
এক যুগে কত-কী পাল্টে গেছে। যে দর্শক সেদিন সদ্য কলেজ পাস করে বেরিয়েছিলেন, তিনি হয়তো আজ তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে। আবার যিনি অফিস থেকে ফিরে রোজ স্টার প্লাস দেখতেন, তিনি হয়তো এখন অবসর নিয়েছেন। কিন্তু ধারাবাহিকটি শেষ হয়নি। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এখনো চলছে। শুধু তা-ই নয়, ১২ বছর পরেও টিআরপি তালিকায় সেরা স্থানটি ধরে রেখেছে।
উদয়পুরের সিংহানিয়া পরিবারে বিয়ে হয়ে আসে মাহেশ্বরী পরিবারের মেয়ে অক্ষরা। একান্নবর্তী শ্বশুরবাড়িতে সবার প্রিয় বউ হয়ে ওঠার গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। অক্ষরা ও নৈতিক একসময়ে আদর্শ দম্পতির ছবি হয়ে উঠেছিল। নিঃসন্দেহে হিনা খান ও করণ মেহরার জুটি হিন্দি টেলিভিশনের সেরা জুটিগুলোর অন্যতম।
কিন্তু এক যুগ পরে আর ধারাবাহিকে নেই অক্ষরা-নৈতিক। তাদের মেয়ে নায়রার জীবন নিয়েই ছুটে চলছিল গল্পের গাড়ি, যে চরিত্রে নিজেকে প্রমাণ করেছে শিবাঙ্গি জোশি। শিবাঙ্গি ও মোহসিন খানের জুটি হিনা-করণের জুটির চেয়ে কম সফল নয়। দর্শকের মনে পুরোনো জুটির রেশ কাটিয়ে নতুন জুটির প্রতি ভালোবাসা তৈরি করা সহজ ছিল না। গত তিন বছরে সেই কঠিন কাজটি করেছেন শিবাঙ্গি-মোহসিন। তবে সেই জুটিও থাকছে না।
স্টার প্লাসের মেগা ব্লকবাস্টার ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর জনপ্রিয় জুটি মহসিন খান ও শিবাঙ্গি জোশি পাঁচ বছর পর সিরিয়াল ছেড়ে দিচ্ছেন। আগামী ৮ অক্টোবর তাঁদের শেষ শুটিং। তাঁরা কেউই এখন বড় ছেলেমেয়ের বাবা-মা হতে চাচ্ছেন না। এর আগে এই সিরিয়ালের আরেক জনপ্রিয় জুটি করণ মেহরা ও হীনা খান সাত বছর কাজ করার পর সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন। ১২ বছর ধরে চলা এই সিরিয়ালে করণ-হীনা, মহসিন-শিবাঙ্গি; এর পর আবারও নতুন জুটির দেখা মিলবে আগামী মাসে। তবে এই মুহূর্তে তাঁদের নাম ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। গল্পে এখন মহসিন-শিবাঙ্গির সন্তানদের বড় দেখাবে, মানে তারা নায়ক-নায়িকা হবে।

এক যুগে কত-কী পাল্টে গেছে। যে দর্শক সেদিন সদ্য কলেজ পাস করে বেরিয়েছিলেন, তিনি হয়তো আজ তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে। আবার যিনি অফিস থেকে ফিরে রোজ স্টার প্লাস দেখতেন, তিনি হয়তো এখন অবসর নিয়েছেন। কিন্তু ধারাবাহিকটি শেষ হয়নি। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এখনো চলছে। শুধু তা-ই নয়, ১২ বছর পরেও টিআরপি তালিকায় সেরা স্থানটি ধরে রেখেছে।
উদয়পুরের সিংহানিয়া পরিবারে বিয়ে হয়ে আসে মাহেশ্বরী পরিবারের মেয়ে অক্ষরা। একান্নবর্তী শ্বশুরবাড়িতে সবার প্রিয় বউ হয়ে ওঠার গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। অক্ষরা ও নৈতিক একসময়ে আদর্শ দম্পতির ছবি হয়ে উঠেছিল। নিঃসন্দেহে হিনা খান ও করণ মেহরার জুটি হিন্দি টেলিভিশনের সেরা জুটিগুলোর অন্যতম।
কিন্তু এক যুগ পরে আর ধারাবাহিকে নেই অক্ষরা-নৈতিক। তাদের মেয়ে নায়রার জীবন নিয়েই ছুটে চলছিল গল্পের গাড়ি, যে চরিত্রে নিজেকে প্রমাণ করেছে শিবাঙ্গি জোশি। শিবাঙ্গি ও মোহসিন খানের জুটি হিনা-করণের জুটির চেয়ে কম সফল নয়। দর্শকের মনে পুরোনো জুটির রেশ কাটিয়ে নতুন জুটির প্রতি ভালোবাসা তৈরি করা সহজ ছিল না। গত তিন বছরে সেই কঠিন কাজটি করেছেন শিবাঙ্গি-মোহসিন। তবে সেই জুটিও থাকছে না।
স্টার প্লাসের মেগা ব্লকবাস্টার ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর জনপ্রিয় জুটি মহসিন খান ও শিবাঙ্গি জোশি পাঁচ বছর পর সিরিয়াল ছেড়ে দিচ্ছেন। আগামী ৮ অক্টোবর তাঁদের শেষ শুটিং। তাঁরা কেউই এখন বড় ছেলেমেয়ের বাবা-মা হতে চাচ্ছেন না। এর আগে এই সিরিয়ালের আরেক জনপ্রিয় জুটি করণ মেহরা ও হীনা খান সাত বছর কাজ করার পর সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন। ১২ বছর ধরে চলা এই সিরিয়ালে করণ-হীনা, মহসিন-শিবাঙ্গি; এর পর আবারও নতুন জুটির দেখা মিলবে আগামী মাসে। তবে এই মুহূর্তে তাঁদের নাম ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। গল্পে এখন মহসিন-শিবাঙ্গির সন্তানদের বড় দেখাবে, মানে তারা নায়ক-নায়িকা হবে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৪ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৪ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৫ ঘণ্টা আগে