ওপার বাংলার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ এপার বাংলায়ও বেশ জনপ্রিয় হয়েছিল। আলোচিত সেই সিরিয়ালের অরণ্য আর পাখি চরিত্রের জুটি আবারও ফিরছেন জুটি হয়ে। তবে এবার আর সিরিয়ালে নয়, যশ-মধুমিতার রোমান্স দেখা যাবে বাংলাদেশের গায়ক ও সংগীত পরিচালক তানভীর ইভানের গানের ভিডিওতে। গানের নাম ‘ও মন রে’। ‘অভিমান’, ‘অভিযোগ’-এর মতো গান গেয়ে শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলায়ও জনপ্রিয় হয়েছেন ইভান।
এসভিএফ মিউজিকের ব্যানারে তৈরি এই গানের ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করছেন বাবা যাদব। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন কলকাতার সিনেমার সৌমিক হালদার। আট বছর আগে এসভিএফের প্রযোজনায়ই তৈরি ব্লকবাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’তে যশ-মধুমিতা জুটিকে পেয়েছিলেন দর্শক।
এই সিরিয়াল শেষ হওয়ার পর ২০১৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান যশ। বছর চারেক পর ‘লাভ আজ কাল পরশু’ ছবি দিয়ে মধুমিতাও ছবিতে নাম লেখান। মধুমিতার সঙ্গে ফের জুটি বাঁধা প্রসঙ্গে যশ বলেন, ‘বোঝে না সে বোঝে না’র পর অনেক দিন ধরেই আমাদের একসঙ্গে দেখতে চাইছিলেন ভক্তরা। এই মিউজিক ভিডিওতেই আবার আমাদের এক হওয়া। আশা করছি ভক্তরা খুশি হবেন।’
বাবা যাদবের কথায়, ‘এটা বিরাট এক দায়িত্ব। যশ-মধুমিতা জুটি নিয়ে নতুন কাজের জন্য আমাকেও অনেকে নানা সময়ে বলতেন। আমি খুশি যে ওরা আবার একসঙ্গে কাজ করছে। চেষ্টা করব চমৎকার একটি মিউজিক ভিডিও উপহার দিতে।’
গানটির গায়ক ইভান বলেন, ‘এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কলকাতার এক স্টুডিওতে। যশ-মধুমিতা আমার খুবই পছন্দের দুজন অভিনয়শিল্পী। সবচেয়ে বড় চমক যে তাঁরা আমার গানের মাধ্যমে ফিরছেন। এসভিএফকে ধন্যবাদ যে এত বড় আয়োজনে আমার গানটা প্রকাশ করছে।’
ইভানের ‘বাবা’ শিরোনামের একটি গান গত ২৯ জুলাই ইউটিউবে প্রকাশ হয়েছে। এই ঈদের অন্যতম প্রশংসিত গান। গানটি কাজল আরেফিন অমির ‘আপন’ নাটকে ব্যবহার হয়েছিল। ইভান বলেন, ‘প্রেম, বিরহ নিয়েই আমার অধিকাংশ গান। তবে বাবার প্রতি সবার মতো আমারও ভালোবাসা আছে, সেই ভালোবাসা থেকেই গানটা গাওয়া। এ গানটি আমি নিজের বাবাকে উৎসর্গ করেছি।’

গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
৭ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৯ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১ দিন আগে