
ঢাকা: চার বছর ধরে জি বাংলায় প্রচার হচ্ছে ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’। ২০১৭ সালের ২৪ জুলাই এর প্রচার শুরু হয়েছিল। সেই থেকে দর্শকদের পছন্দের তালিকায় ‘রাসমণি’। তবে গল্পের ধারাবাহিকতা অনুযায়ী, সর্বত্যাগী হয়েছেন রানিমা। ইতিহাস বলছে এবার তাঁর মৃত্যুর সময় আগত। ধারাবাহিকটির নতুন প্রোমোতেও মিলল সেই ইঙ্গিত।
তাই জল্পনা চলছে, তাড়াতাড়িই শেষ হতে যাচ্ছে ‘রাণী রাসমণি’র পথচলা।
দীর্ঘ সময় ধরে এই ধারাবাহিক দর্শকদের ভালোবাসা পেয়েছে অফুরন্ত। ফলস্বরূপ টিআরপি তালিকায় সেরা দশে স্থায়ী আসন করে নিয়েছে। তবে ইতিহাসনির্ভর ধারাবাহিকটির গল্প ফুরিয়ে এসেছে। সে কারণেই খুব বেশিদিন টেলিভিশনের পর্দায় পাওয়া যাবে না রানিমাকে।
ধারাবাহিক শেষ হবে কিনা এখনো চ্যানেল কর্তৃপক্ষ জানায়নি। তবে রানিমার পর্ব শেষ হয়ে যাচ্ছে, এটা ঠিক।
রাজেন্দ্র প্রসাদ দাস, নির্মাতা, করুণাময়ী রাণী রাসমণি
ইতিহাস অনুযায়ী এবার রানিমার মৃত্যুর সময় আগত। তার মাঝেই সামনে এল ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর মন্দিরের অধিষ্ঠাত্রী মা ভবতারিণী রানিমাকে নিজের কাছে ডাকছেন। বলছেন, ‘তোর জীবনকাল এবার সমাপ্ত হয়ে আসছে। আমি যে তোর অপেক্ষায় দিন গুনছি।’ উত্তরে রানিমা জানান, তিনি প্রস্তুত।
এ থেকেই ধারণা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। যদিও রানিমার মৃত্যু হলেই সিরিয়াল শেষ হবে, এটা নিশ্চিত নয়। কিন্তু মুখ্য চরিত্র না থাকলে দর্শকদের কাছে সেটি অর্থহীন হয়ে যাবে বলেই মনে করছেন অনেকে।
দেখুন ‘করুণাময়ী রাণী রাসমণি’র নতুন প্রোমো:
বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। লকডাউন শেষে শুটিং শুরু হলে আর কতদিন চলবে ‘করুণাময়ী রাণী রাসমণি’, তা নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
সব কাজই একসময় শেষ হয়ে যায়। সেই নিয়ম মেনে আমার অংশও শেষ হয়ে যাচ্ছে। রানিমা না থাকলে সিরিয়াল চলবে কিনা জানি না। তবে টানা তিন বছরেরও বেশি সময় ধরে আমরা একসঙ্গে থেকেছি। তাই গোটা ইউনিট পরিবার হয়ে উঠেছিলাম।
দিতিপ্রিয়া রায়, পর্দার রানিমা
রাণী রাসমণি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন দিতিপ্রিয়া রায়। দশম শ্রেণিতে পড়ার সময় তিনি এই ধারাবাহিকে রাসমণির ছোটবেলার চরিত্রে অভিনয় করার সুযোগ পান। পরবর্তী সময়ে দর্শকদের চাহিদায় সত্তরোর্ধ রাণী রাসমণির চরিত্রেও তিনিই অভিনয় করছেন।
কিছুদিন আগে ইতিহাস বিকৃতির অভিযোগ এসেছে ‘করুণাময়ী রাণী রাসমণি’র বিরুদ্ধে। তবে জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। আগের মতো এখনো তুমুল আগ্রহ নিয়ে রানীমাকে দেখতে টিভির সামনে বসেন বাংলার দর্শক। জি বাংলায় সোম-রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রচার হয় সিরিয়ালটি।

ঢাকা: চার বছর ধরে জি বাংলায় প্রচার হচ্ছে ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’। ২০১৭ সালের ২৪ জুলাই এর প্রচার শুরু হয়েছিল। সেই থেকে দর্শকদের পছন্দের তালিকায় ‘রাসমণি’। তবে গল্পের ধারাবাহিকতা অনুযায়ী, সর্বত্যাগী হয়েছেন রানিমা। ইতিহাস বলছে এবার তাঁর মৃত্যুর সময় আগত। ধারাবাহিকটির নতুন প্রোমোতেও মিলল সেই ইঙ্গিত।
তাই জল্পনা চলছে, তাড়াতাড়িই শেষ হতে যাচ্ছে ‘রাণী রাসমণি’র পথচলা।
দীর্ঘ সময় ধরে এই ধারাবাহিক দর্শকদের ভালোবাসা পেয়েছে অফুরন্ত। ফলস্বরূপ টিআরপি তালিকায় সেরা দশে স্থায়ী আসন করে নিয়েছে। তবে ইতিহাসনির্ভর ধারাবাহিকটির গল্প ফুরিয়ে এসেছে। সে কারণেই খুব বেশিদিন টেলিভিশনের পর্দায় পাওয়া যাবে না রানিমাকে।
ধারাবাহিক শেষ হবে কিনা এখনো চ্যানেল কর্তৃপক্ষ জানায়নি। তবে রানিমার পর্ব শেষ হয়ে যাচ্ছে, এটা ঠিক।
রাজেন্দ্র প্রসাদ দাস, নির্মাতা, করুণাময়ী রাণী রাসমণি
ইতিহাস অনুযায়ী এবার রানিমার মৃত্যুর সময় আগত। তার মাঝেই সামনে এল ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর মন্দিরের অধিষ্ঠাত্রী মা ভবতারিণী রানিমাকে নিজের কাছে ডাকছেন। বলছেন, ‘তোর জীবনকাল এবার সমাপ্ত হয়ে আসছে। আমি যে তোর অপেক্ষায় দিন গুনছি।’ উত্তরে রানিমা জানান, তিনি প্রস্তুত।
এ থেকেই ধারণা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। যদিও রানিমার মৃত্যু হলেই সিরিয়াল শেষ হবে, এটা নিশ্চিত নয়। কিন্তু মুখ্য চরিত্র না থাকলে দর্শকদের কাছে সেটি অর্থহীন হয়ে যাবে বলেই মনে করছেন অনেকে।
দেখুন ‘করুণাময়ী রাণী রাসমণি’র নতুন প্রোমো:
বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। লকডাউন শেষে শুটিং শুরু হলে আর কতদিন চলবে ‘করুণাময়ী রাণী রাসমণি’, তা নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
সব কাজই একসময় শেষ হয়ে যায়। সেই নিয়ম মেনে আমার অংশও শেষ হয়ে যাচ্ছে। রানিমা না থাকলে সিরিয়াল চলবে কিনা জানি না। তবে টানা তিন বছরেরও বেশি সময় ধরে আমরা একসঙ্গে থেকেছি। তাই গোটা ইউনিট পরিবার হয়ে উঠেছিলাম।
দিতিপ্রিয়া রায়, পর্দার রানিমা
রাণী রাসমণি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন দিতিপ্রিয়া রায়। দশম শ্রেণিতে পড়ার সময় তিনি এই ধারাবাহিকে রাসমণির ছোটবেলার চরিত্রে অভিনয় করার সুযোগ পান। পরবর্তী সময়ে দর্শকদের চাহিদায় সত্তরোর্ধ রাণী রাসমণির চরিত্রেও তিনিই অভিনয় করছেন।
কিছুদিন আগে ইতিহাস বিকৃতির অভিযোগ এসেছে ‘করুণাময়ী রাণী রাসমণি’র বিরুদ্ধে। তবে জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। আগের মতো এখনো তুমুল আগ্রহ নিয়ে রানীমাকে দেখতে টিভির সামনে বসেন বাংলার দর্শক। জি বাংলায় সোম-রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রচার হয় সিরিয়ালটি।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৬ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৬ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৭ ঘণ্টা আগে