Ajker Patrika

সিনেমায় আর গান করতে চান না প্রিন্স মাহমুদ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২: ১৯
প্রিন্স মাহমুদ। ছবি: সংগৃহীত
প্রিন্স মাহমুদ। ছবি: সংগৃহীত

বাংলা ব্যান্ড ও আধুনিক অনেক জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’, ‘আজ জন্মদিন তোমার’, ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘এত দিন পরে প্রশ্ন জাগে’সহ জনপ্রিয় অনেক গানের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর নাম। সিনেমার গানেও কম জনপ্রিয় নন তিনি। দুই বছর আগে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ঈশ্বর’ গান দিয়ে চমকে দেন প্রিন্স। এরপর ‘রাজকুমার’ ও ‘জংলি’ সিনেমার জন্য গান করেছেন। অনেক নির্মাতা এখন সিনেমার গানে তাঁকে চাইছেন। তবে প্রিন্স জানিয়ে দিলেন, সিনেমার গান আর করতে চান না। থাকতে চান অডিওর গান নিয়ে, যে গান তাঁকে পরিচিতি দিয়েছে।

সিনেমায় গান না করার সিদ্ধান্ত জানিয়ে ফেসবুকে প্রিন্স মাহমুদ লেখেন, ‘অনেক সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছি। কারণ, সিনেমায় আমার নতুন কিছু দেওয়ার নাই। যে যা-ই বলুন, সিনেমার গান আসলে নায়ক, পরিচালকের গান হয়, আমার গান হয় না। অকারণ ক্রেডিট নেওয়ার কোনো মানে হয় না।’

প্রিন্স মাহমুদ আরও লেখেন, ‘আমি সিনেমার কাজ এনজয় করছি না। প্রতিটি গান ভালো করার একটা মানসিক চাপ থাকে। তবে সিনেমার গান করতে গিয়ে অনেক সম্মান পেয়েছি, সর্বোচ্চ প্রচার পেয়েছি। এটাও আমার জন্য চাপ। আমি অডিওর গানে থাকব, যেখানে জেমসের গাওয়া “মা”, “বাবা”, “বাংলাদেশ”, আইয়ুব বাচ্চুর “বেলা শেষে ফিরে এসে”, “বারো মাস তোমায় ভালোবাসি”, হাসানের “এত কষ্ট কেন ভালোবাসায়”, শাফিন আহমেদের “আজ জন্মদিন তোমার”, খালিদের “যদি হিমালয় হয়ে”, মাহাদির “তুমি বরুনা হলে”, রুমির “মাটি হব মাটি”, তাহসানের “আমার ছিপ নৌকোয় এসো”, তপু-ন্যান্‌সির “ভুবন ডাঙার হাসি”, তানজির তুহিনের “আলো”, “অনাগত”, এলিটার “কবি” বা মিনারের গাওয়া “একাকিত্বের কোনও মানে নেই”-এর মতো গান হবে; যে গান আমার গান হবে।’

প্রিন্স মাহমুদের এমন পোস্টের পর অনেকে হতাশা প্রকাশ করেছেন। অনেকে আবার তাঁর সিদ্ধান্তকে সঠিক মনে করছেন। কেউ কেউ জানতে চইছেন, কেন তিনি সিনেমার গান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ লেখেন, ‘অডিওর গানই আমাকে প্রিন্স মাহমুদ বানিয়েছে, আজকের এই অবস্থানে এনেছে, এ কথা ভুলি কী করে। অডিওর গান যদি না চলে, তাহলে অনেক কিছুই নষ্ট হবে। আমাদের সেই গান বানাতে হবে, যে গান লিরিক্স ভিডিও দিয়ে হলেও মানুষের কাছে পৌঁছে যাবে। একটু কম চলুক বা আস্তে আস্তে পৌঁছাক, তবু করে যেতে হবে। ভিন্ন কিছু চলছে দেখে কনফিউজড হওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। নিজের ভালো লাগা গান করতে হবে। অর্ডারি কাজ চাইলে করতে পারি, কিন্তু আত্মা যেটা চায়, সেটা করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ইন্ডিয়ান আইডল-৩ জয়ী প্রশান্ত তামাং আর নেই

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ২১: ০৩
প্রশান্ত তামাং। ছবি: দ্য হিন্দু
প্রশান্ত তামাং। ছবি: দ্য হিন্দু

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।

দার্জিলিংয়ে জন্ম নেওয়া এবং নেপালি বংশোদ্ভূত প্রশান্ত তামাং ২০০৪ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের তৃতীয় আসরের শিরোপা জিতে দেশজুড়ে পরিচিতি পান। ওই আসরের ফাইনালে তিনি বিপুল ব্যবধানে জয়ী হন। ভোটের হিসাবে তিনি পেয়েছিলেন প্রায় সাত কোটি ভোট; যা একই পর্বে রানার্সআপ অমিত পালের প্রাপ্ত ভোটের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

ইন্ডিয়ান আইডলের সাফল্যের পর প্রশান্ত তামাং সংগীতজগতে স্বতন্ত্র ক্যারিয়ার গড়ে তোলেন। তিনি প্রকাশ করেন তাঁর প্রথম অ্যালবাম ‘ধন্যবাদ’, যেখানে হিন্দি ও নেপালি—উভয় ভাষার গান স্থান পায়। পাশাপাশি তিনি নেপালি চলচ্চিত্রেও কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন। তাঁর গাওয়া উল্লেখযোগ্য নেপালি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘গোরখা পাল্টান’ (২০১০), ‘আঁগালো ইয়ো মায়া কো’ এবং ‘হিম্মত ২’ (২০১৩)।

সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রশান্ত তামাং। নেপালি চলচ্চিত্র ‘গোরখা পাল্টান’-এর মাধ্যমে তাঁর অভিনয়জীবনের সূচনা। এরপর তিনি ‘আঁগালো ইয়ো মায়া কো’, ‘কিনা মায়া মা’ (২০১১), ‘নিশানি’ (২০১৪), ‘পরদেশি’ (২০১৫) এবং ‘ইয়ে মায়া হানাইমা’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ‘গোরখা পাল্টান’ ও ‘নিশানি’ চলচ্চিত্র দুটি গোরখা বীরত্বকে কেন্দ্র করে নির্মিত হয় এবং নেপালে ব্যাপক ব্যবসা সফলতা পায়।

হিন্দি বিনোদন জগতে প্রশান্ত তামাংয়ের অভিষেক ঘটে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ ‘পাতাল লোকে’র দ্বিতীয় সিজনে। সেখানে তিনি ডেনিয়েল আচো চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। তাঁর সর্বশেষ বলিউড প্রকল্প ছিল অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত সামরিক নাট্যচিত্র ‘ব্যাটল অব গালওয়ান’। সালমান খান ফিল্মস প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন সালমান খান ও চিত্রাঙ্গদা সিং। চলচ্চিত্রটি লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত।

প্রশান্ত তামাংয়ের অকাল প্রয়াণে সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ২২: ১৪
‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, প্রকাশিত শ্বেতপত্র অনুযায়ী রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও সিআরআইয়ের মাধ্যমে মুজিব ভাই চলচ্চিত্র নির্মাণে ব্যয় হয়েছে ৪ হাজার ২১১ কোটি ২২ লাখ টাকা এবং খোকা সিরিজ নির্মাণের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৬ কোটি টাকা নেওয়া হয়েছে। সিনেমা নির্মাণে এমন ব্যয়ের খবর চমকে দিয়েছে সংশ্লিষ্টদের। সিনেমা দুটির পরিচালক সোহেল মোহাম্মদ রানাও বিস্মিত হয়েছেন এমন খবরে।

নির্মাণ ব্যয় সম্পর্কে জানতে মুজিব ভাই ও খোকার পরিচালক সোহেল মোহাম্মদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে বিস্ময় প্রকাশ করেন তিনি। পরিচালক জানান, শুধু পরিচালক হিসেবেই এই দুই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাজেট সম্পর্কে কোনো ধারণা ছিল না তাঁর। তিনি শুধু চুক্তি অনুযায়ী পরিচালক হিসেবে সম্মানী নিয়েছেন।

আজকের পত্রিকাকে সোহেল মোহাম্মদ রানা বলেন, ‘মুজিব ভাই টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড ও হাইপার ট্যাগ লিমিটেডের তত্ত্বাবধানে তৈরি হয়েছে। ওখানে আমাকে টিম ডিরেক্টর হিসেবে যুক্ত হতে বলা হয়। সেটাও সিনেমা নির্মাণ শুরু হওয়ার ছয় মাস পর। নির্মাণসংশ্লিষ্ট জটিলতা দেখা দিলে আমার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। সে সময় আমার সঙ্গে চুক্তি হয় ১০ লাখ টাকা পারিশ্রমিকের বিনিময়ে সিনেমাটি পরিচালনা করব আমি। সিনেমা মুক্তির এক বছরের কিছু সময় আগে থেকে এই প্রজেক্টে টিম ডিরেক্টর হিসেবে যুক্ত হই আমি। পুরো কাজ ওদের স্টুডিওতে হয়েছে। আমি শুধু রিভিউ করতাম।’

সিনেমার বাজেট নিয়ে পরিচালক বলেন, ‘সিনেমার বাজেট-সংক্রান্ত নিউজ দেখে আমি বিস্মিত হয়েছি। একটি অ্যানিমেশন সিনেমা যে টেকনোলজি, টিম ও সময় নিয়ে করতে হয়, সে হিসাবে আমার মনে হয়েছে এই সিনেমা বানাতে ৫ কোটির বেশি খরচ হওয়ার কথা না। তবে ওই প্রতিবেদনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কথাও উল্লেখ আছে, আরও কয়েকটি প্রজেক্টের কথাও বলা হয়েছে। ওইসব খাতে কী পরিমাণ খরচ হয়েছে, তা আমার জানা নেই। তা ছাড়া অ্যানিমেশন বাবদ কী পরিমাণ ব্যয় হয়েছে, তা-ও আমার জানা নেই। আমি শুধু পারিশ্রমিকের বিনিময়ে সিনেমাটির নির্দেশনা দিয়েছি।’

সোহেল মোহাম্মদ রানা। ছবি: সংগৃহীত
সোহেল মোহাম্মদ রানা। ছবি: সংগৃহীত

খোকা সিরিজের বাজেট নিয়ে এই পরিচালক বলেন, ‘একটি সিনেমার বাজেট বলাটা কঠিন ব্যাপার। অনেক কিছু যুক্ত থাকে এর সঙ্গে। যখন অভিজ্ঞদের নিয়ে কাজ করা হয়, তখন এক রকম বাজেট থাকে। আবার ওয়ার্কশপ করিয়ে নতুনদের নিয়ে কাজ করলে বাজেট দাঁড়াবে অন্য রকম। এই সিরিজ করার জন্য তারা অনেক ওয়ার্কশপ করেছে। বিভিন্ন ক্রাইটেরিয়া সম্পন্ন হওয়ার পর প্রোডাকশন শুরু করেছে। প্রথমে যুক্ত না থাকার কারণে ওইসব ওয়ার্কশপ বা কাজের বাজেট সম্পর্কে আমার ধারণা নেই। এই প্রজেক্টের সঙ্গে একটা ল্যাবও ছিল। কিন্তু নির্মাতা হিসেবে আমার মনে হয় এটা তৈরি করতে মুজিব ভাইয়ের চেয়ে বেশি খরচ হওয়ার কথা। এটাতে এপিসোড ছিল ১১টি। আবার সব এপিসোড মিলিয়ে সেখান থেকে সিনেমা তৈরি করা করা হয়েছে। অ্যাভারেজে এই সিরিজের খরচ ৬ থেকে ৭ কোটি টাকা হতে পারে।’

সোহেল মোহাম্মদ রানা আরও বলেন, ‘টিম অ্যাসোসিয়েট নামের একটি প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে খোকা। এই প্রজেক্টের সঙ্গেও পরে যুক্ত হই আমি। কাজ শুরুর পরে আমাকে সহযোগিতার অনুরোধ করলে পরিচালক হিসেবে যুক্ত হই। পরে চিত্রনাট্য সাজাতেও সহায়তা করেছি, আমার স্টুডিও থেকে অ্যানিমেশন সাপোর্টও দিয়েছি। পরিচালক হিসেবে পারিশ্রমিক পেলেও স্টুডিওর অনেক টাকা এখনো পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।

জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)

সকাল সাড়ে ১০টা: স্নিগমা সে (বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা), টেম্পেলস অব বার্তিওগা (ব্রাজিল); বেলা ১টা: আ বিউটিফুল এক্সকিউজ ফর আর ডেডলি সিন (বাহরাইন), রাভেন (বেলজিয়াম), নট অ্যালোন (বেলজিয়াম); বেলা ৩টা: মাই ফাদারস সন (চীন); বিকেল ৫টা: কালারস অব হোপ, ইন অ্যানাদার ওয়ার্ল্ড, প্রত্যাবর্তন, অদৃশ্য দেয়াল, ময়া (বাংলাদেশ), ইন্টিমেট অবজেক্টস (যুক্তরাজ্য); সন্ধ্যা ৭টা: উৎসব (বাংলাদেশ)

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)

সকাল সাড়ে ১০টা: ফাগনেস ১৯৮৬ (বেলজিয়াম), দ্য বানানা গার্ডেন (ইরান); বেলা ১টা: দ্য লাস্ট নাইট অব দ্য স্কাই (গুয়াতেমালা), ড্রিমি, আনসার্টেইন অ্যান্ড ডাইং এভরিডে (মিসর), ফর ইয়োর শেক (আর্জেন্টিনা); বেলা ৩টা: ভয়েসেস অব দ্য মাউন্টেইনস (তাজিকিস্তান), লিটল সিরিয়া (জার্মানি); বিকেল ৫টা: কুইংটন অ্যান্ড কুইহুয়া (চীন); সন্ধ্যা ৭টা: সম্পর্ক, ইনবর্ন, লাফ লাইনস, আবহমান, দ্য ফার্স্ট চাইল্ড, অ্যান ইভেনিং উইথ আর্টিস্ট মনিরুল ইসলাম (বাংলাদেশ)

শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)

সকাল সাড়ে ১০টা: কনসার্টো (দক্ষিণ আফ্রিকা), আজুর (ভারত); বেলা ১টা: আল বাকোউস (তিউনিসিয়া), দিস প্লেস (ফিলিপাইনস); বেলা ৩টা: দ্য ক্যানন (স্পেন), রেইনবোস টেল (চেক রিপাবলিক); বিকেল ৫টা: মাদারস লাভ (জার্মানি), ওউন্ড অব দ্য পাস্ট (মরক্কো), আল আউদা (সিঙ্গাপুর)

আলিয়ঁস ফ্রঁসেজ

সকাল সাড়ে ১০টা: দ্য আনসাং অ্যান্টলিয়ন সং (শ্রীলঙ্কা); বেলা আড়াইটা: দিস প্লেস (ফিলিপাইনস); বিকেল সাড়ে ৪টা: ফিশ অন দ্য হুক (তাজিকিস্তান)

স্টামফোর্ড ইউনিভার্সিটি মিলনায়তন

সকাল ১১টা: পাপা বুকা (ভারত); বেলা ১টা: দ্য লেটার (রাশিয়া); বেলা ৩টা: দ্য শোর অব লাইফ (চীন); বিকেল ৫টা: দ্য বানানা গার্ডেন (ইরান)

লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্রসৈকত

বিকেল ৪টা: বার্নিং (কিরগিজস্তান), সন্ধ্যা ৬টা: আগন্তুক (বাংলাদেশ)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ইউসিবি নাইটে রুনা লায়লা। ছবি: সংগৃহীত
ইউসিবি নাইটে রুনা লায়লা। ছবি: সংগৃহীত

নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্‌যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।

ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের পুলসাইডে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় ‘ইউসিবি নাইট–দ্য বিগিনিং অব এ নিউ এরা’ শিরোনামের অনুষ্ঠান। এরপর পরিবেশিত হয় গীতি আলেখ্য—দৃঢ়তা ও ঘুরে দাঁড়ানোর গল্প। সংগীত, আলোর উৎসব আর বৈচিত্র্যময় পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় ইউসিবির সাফল্যের গল্প।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সংগীত পরিবেশনা। বেশ কিছু গান গেয়ে আমন্ত্রিত অতিথিদের মাতিয়ে রাখেন তিনি। রুনা লায়লা ছাড়াও অনুষ্ঠানে গান গেয়ে শুনিয়েছেন হাবিব ওয়াহিদ, প্রীতম ও দোলা।

অনুষ্ঠানের মঞ্চে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, ‘চার দশক ধরে যা তৈরি করেছি, ইনশা আল্লাহ, আপনাদের অব্যাহত সমর্থনে আগামী চার বছরে আরও বড় সাফল্য অর্জন করতে পারব।’

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘আমাদের অগ্রাধিকার স্পষ্ট—প্রথমে স্থিতিশীলতা, এরপর আস্থা, আর তার পর টেকসই বৃদ্ধি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত