বিনোদন প্রতিবেদক, ঢাকা

সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। প্লেব্যাকেও সমানতালে কাজ করে যাচ্ছেন দুজন। এবারের রোজার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা একাধিক গানে জুটি হয়ে গেয়েছেন তাঁরা। গত মঙ্গলবার রাতে প্রকাশ পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমায় ইমরান ও কনার গাওয়া ‘কন্যা’ গানে যেন ঈদের আগেই তৈরি হলো ঈদের আমেজ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও বুঁদ হয়েছেন কন্যায়। কন্যার রেশ কাটতে না কাটতেই আরেক সিনেমার গান নিয়ে হাজির ইমরান ও কনা। গতকাল প্রকাশ পেয়েছে ‘জংলি’ সিনেমার ‘বন্ধু গো শোনো’ গানটি।
‘এ আমার কী হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল, এমন তো হয়নি আগে’, এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন ইমরান।
নতুন গানটি নিয়ে ইমরান বলেন, ‘পুরোপুরি রোমান্টিক ঘরানার গান এটি। শুনলে মনে হবে আপনি কোথাও হারিয়ে যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে। আমি যে ধরনের গান করি, ঠিক তেমন একটা গান। আমার খুব পছন্দের একটি গান হয়েছে। কন্যা যেমন ভালো লেগেছে, তেমনি বন্ধু গো শোনো গানটি নিয়েও আমি আশাবাদী।’
কনা বলেন, ‘কন্যা হচ্ছে উৎসবকেন্দ্রিক গান, আর বন্ধু গো একেবারেই প্রেমের গান। কন্যা প্রকাশের পর মিডিয়ার সহকর্মীরা সবাই পছন্দ করেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, ভালো ভালো কথা বলছেন। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। আশা করছি বন্ধু গো শোনো গানটিও সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
বন্ধু গো শোনো গানের ভিডিওতে দেখা গেল সিয়াম আহমেদ ও শবনম বুবলীর প্রেম। জংলির এই গানটি নিয়ে সিয়াম বলেন, ‘আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড। নাইন্টিজের ওই সময়টা আমরা চাইলেও ভুলতে পারি না। সে সময়ের সিনেমা, সে সময়ের গান, সে সময়ের সরলতা, সবকিছু এখনো খুব আপন লাগে। প্রিন্স মাহমুদকে যখন আমরা আমাদের সিনেমার গানের জন্য পাই, তখন আমরা তাঁকে আবদার করি, সেই সময়ের মতো একটা ভালোবাসার গান আমরা করতে চাই। সেখান থেকে তিনি উপহার দিলেন বন্ধু গো শোনো।’
অ্যাকশন ঘরানায় জংলি বানিয়েছেন এম রাহিম। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান প্রমুখ।

সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। প্লেব্যাকেও সমানতালে কাজ করে যাচ্ছেন দুজন। এবারের রোজার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা একাধিক গানে জুটি হয়ে গেয়েছেন তাঁরা। গত মঙ্গলবার রাতে প্রকাশ পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমায় ইমরান ও কনার গাওয়া ‘কন্যা’ গানে যেন ঈদের আগেই তৈরি হলো ঈদের আমেজ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও বুঁদ হয়েছেন কন্যায়। কন্যার রেশ কাটতে না কাটতেই আরেক সিনেমার গান নিয়ে হাজির ইমরান ও কনা। গতকাল প্রকাশ পেয়েছে ‘জংলি’ সিনেমার ‘বন্ধু গো শোনো’ গানটি।
‘এ আমার কী হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল, এমন তো হয়নি আগে’, এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন ইমরান।
নতুন গানটি নিয়ে ইমরান বলেন, ‘পুরোপুরি রোমান্টিক ঘরানার গান এটি। শুনলে মনে হবে আপনি কোথাও হারিয়ে যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে। আমি যে ধরনের গান করি, ঠিক তেমন একটা গান। আমার খুব পছন্দের একটি গান হয়েছে। কন্যা যেমন ভালো লেগেছে, তেমনি বন্ধু গো শোনো গানটি নিয়েও আমি আশাবাদী।’
কনা বলেন, ‘কন্যা হচ্ছে উৎসবকেন্দ্রিক গান, আর বন্ধু গো একেবারেই প্রেমের গান। কন্যা প্রকাশের পর মিডিয়ার সহকর্মীরা সবাই পছন্দ করেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, ভালো ভালো কথা বলছেন। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। আশা করছি বন্ধু গো শোনো গানটিও সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
বন্ধু গো শোনো গানের ভিডিওতে দেখা গেল সিয়াম আহমেদ ও শবনম বুবলীর প্রেম। জংলির এই গানটি নিয়ে সিয়াম বলেন, ‘আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড। নাইন্টিজের ওই সময়টা আমরা চাইলেও ভুলতে পারি না। সে সময়ের সিনেমা, সে সময়ের গান, সে সময়ের সরলতা, সবকিছু এখনো খুব আপন লাগে। প্রিন্স মাহমুদকে যখন আমরা আমাদের সিনেমার গানের জন্য পাই, তখন আমরা তাঁকে আবদার করি, সেই সময়ের মতো একটা ভালোবাসার গান আমরা করতে চাই। সেখান থেকে তিনি উপহার দিলেন বন্ধু গো শোনো।’
অ্যাকশন ঘরানায় জংলি বানিয়েছেন এম রাহিম। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান প্রমুখ।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১১ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১১ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১১ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে