
আজ বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে দেশের ১০ ব্যান্ডের অংশগ্রহণে নজরুল কনসার্ট ২০২৫। ব্যান্ডগুলো হলো ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও উদ্দীপনামূলক গান নিয়ে তৈরি রক অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আয়োজন করা হয়েছে এই কনাসার্ট। নজরুলের গানগুলো তরুণদের মাঝে নতুন আঙ্গিকে উপস্থাপনের লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এতে একটি করে মোট ১০টি গান গেয়েছে এই ১০ ব্যান্ড।
অ্যালবামে জায়গা পেয়েছে নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’, ‘এই শিকল পরা ছল’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন বন্দী’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’ এবং ‘জয় হোক জয় হোক’ গানগুলো।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী জানান, কথা, সুর ও স্বরলিপি ঠিক রেখে তৈরি হয়েছে গানগুলো। রেকর্ডিংয়ের আগে প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীদের কাছে গ্রুমিং করেছে ব্যান্ডগুলো। নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে এসব গান।
নজরুল কনসার্ট ও অ্যালবাম নিয়ে এক ভিডিও বার্তায় আর্ক ব্যান্ডের ভোকাল হাসান বলেন, ‘২৪-এর গণ-আন্দোলন ও অভ্যুত্থানের পর কাজী নজরুল ইসলামকে সরকারিভাবে জাতীয় কবি হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে। কবির উদ্দীপনামূলক গানগুলো বর্তমান প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করার লক্ষ্যে অ্যালবাম প্রকাশ করা হচ্ছে। আমরা আর্ক ব্যান্ড এই উদ্যোগকে স্বাগত জানাই। শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে কবি নজরুলের গান পারফর্ম করবে আর্ক ব্যান্ড। সবাইকে আমন্ত্রণ কনসার্টটি উপভোগ করার জন্য।’
সোলস ব্যান্ডের প্রধান ও ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানকে আমরা কয়েকটি ব্যান্ড ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। অ্যালবাম প্রকাশের পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ে সরাসরি গেয়ে শোনাব গানগুলো।’
শিরোনামহীন ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আন্দোলন-সংগ্রামে বরাবরই প্রেরণা জুগিয়েছে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান। সেই গানগুলো আরও আকর্ষণীয় করে উপস্থাপনের লক্ষ্যেই এই অ্যালবাম।’
আজ কনসার্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কনসার্টে অ্যালবামের ১০টি গান গাওয়ার পাশাপাশি নজরুলের আরও বেশ কয়েকটি উদ্দীপনামূলক গান পরিবেশন করবে ব্যান্ডগুলো। গানের পাশাপাশি থাকবে নজরুলের কবিতা আবৃত্তি থেকে শুরু করে আরও বেশ কিছু আয়োজন। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
২ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
৫ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১২ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে