Ajker Patrika

আজ ঢাকায় গাইবেন দুই পাকিস্তানি শিল্পী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মুস্তাফা জাহিদ ও আইমা বেগ। ছবি: সংগৃহীত
মুস্তাফা জাহিদ ও আইমা বেগ। ছবি: সংগৃহীত

গত বছর থেকে বাংলাদেশে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের উপস্থিতি। নিয়মিত ঢাকার মঞ্চে গাইছেন তাঁরা। আজ একই দিনে ঢাকার ভিন্ন দুই ভেন্যুতে গাইবেন পাকিস্তানের দুই শিল্পী মুস্তাফা জাহিদ ও আইমা বেগ।

মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদ

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুস্তাফা জাহিদের মেলোডি আনলিশড কনসার্ট। নিরাপত্তাজনিত কারণে সে সময় স্থগিত করে দেওয়া হয়। এরপর কয়েকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। গতকাল দুপুরে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ।

বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলোডি আনলিশড কনসার্ট শুরু হবে বিকেল চারটায়। ‘রক্সেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু মুস্তাফা জাহিদের। ২০০৭ সালে বলিউডের ‘আওয়ারাপান’ সিনেমায় ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’ গান গেয়ে ভারতেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ‘রানওয়ে’, ‘ব্লাড মানি’, ‘মার্ডার থ্রি’, ‘আশিকি টু’, ‘হিরোপান্তি’সহ বেশকিছু বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন মুস্তাফা জাহিদ। বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদের সঙ্গে আরও গান শোনাবেন বাংলাদেশের সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোর। টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। কনসার্টট আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।

রুল দ্য ওয়ার্ল্ড কনসার্টে গাইবেন আইমা বেগ

ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে নিয়মিত কনসার্টের আয়োজন করে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এবার প্রথমবার এই আয়োজনে অংশ নিচ্ছেন পাকিস্তানের শিল্পী আইমা বেগ। কনসার্টের নাম দেওয়া হয়েছে রুল দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে এটি আইমা বেগের প্রথম কনসার্ট। প্রথমে এই কনসার্ট সেনা প্রাঙ্গণে বড় আয়োজনে করার কথা থাকলেও পরে ভেন্যু পরিবর্তন করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, আজ রাজধানীর একটি কনভেনশন হলে কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে এই কনসার্ট।

২০১৬ সালে ‘লাহোর সে আগে’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করেন আইমা। ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান। কোক স্টুডিও পাকিস্তানেও গেয়েছেন আইমা। পিএসএলের সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফিরে দেখা /সংগীতে আলোচিত ঘটনা

বিনোদন ডেস্ক
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮: ৫৯
তাহসান খান
তাহসান খান
  • গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় একটি কনসার্টে পারফর্ম করার সময় গান ছাড়ার ঘোষণা দেন তাহসান খান। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে নানা গুঞ্জন ছড়ালে, তাহসান নিশ্চিত করেন, ধীরে ধীরে গান ও অভিনয় দুই মাধ্যমকেই বিদায় জানাচ্ছেন তিনি। এ বছর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেও আলোচনায় ছিলেন তাহসান।
  • এক বছর বিরতির পর ৩১ জানুয়ারি মঞ্চে গাইতে ওঠেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। প্রায় ১ ঘণ্টায় ১০টি গান গাওয়ার পর মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিন দিন হাসপাতালে থাকতে হয়েছে গায়িকাকে।
  • ১১ বছর আগে দ্বিতীয় স্ত্রী বেনজির সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ব্যান্ড তারকা নগর বাউল জেমসের। গত বছর যুক্তরাষ্ট্রপ্রবাসী নামিয়া আমিনকে বিয়ে করেছেন তিনি। বিচ্ছেদের মতো নতুন বিয়ের খবরও গোপন রেখেছিলেন জেমস। এ বছর জুনে নতুন সংসারে জন্ম নেয় পুত্রসন্তান। গত অক্টোবরে সন্তান ও নতুন বিয়ের খবর জানান জেমস।
  • জুন মাসে ফেসবুকে গোলাম মোহাম্মদ ইফতেখারের সঙ্গে বিচ্ছেদের খবর জানান সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ৩ ও ৪ ডিসেম্বর ফেসবুকে ‘মেহেদি’ গানের প্রমোশন হিসেবে মেহেদিরাঙা হাতের ছবি শেয়ার করলে গুঞ্জন ছড়ায়—আবার বিয়ে করছেন কনা। গান মুক্তির পর সেই গুঞ্জনের অবসান হয়।
  • গত জুনে আজম খানের পরিবারের পক্ষ থেকে জানানো হয় ১৪ বছর পর আবার নতুন উদ্যমে ফিরেছে ব্যান্ড উচ্চারণ। ইতিমধ্যে ব্যান্ডের সদস্যরা কার্যক্রম শুরু করেছেন।
  • প্রায় ১০ বছর পর মৌলিক গানের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করেছেন অর্ণব। ৩০ অক্টোবর প্রকাশ পায় তাঁর নতুন অ্যালবাম ‘ভাল্লাগে না’।
  • গত অক্টোবরে স্টেজে গান গাওয়ার সময় মিউজিশিয়ানকে ধাক্কা দিয়ে সমালোচনার মুখে পড়েন সংগীতশিল্পী মুজিব পরদেশী। তাঁর মতো সিনিয়র শিল্পীর এমন ব্যবহার আহত করে অনেককে।
  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গত জুনে গজলশিল্পী মেজবাহ আহমেদের বিরুদ্ধে অকথ্য ভাষার ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ করেন সংগীতশিল্পী পার্থ মজুমদার।
  • মৃত্যুর পাঁচ বছর পর সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের নামে বকেয়া কর পরিশোধের নোটিশ পাঠানো হয়। গত সেপ্টেম্বরে উপ-কর কমিশনারের কার্যালয় থেকে পাঠানো নোটিশটিতে উল্লেখ করা হয়, সব মিলিয়ে শিল্পীর কাছে ৭২ হাজার ৮০৩ টাকা পাওনা রয়েছে।
  • গত আগস্টে সিনেমার গানকে বিদায় বলেন গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। অডিও গানে আরও মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফিরে দেখা /বিশ্বসংগীতের জমকালো বছর

বিনোদন ডেস্ক
দ্য উইকেন্ড
দ্য উইকেন্ড

বিশ্বসংগীতে এত সফল বছর আগে খুব কমই এসেছে। বিশ্বজুড়ে শিল্পীরা বেরিয়েছেন ওয়ার্ল্ড ট্যুরে। এসব কনসার্ট উপভোগ করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে ভক্তরা জড়ো হয়েছেন। ফলে অনেক দেশের জন্য কনসার্ট ও সংগীত উৎসব হয়ে উঠেছে রাজস্বের উৎস। ব্যাপকসংখ্যক নতুন গান ও অ্যালবাম প্রকাশ পেয়েছে এ বছর, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পেইড সাবস্ক্রিপশন বেড়েছে, সংগীতে এআইয়ের বিপ্লব ঘটেছে—সব মিলিয়ে বিশ্বসংগীতে ২০২৫ সাল স্মরণীয় হয়ে থাকবে।

লাইভ মিউজিকের জন্য এটি ছিল যুগান্তকারী বছর। বিভিন্ন ব্যান্ড ও শিল্পী সংগীতসফরে বেরিয়েছেন। তাঁদের কনসার্টে দর্শকদের উপস্থিতি রেকর্ড ভেঙেছে। দি উইকেন্ডের ‘আফটার আওয়ারস টিল ডাউন’ ছিল এ বছরের সবচেয়ে আলোচিত ট্যুর। ১ বিলিয়ন ডলারের বেশি আয় এসেছে এ সফর থেকে। দর্শকসংখ্যার দিক থেকে ইতিহাসের অন্যতম বড় সংগীতসফর হিসেবে জায়গা করে নিয়েছে কোল্ডপ্লের ‘মিউজিক অব দ্য স্পেয়ারস ওয়ার্ল্ড ট্যুর’। এ ছাড়া ওয়েসিসের ‘লাইভ ২৫ ট্যুর’, বিয়ন্সের ‘কাউবয় কার্টার ট্যুর’, এড শিরানের ‘ম্যাথমেটিকস ট্যুর’, ডুয়া লিপার ‘র‍্যাডিক্যাল অপটিমিজম ট্যুর’ নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

এ বছর ইংরেজির পাশাপাশি আফ্রোবিটস, লাতিন পপ, আরবি পপও ব্যাপকভাবে শুনেছেন শ্রোতারা। কে-পপের প্রভাব এ বছর আরও বেড়েছে। রোজের ‘আপাতে’ গত বছর প্রকাশ পেলেও এ বছরও জনপ্রিয়তার শীর্ষে ছিল, বিভিন্ন টপচার্টে স্থান পেয়েছে গানটি। কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্যদের সামরিক প্রশিক্ষণ থেকে ফেরাটা কোরিয়ান ইন্ডাস্ট্রিকে আরও চাঙা করেছে। ‘কে-পপ ডেমন হান্টারস’ সিনেমার সাউন্ডট্র্যাক নিয়ে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এ ছাড়া, টুমরো এক্স টুগেদার এবং এসপা ব্যান্ডও পরিচিতি পেয়েছে।

এ বছর ফিরে এসেছে সিডি এবং ভিনাইল। শৌখিন সংগীতপ্রেমীরা ডিজিটালের তুলনায় ফিজিক্যাল মাধ্যমে আগ্রহী হচ্ছেন। সেটা মাথায় রেখে টেইলর সুইফট, ডেভিড বোয়ি, এড শিরান, বিলি আইলিশের মতো জনপ্রিয় শিল্পীরাও ভিনাইল এবং সিডিতে অ্যালবাম মুক্তি দিচ্ছেন। স্ট্রিমিংয়ের এই রমরমা সময়ে অ্যানালগ প্রযুক্তির পুনরুত্থান আশ্চর্য ঘটনাই বটে!

সংগীতাঙ্গনেও এ বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আধিপত্য বিস্তার করেছে। গানের কারিগরেরা বিভিন্ন এআই অ্যাসিস্ট্যান্স ব্যবহার করে গান বানাচ্ছেন। সেটা কতখানি নৈতিক কিংবা মৌলিক গানের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, সে প্রসঙ্গে বছরজুড়ে নানা তর্ক চলেছে পক্ষে-বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মঞ্চায়িত হলো ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’ কাব্যনাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত
‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’ কাব্যনাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতের জন্ম ও মৃত্যুদিবস ৯ ডিসেম্বর। এই উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) আয়োজন করা হয় ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’ শিরোনামের কাব্যনাটকের প্রদর্শনী।

সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল প্ল্যাটফর্ম ‘লেখার পোকা’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা কাব্যনাট্যে আবৃত্তি, শ্রুতিকথন আর অভিনয়ে অংশ নেন নার্গিস আক্তার, রেজিনা খন্দকার, জয়া হাওলাদার, আবুল ফজল, তোফাজ্জল হোসেন তপু, সুজন রেহমান, নূরাইশা হাসান সামিয়া, মীর উমাইয়া হক পদ্ম, উম্মে হাবিবা শিবলী, অদ্রিতা ভদ্র ও নার্গিস সুলতানা।

প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন নার্গিস সুলতানা। পোশাক পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানেও ছিলেন তিনি। আবহসংগীত করেছেন আরেফিন নিপুন ও মাজহারুল তুষার। দেড় ঘণ্টার এই আয়োজনে হলভর্তি দর্শক পিনপতন নীরবতায় উপভোগ করেন কবিতা, আবৃত্তি, শ্রুতিনাট্য ও অভিনয়ের সম্মিলিত শিল্পভাষা।

বেগম রোকেয়াকে নিয়ে এই আয়োজন প্রসঙ্গে নির্দেশক নার্গিস সুলতানা বলেন, ‘বেগম রোকেয়ার সাহসী ও ক্ষুরধার লেখা এবং তাঁর দূরদর্শী চিন্তা-চেতনা ও দর্শনই আমাদের রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা অনুষ্ঠানের মূল ভিত্তি। সমাজে নারীর বর্তমান অবস্থান ও তার স্বপ্নের বাস্তবায়ন কতটুকু হয়েছে, সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছি আমাদের এই প্রযোজনায়।’

নার্গিস সুলতানা আরও বলেন, ‘আজ শত বছর পরে, এই তথাকথিত প্রগতিশীল সমাজে দাঁড়িয়ে আমাদের জিজ্ঞাসা, আজকের সুলতানারা কেমন আছেন? রোকেয়ার স্বপ্ন কতখানি বাস্তবে রূপ নিয়েছে? আজকের নারী কি সত্যিই অবাদী হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে না রোকেয়ার সুলতানারা এখনো নিজেদের অধিকার ও অস্তিত্বের লড়াইয়ে ব্যতিব্যস্ত! এসব প্রশ্নের উত্তরই এই কাব্যনাটকে খোঁজার চেষ্টা করা হয়েছে।’

যেসব নারী রোকেয়ার সেই স্বপ্নের পৃথিবীকে বাস্তবে পরিণত করতে লড়াই-সংগ্রামে সোচ্চার রয়েছেন, সেসব রোকেয়া-অনুরাগীর জন্য অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে বলে জানান নির্দেশক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
কোনাল ও	নিলয়। ছবি: সংগৃহীত
কোনাল ও নিলয়। ছবি: সংগৃহীত

গত জুলাইয়ে প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী নিলয় ও কোনালের গাওয়া গান ‘ময়না’। জনপ্রিয়তা পায় ড্যান্স ঘরানার গানটি। আসিফ ইকবালের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছিলেন আকাশ সেন। ময়নার পর আবার নতুন গান নিয়ে আসছেন নিলয় ও কোনাল। শিরোনাম ‘ও জান’। ইংরেজি নতুন বছর উপলক্ষে ১ জানুয়ারি গানচিল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

ময়নার মতো ‘ও জান’ গানটিও লিখেছেন আসিফ ইকবাল। তবে পরিবর্তন এসেছে সুরকার ও সংগীত আয়োজকের ক্ষেত্রে। ও জান যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির ও পশ্চিমবঙ্গের লিংকন। সংগীত আয়োজন করেছেন আভ্রাল সাহির। আসিফ ইকবাল বলেন, ‘ময়না গানের সাফল্যের পর তার ধারাবাহিকতায় আমরা ও জান গানটি নিয়ে আসছি। ময়না ছিল একটি ড্যান্স নাম্বার গান। ও জান হচ্ছে একেবারে পিউর রোমান্টিক গান। গানের কথা, গায়কী, সুর, সংগীত আয়োজন ও ভিডিও—সবকিছুতেই নতুন সংযোজন থাকবে।’

কোনাল বলেন, ‘ময়না গানটিতে কণ্ঠ দেওয়ার সময়ই বলেছিলাম, এটি জনপ্রিয়তা পাবে; পেয়েছেও। ওটি ছিল নাচের গান। এবার আমরা আসছি রোমান্টিক ঘরানার গান নিয়ে। আমার বিশ্বাস, গানটি আগের গানের রেকর্ড ভেঙে দেবে। সবার ভালো লাগবে।’

নিলয় বলেন, ‘আসিফ ইকবাল ভাই রোমান্টিক গান অসাধারণ লেখেন। ও জান গানটিও দারুণ লিখেছেন। সুর ও সংগীত আয়োজনও ভালো হয়েছে। ভিডিওতেও আছে চমক। সব মিলিয়ে নতুন এই গান নিয়ে দারুণ আশাবাদী আমি।’

সিনেম্যাটিক আয়োজনে ময়না গানের ভিডিও নির্দেশনা দিয়েছিলেন তানিম রহমান অংশু। ভিডিওতে দেখা মিলেছিল শবনম বুবলী ও শরাফ আহমেদের জীবনের। এবারও ভিডিও নির্মাণে থাকছেন অংশু। নির্মাতা জানান, এবারের ভিডিওতে থাকছে নানা চমক। শুটিং লোকেশনেও ভিন্নতা থাকবে। তবে এখনই জানাতে চান না গানের ভিডিওতে কে থাকছেন মডেল হিসেবে।

ও জান গানচিল মিউজিকের ‘বাংলা অরিজিনালস’ প্রজেক্টের দ্বিতীয় গান। ময়না গান দিয়ে শুরু হয়েছে নতুন এই প্রজেক্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত