গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত সিনেমা ‘লিও’। মুক্তির আগেই সিনেমাটি ভেঙেছে অগ্রিম টিকিট বিক্রির বিভিন্ন রেকর্ড। তবে মুক্তির পর সিনেমাটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া, সমালোচকদের কথায় উঠে এসেছে ‘দুর্বল চিত্রনাট্যের’ কথা। কিন্তু ছবিটি মুক্তির প্রথম দিন থেকে আয় রীতিমতো পালটে দিচ্ছে সব হিসাব।
বলিউড মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৪৬ কোটি রুপি। এটির প্রথম দিনের আয় সব তামিল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা হিসেবেও প্রথম দিনের আয়ের দিক থেকে ‘লিও’ তৃতীয় স্থানে অবস্থান করছে। এ ছাড়া শুধু ভারতেই ‘লিও’ প্রথম দিন আয় করেছে ৬৫ কোটি রুপি।
সিনেমা বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়াবালানের মতে, সিংহ হতে চাইলেও শেষমেশ বিড়াল হয়েছে ‘লিও’ সিনেমাটি। শুরুতে সম্ভাবনা থাকলেও এর শেষটা হতাশাজনক। তাঁর কথায়, ‘প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘লিও’।’
মনোবালার মতে, এটি লোকেশের ক্যারিয়ারে সবচেয়ে দুর্বল সিনেমার একটি।
তবে বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ অবশ্য সিনেমাটি বেশ পছন্দ করেছেন। তিনি লিখেছেন, ‘ব্লকবাস্টার’ ও ‘মাস্টারপিস’। এখন দেখার বিষয় সপ্তাহ শেষে কেমন আয় দাঁড়ায় বিজয়ের ‘লিও’র।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ১৬০ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। এর মধ্যে ৮৭ কোটি রুপি এসেছে ভারতের বাজার থেকে, বাকি ৭২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে বিজয়ের এটা দ্বিতীয় কাজ। লিও সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, তৃষা, অর্জুন, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ প্রমুখ।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
৩ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
৬ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১৩ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে