
প্রথম সিজনের সাফল্যের পর দর্শকেরা উদগ্রীব ছিলেন দ্বিতীয় সিজন কবে আসবে তা নিয়ে। আগামী ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজের দ্বিতীয় সিজন।
কোটা শহরের বিভিন্ন কোচিংয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে আইআইটির উপযুক্ত করে তোলা ছেলেমেয়েদের গল্প বলেই দর্শকের মন জয় করে নিয়েছিল ‘কোটা ফ্যাক্টরি’ আর সিরিজের অন্যতম চরিত্র ‘জিতু ভাইয়া’। আগেরবারের মতো এই সিজনেও মুখ্য চরিত্রে থাকছে জিতু ভাইয়া ও বৈভব পান্ডে।
‘কোটা ফ্যাক্টরি’ সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে বৈভব তার স্বপ্নের ইনস্টিটিউশন মহেশ্বরীতে সুযোগ পেয়েছে। কিন্তু তার প্রেমিকা বর্তিকা ব্যর্থ হয় মহেশ্বরীতে চান্স পেতে।
প্রেমিকার কথা ভেবে মহেশ্বরীতে পড়ার সুযোগ ছেড়ে দেয় বৈভব। সিট খালি হওয়ায় সেই সুযোগ আসে বর্তিকার কাছে। কিন্তু লাজুক বৈভব নিজের মনের কথা বর্তিকার কাছে বলার আগেই বর্তিকা জানায়, সে ভর্তি হচ্ছে মহেশ্বরীতে। মনে কষ্ট পায় বৈভব। বর্তিকাকে জানায়, তার জন্যই মহেশ্বরীতে পড়ার সুযোগ ছেড়েছে সে। কিন্তু বর্তিকার উত্তর, তার কাছে ক্যারিয়ারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নয়।
অন্যদিকে প্রডিজি ইনস্টিটিউশন থেকে ইস্তফা দেয় ছাত্রছাত্রীদের পছন্দের শিক্ষক জিতু ভাইয়া (জিতেন্দ্র কুমার)। নিজেই শুরু করে একটি কোচিং সেন্টার। প্রডিজির ছেলেমেয়েরা ভিড় করে জিতুর নতুন প্রতিষ্ঠানে। ক্ষতির মুখে পড়ে প্রডিজি। শুরু হয় দুই কোচিংয়ের দ্বন্দ্ব।
নতুন চমক রয়েছে দ্বিতীয় সিজনে। উদয় ও শিবাঙ্গীর সম্পর্কের ওপর জোর দেওয়া হবে এই সিজনে। আইআইটিতে যোগ দেওয়ার আগের মুহূর্তে মত বদলে, নিজের ব্যবসা শুরু করার কথা ভাবে উদয়।
দূরত্ব তৈরি হয় বৈভব ও বর্তিকার মাঝে। সিজনের শেষে প্রাধান্য পায় দুই বন্ধু বৈভব ও মীনা। দুজনই সুযোগ পায় আইআইটিতে। ভর্তি হয় একই কলেজে। কলেজে গিয়ে নতুন বন্ধু পায় বৈভব। তাঁদের সঙ্গে এক হয়ে মীনাকে হেয় করতে থাকে। বন্ধুত্ব দিয়ে যে গল্পের শুরু তার পরিণতি কী হবে তা-ই নিয়ে জন্ম নেয় নতুন সাসপেন্স।
অনেকের মতে, ‘কোটা ফ্যাক্টরি’ সিরিজের গল্পের সঙ্গে একটা জেনারেশন নিজেদের ভালো সংযোগ করতে পেরেছে। প্রযোজনা প্রতিষ্ঠান টিভিএফের সিরিজ ‘কোটা ফ্যাক্টরি’ প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও কি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে? অপেক্ষা আর মাত্র কিছুদিন।

প্রথম সিজনের সাফল্যের পর দর্শকেরা উদগ্রীব ছিলেন দ্বিতীয় সিজন কবে আসবে তা নিয়ে। আগামী ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজের দ্বিতীয় সিজন।
কোটা শহরের বিভিন্ন কোচিংয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে আইআইটির উপযুক্ত করে তোলা ছেলেমেয়েদের গল্প বলেই দর্শকের মন জয় করে নিয়েছিল ‘কোটা ফ্যাক্টরি’ আর সিরিজের অন্যতম চরিত্র ‘জিতু ভাইয়া’। আগেরবারের মতো এই সিজনেও মুখ্য চরিত্রে থাকছে জিতু ভাইয়া ও বৈভব পান্ডে।
‘কোটা ফ্যাক্টরি’ সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে বৈভব তার স্বপ্নের ইনস্টিটিউশন মহেশ্বরীতে সুযোগ পেয়েছে। কিন্তু তার প্রেমিকা বর্তিকা ব্যর্থ হয় মহেশ্বরীতে চান্স পেতে।
প্রেমিকার কথা ভেবে মহেশ্বরীতে পড়ার সুযোগ ছেড়ে দেয় বৈভব। সিট খালি হওয়ায় সেই সুযোগ আসে বর্তিকার কাছে। কিন্তু লাজুক বৈভব নিজের মনের কথা বর্তিকার কাছে বলার আগেই বর্তিকা জানায়, সে ভর্তি হচ্ছে মহেশ্বরীতে। মনে কষ্ট পায় বৈভব। বর্তিকাকে জানায়, তার জন্যই মহেশ্বরীতে পড়ার সুযোগ ছেড়েছে সে। কিন্তু বর্তিকার উত্তর, তার কাছে ক্যারিয়ারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নয়।
অন্যদিকে প্রডিজি ইনস্টিটিউশন থেকে ইস্তফা দেয় ছাত্রছাত্রীদের পছন্দের শিক্ষক জিতু ভাইয়া (জিতেন্দ্র কুমার)। নিজেই শুরু করে একটি কোচিং সেন্টার। প্রডিজির ছেলেমেয়েরা ভিড় করে জিতুর নতুন প্রতিষ্ঠানে। ক্ষতির মুখে পড়ে প্রডিজি। শুরু হয় দুই কোচিংয়ের দ্বন্দ্ব।
নতুন চমক রয়েছে দ্বিতীয় সিজনে। উদয় ও শিবাঙ্গীর সম্পর্কের ওপর জোর দেওয়া হবে এই সিজনে। আইআইটিতে যোগ দেওয়ার আগের মুহূর্তে মত বদলে, নিজের ব্যবসা শুরু করার কথা ভাবে উদয়।
দূরত্ব তৈরি হয় বৈভব ও বর্তিকার মাঝে। সিজনের শেষে প্রাধান্য পায় দুই বন্ধু বৈভব ও মীনা। দুজনই সুযোগ পায় আইআইটিতে। ভর্তি হয় একই কলেজে। কলেজে গিয়ে নতুন বন্ধু পায় বৈভব। তাঁদের সঙ্গে এক হয়ে মীনাকে হেয় করতে থাকে। বন্ধুত্ব দিয়ে যে গল্পের শুরু তার পরিণতি কী হবে তা-ই নিয়ে জন্ম নেয় নতুন সাসপেন্স।
অনেকের মতে, ‘কোটা ফ্যাক্টরি’ সিরিজের গল্পের সঙ্গে একটা জেনারেশন নিজেদের ভালো সংযোগ করতে পেরেছে। প্রযোজনা প্রতিষ্ঠান টিভিএফের সিরিজ ‘কোটা ফ্যাক্টরি’ প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও কি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে? অপেক্ষা আর মাত্র কিছুদিন।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে