প্রতিনিধি, রাজশাহী

প্রিয় জন্মভূমি রাজশাহীতেই শেষ নিঃশ্বাসটুকু নিতে চেয়েছিলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। জীবনের শেষ কয়েকটা দিন ছিলেন রাজশাহীতেই। মৃত্যুর পর কোথায় সমাহিত হবেন, সেই জায়গাটিও দেখিয়ে গিয়েছিলেন নিজে। তাঁর পছন্দের জায়গাতেই হয়েছে সমাধি।
কিন্তু তাঁর আরেকটি চাওয়া ছিলো অপূর্ণ। বেঁচে থাকতে তিনি চেয়েছিলেন কবরস্থানটির সংস্কার। যে কবরস্থানে তিনি শুয়ে আছেন সেটির রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিদেরও অনুরোধ করেছিলেন। কিন্তু হয়নি। তবে মৃত্যুর এক বছর পর এন্ড্রু কিশোরের সেই চাওয়া পূরণ হচ্ছে।
রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন খ্রিষ্টানদের কবরস্থানের রাস্তাটি পাকা করতে একটি প্রকল্প গ্রহণ করেছে সিটি করপোরেশন। এছাড়া ওই এলাকায় যেন পানি না জমে তার জন্য ড্রেনও নির্মাণ করা হচ্ছে। ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেয়া হয়েছে। তিন দিন আগে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।
রোববার (৪ জুলাই) সকালে কবরস্থানে গিয়ে দেখা গেছে, প্রবেশের রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে আছে। তবে পাশেই ড্রেন নির্মাণের জন্য স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ শুরু হয়েছে। এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেদিন কবরস্থানের ভেতরেও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল।
রাজশাহী সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার জানান, সার্কিট হাউস রোড থেকে কবরস্থান পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য তাঁরা প্রকল্প গ্রহণ করেছেন। সেখানে ড্রেনও নির্মাণ হবে। করোনা মহামারীর কারণে কাজ শুরু হতে দেরি হলেও এখন শুরু হয়েছে। দ্রুতই পুরো কাজ শেষ হবে।
এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বলেন, ‘কবরস্থানের রাস্তাটা করার জন্য কিশোর নিজেই কয়েকবার বলেছিল। কিন্তু তখন হয়নি। কিছু দিন আগে সিটি করপোরেশনের প্রকৌশলীরা আমাকে নিয়ে গিয়ে সবকিছু মাপজোখ করে যান। তারপর করোনার জন্য হয়ত কাজটা হয়নি। এখন আবার শুরু হচ্ছে। কিশোরের এই ইচ্ছাটাও পূরণ হচ্ছে দেখে ভাল লাগছে।’
ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছরের ৬ জুলাই রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিকালে সিটি চার্চে এবং সমাধিস্থলে প্রার্থনার আয়োজন রয়েছে।

প্রিয় জন্মভূমি রাজশাহীতেই শেষ নিঃশ্বাসটুকু নিতে চেয়েছিলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। জীবনের শেষ কয়েকটা দিন ছিলেন রাজশাহীতেই। মৃত্যুর পর কোথায় সমাহিত হবেন, সেই জায়গাটিও দেখিয়ে গিয়েছিলেন নিজে। তাঁর পছন্দের জায়গাতেই হয়েছে সমাধি।
কিন্তু তাঁর আরেকটি চাওয়া ছিলো অপূর্ণ। বেঁচে থাকতে তিনি চেয়েছিলেন কবরস্থানটির সংস্কার। যে কবরস্থানে তিনি শুয়ে আছেন সেটির রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিদেরও অনুরোধ করেছিলেন। কিন্তু হয়নি। তবে মৃত্যুর এক বছর পর এন্ড্রু কিশোরের সেই চাওয়া পূরণ হচ্ছে।
রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন খ্রিষ্টানদের কবরস্থানের রাস্তাটি পাকা করতে একটি প্রকল্প গ্রহণ করেছে সিটি করপোরেশন। এছাড়া ওই এলাকায় যেন পানি না জমে তার জন্য ড্রেনও নির্মাণ করা হচ্ছে। ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেয়া হয়েছে। তিন দিন আগে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।
রোববার (৪ জুলাই) সকালে কবরস্থানে গিয়ে দেখা গেছে, প্রবেশের রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে আছে। তবে পাশেই ড্রেন নির্মাণের জন্য স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ শুরু হয়েছে। এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেদিন কবরস্থানের ভেতরেও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল।
রাজশাহী সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার জানান, সার্কিট হাউস রোড থেকে কবরস্থান পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য তাঁরা প্রকল্প গ্রহণ করেছেন। সেখানে ড্রেনও নির্মাণ হবে। করোনা মহামারীর কারণে কাজ শুরু হতে দেরি হলেও এখন শুরু হয়েছে। দ্রুতই পুরো কাজ শেষ হবে।
এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বলেন, ‘কবরস্থানের রাস্তাটা করার জন্য কিশোর নিজেই কয়েকবার বলেছিল। কিন্তু তখন হয়নি। কিছু দিন আগে সিটি করপোরেশনের প্রকৌশলীরা আমাকে নিয়ে গিয়ে সবকিছু মাপজোখ করে যান। তারপর করোনার জন্য হয়ত কাজটা হয়নি। এখন আবার শুরু হচ্ছে। কিশোরের এই ইচ্ছাটাও পূরণ হচ্ছে দেখে ভাল লাগছে।’
ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছরের ৬ জুলাই রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিকালে সিটি চার্চে এবং সমাধিস্থলে প্রার্থনার আয়োজন রয়েছে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১২ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১২ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৪ ঘণ্টা আগে