করতে চান না তিনি। মৃতা রেবতির স্বামী ভাস্কর ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ওইদিন সন্ধ্যা সিনেমা হলে গিয়েছিলাম, কারণ আমার ছেলে পুষ্পা সিনেমাটি দেখতে চাচ্ছিল। আল্লু অর্জুন ওইদিন হলে আসার পর যা ঘটেছে, এতে তাঁর কোনো দোষ নেই। আমি মামলা তুলে নিতে প্রস্তুত। আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হবে, এমন তথ্য পুলিশ আমাকে জানায়নি। হাসপাতালে বসে আমি টিভিতে খবরটি দেখেছি।’

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১১ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১১ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১১ ঘণ্টা আগে