
প্রায় তিন দশক পর নতুন গান নিয়ে এল বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’। ‘হেই হেই রাইজআপ’ শিরোনামের নতুন এই গানের মাধ্যমে রাশিয়ার হামলার শিকার ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানায় রক ব্যান্ডটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) মধ্যরাতে পিংক ফ্লয়েডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। পিংক ফ্লয়েডের এই গানে কালজয়ী সংগীতশিল্পী ডেভিড গিলমোর ও নিক ম্যাসনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন যুদ্ধে আহত ইউক্রেনীয় শিল্পী আন্দ্রি খিলভনিউক।
ডেভিড গিলমোর গণমাধ্যমকে বলেন, আন্দ্রি খিলভনিউক কিয়েভে প্রতিরক্ষা বাহিনীর হয়ে কাজ করছেন। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার সময় তিনি ইনস্টাগ্রামে একটি গান গাওয়ার ভিডিও পোস্ট করেন, যে ভিডিওতে ইউক্রেনের রাজধানী ছিল জনশূন্য। এই ভিডিও দেখেই পিংক ফ্লয়েড নতুন একটি গান তৈরির অনুপ্রেরণা পায়।
কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে দাঁড়িয়ে আন্দ্রি খিলভনিউকের গাওয়া প্রথম বিশ্বযুদ্ধের একটি প্রতিবাদী গানের ভিডিও পিংক ফ্লয়েডের গানটিতে যুক্ত করে দেওয়া হয়েছে।
‘হেই হেই রাইজআপ’ শিরোনামে গানটি লিখেছেন গিলমোর নিজেই। ব্যান্ডের বাকি সদস্যদের সঙ্গে আলাপ করে আন্দ্রি খিলভনিউককে দিয়েই গানটি গাওয়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যুদ্ধাহত আন্দ্রি এই গান রেকর্ড করে পাঠান বলে জানান গিলমোর।
গিলমোরের পুত্রবধূ ও নাতি-নাতনিরা ইউক্রেনীয়। তিনি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে বিশ্বের অন্যতম শক্তিধর দেশের আগ্রাসনের তীব্র নিন্দা জানান। বিশ্বখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও গিটারিস্ট গিলমোর আরও বলেন, ‘আমরা ইউক্রেনের সমর্থনে কথা বলতে চাই।’
পিংক ফ্লয়েডের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের যুদ্ধবিরোধী নতুন গানটি থেকে যা আয় হবে, তার পুরোটাই ইউক্রেনে মানবিক সহায়তায় ব্যয় করা হবে। এর মধ্যে গানটি শুনেছেন ২০ লাখের বেশি মানুষ।
পিংক ফ্লয়েড সবশেষ ১৯৯৪ সালে ‘দ্য ডিভিশন বেল’ নামে গানের অ্যালবাম প্রকাশ করে। সে হিসেবে দীর্ঘ ২৮ বছর পর নতুন গান প্রকাশ করল বিশ্বখ্যাত এই ব্রিটিশ রক ব্যান্ড।

প্রায় তিন দশক পর নতুন গান নিয়ে এল বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’। ‘হেই হেই রাইজআপ’ শিরোনামের নতুন এই গানের মাধ্যমে রাশিয়ার হামলার শিকার ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানায় রক ব্যান্ডটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) মধ্যরাতে পিংক ফ্লয়েডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। পিংক ফ্লয়েডের এই গানে কালজয়ী সংগীতশিল্পী ডেভিড গিলমোর ও নিক ম্যাসনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন যুদ্ধে আহত ইউক্রেনীয় শিল্পী আন্দ্রি খিলভনিউক।
ডেভিড গিলমোর গণমাধ্যমকে বলেন, আন্দ্রি খিলভনিউক কিয়েভে প্রতিরক্ষা বাহিনীর হয়ে কাজ করছেন। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার সময় তিনি ইনস্টাগ্রামে একটি গান গাওয়ার ভিডিও পোস্ট করেন, যে ভিডিওতে ইউক্রেনের রাজধানী ছিল জনশূন্য। এই ভিডিও দেখেই পিংক ফ্লয়েড নতুন একটি গান তৈরির অনুপ্রেরণা পায়।
কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে দাঁড়িয়ে আন্দ্রি খিলভনিউকের গাওয়া প্রথম বিশ্বযুদ্ধের একটি প্রতিবাদী গানের ভিডিও পিংক ফ্লয়েডের গানটিতে যুক্ত করে দেওয়া হয়েছে।
‘হেই হেই রাইজআপ’ শিরোনামে গানটি লিখেছেন গিলমোর নিজেই। ব্যান্ডের বাকি সদস্যদের সঙ্গে আলাপ করে আন্দ্রি খিলভনিউককে দিয়েই গানটি গাওয়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যুদ্ধাহত আন্দ্রি এই গান রেকর্ড করে পাঠান বলে জানান গিলমোর।
গিলমোরের পুত্রবধূ ও নাতি-নাতনিরা ইউক্রেনীয়। তিনি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে বিশ্বের অন্যতম শক্তিধর দেশের আগ্রাসনের তীব্র নিন্দা জানান। বিশ্বখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও গিটারিস্ট গিলমোর আরও বলেন, ‘আমরা ইউক্রেনের সমর্থনে কথা বলতে চাই।’
পিংক ফ্লয়েডের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের যুদ্ধবিরোধী নতুন গানটি থেকে যা আয় হবে, তার পুরোটাই ইউক্রেনে মানবিক সহায়তায় ব্যয় করা হবে। এর মধ্যে গানটি শুনেছেন ২০ লাখের বেশি মানুষ।
পিংক ফ্লয়েড সবশেষ ১৯৯৪ সালে ‘দ্য ডিভিশন বেল’ নামে গানের অ্যালবাম প্রকাশ করে। সে হিসেবে দীর্ঘ ২৮ বছর পর নতুন গান প্রকাশ করল বিশ্বখ্যাত এই ব্রিটিশ রক ব্যান্ড।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে