
টেলিভিশনের একঝাঁক পরিচিত মুখ নিয়ে স্টার জলসায় শুরু হচ্ছে ‘গাঁটছড়া’। বড় পর্দায় যিশু সেনগুপ্তের পরে এবার ছোট পর্দায় গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘গাঁটছড়া’ বাঁধতে চলেছেন টিভির জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায়। তিনি অভিনয় করছেন ‘খড়ি ভট্টাচার্য’ চরিত্রে। সিরিয়ালের ট্যাগলাইন, ‘কার মনে কে দেয় ধরা, সবই নাকি আগে ঠিক করা!’
ছোট পর্দায় জনপ্রিয় হয়ে ওঠা শোলাঙ্কি ‘বাবা বেবি ও’ ছবিতে অভিনয়ের পর আবারও ফিরেছেন ছোট পর্দায়। বড় পর্দায় থাকলে কি বেশি খুশি হতেন? অভিনেত্রী বলেন, ‘আমি বড়, মেজ (ওয়েব সিরিজ), ছোট—সব পর্দাতেই সমান স্বচ্ছন্দ। সবটাতেই নিজেকে মেলে ধরতে চাই। তাই ছোট পর্দার পরে বড় পর্দায় কাজ করলাম। আবারও মুখ্য চরিত্র হয়ে ছোট পর্দায় ফিরছি। নিজের অভিনয়-যাত্রা নিয়ে আমি খুশি।’
তবে শুধু মুখ্য চরিত্রে অভিনয়ের খাতিরেই ‘খড়ি’ হতে রাজি হয়েছেন, এমনটা নয় বলে দাবি অভিনেত্রীর। শোলাঙ্কি জানান, ‘খড়ি’ বাংলার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের মতোই লড়াকু এক মেয়ে। যে হাসিমুখে নিজের পরিবারের সব দায়িত্ব বহন করে। খুব ভালো ছবি আঁকে। শিল্পীমনের পাশাপাশি তাঁর তেজস্বিতাও চোখ টানে। শহরের বিখ্যাত হীরা ব্যবসায়ী সিংহ রায় পরিবারের বড় ছেলে ঋদ্ধিমানের মুখোমুখি দাঁড়িয়ে জোরগলায় প্রতিবাদেও পিছপা হয় না। এমন চোখধাঁধানো ব্যক্তিত্বই শোলাঙ্কিকে আকর্ষণ করেছে। তা ছাড়া, স্টার জলসার সঙ্গে তাঁর দীর্ঘ দিনের ‘গাঁটছড়া’ এবং প্রযোজক স্নিগ্ধা বসুর সঙ্গে সুসম্পর্কও এই ধারাবাহিকে অভিনয়ের অন্যতম কারণ।
স্টার জলসায় সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে আসতে পারে ‘গাঁটছড়া’। সে ক্ষেত্রে পাল্টে যেতে পারে ‘শ্রীময়ী’ প্রচার সময়। কারণ ‘শ্রীময়ী’ এখনই শেষ হচ্ছে না। অন্যদিকে, আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’। সম্ভবত সেই স্লটটাতেই প্রচার হবে ‘শ্রীময়ী’। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে ‘গাঁটছড়া’।

টেলিভিশনের একঝাঁক পরিচিত মুখ নিয়ে স্টার জলসায় শুরু হচ্ছে ‘গাঁটছড়া’। বড় পর্দায় যিশু সেনগুপ্তের পরে এবার ছোট পর্দায় গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘গাঁটছড়া’ বাঁধতে চলেছেন টিভির জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায়। তিনি অভিনয় করছেন ‘খড়ি ভট্টাচার্য’ চরিত্রে। সিরিয়ালের ট্যাগলাইন, ‘কার মনে কে দেয় ধরা, সবই নাকি আগে ঠিক করা!’
ছোট পর্দায় জনপ্রিয় হয়ে ওঠা শোলাঙ্কি ‘বাবা বেবি ও’ ছবিতে অভিনয়ের পর আবারও ফিরেছেন ছোট পর্দায়। বড় পর্দায় থাকলে কি বেশি খুশি হতেন? অভিনেত্রী বলেন, ‘আমি বড়, মেজ (ওয়েব সিরিজ), ছোট—সব পর্দাতেই সমান স্বচ্ছন্দ। সবটাতেই নিজেকে মেলে ধরতে চাই। তাই ছোট পর্দার পরে বড় পর্দায় কাজ করলাম। আবারও মুখ্য চরিত্র হয়ে ছোট পর্দায় ফিরছি। নিজের অভিনয়-যাত্রা নিয়ে আমি খুশি।’
তবে শুধু মুখ্য চরিত্রে অভিনয়ের খাতিরেই ‘খড়ি’ হতে রাজি হয়েছেন, এমনটা নয় বলে দাবি অভিনেত্রীর। শোলাঙ্কি জানান, ‘খড়ি’ বাংলার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের মতোই লড়াকু এক মেয়ে। যে হাসিমুখে নিজের পরিবারের সব দায়িত্ব বহন করে। খুব ভালো ছবি আঁকে। শিল্পীমনের পাশাপাশি তাঁর তেজস্বিতাও চোখ টানে। শহরের বিখ্যাত হীরা ব্যবসায়ী সিংহ রায় পরিবারের বড় ছেলে ঋদ্ধিমানের মুখোমুখি দাঁড়িয়ে জোরগলায় প্রতিবাদেও পিছপা হয় না। এমন চোখধাঁধানো ব্যক্তিত্বই শোলাঙ্কিকে আকর্ষণ করেছে। তা ছাড়া, স্টার জলসার সঙ্গে তাঁর দীর্ঘ দিনের ‘গাঁটছড়া’ এবং প্রযোজক স্নিগ্ধা বসুর সঙ্গে সুসম্পর্কও এই ধারাবাহিকে অভিনয়ের অন্যতম কারণ।
স্টার জলসায় সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে আসতে পারে ‘গাঁটছড়া’। সে ক্ষেত্রে পাল্টে যেতে পারে ‘শ্রীময়ী’ প্রচার সময়। কারণ ‘শ্রীময়ী’ এখনই শেষ হচ্ছে না। অন্যদিকে, আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’। সম্ভবত সেই স্লটটাতেই প্রচার হবে ‘শ্রীময়ী’। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে ‘গাঁটছড়া’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে