Ajker Patrika

সুজনের কথায় জয়ের সুরে যুদ্ধবিরোধী গানে নচিকেতা

সুজনের কথায় জয়ের সুরে যুদ্ধবিরোধী গানে নচিকেতা

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা সম্প্রতি বাংলাদেশের জন্য গাইলেন একটি নতুন গান। এনামুল কবির সুজনের লেখা গানটি সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। ‘শান্তি আসুক ফিরে’ শিরোনামের গানটিতে নচিকেতা কণ্ঠ দিয়েছেন কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে। জয় শাহরিয়ার বলেন, ‘গানের কথার বিষয়ে নচিদা বরাবরই সচেতন। আমিও তাই। এবারের গানটি যুদ্ধবিরোধী গান, শান্তির গান। সমসাময়িক গানটি এই সময়ের কথা ধরে রাখবে যুগ যুগান্তরে।’

নতুন গান নিয়ে নচিকেতা বলেন, ‘জয়ের সংগীত পরিচালনা আমার ভালো লাগে। ওর গান ভালো লাগে। আগেও বেশ কয়েকবার ওর সঙ্গে কাজ করেছি। বরাবরের মতো এবারের কাজটাও ভালো হয়েছে। আশা করি শ্রোতারা নিরাশ হবেন না। বাংলাদেশের সবার জন্য রইল আমার ভালোবাসা।’

গীতিকার এনামুল কবির সুজনগীতিকবি এনামুল কবির সুজন বলেন, ‘নচিকেতা আমাদের স্বপ্নের শিল্পী। সম্প্রতি কবীর সুমনের জন্য গান লিখেছি। এবার লিখলাম নচিকেতার জন্য। আমার গীতিকবি জীবনে এ এক অনন্য প্রাপ্তি। সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ আর অশান্তি পৃথিবীজুড়ে তার প্রতিবাদেই এই গান। শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই গানটি করা।’

রূপকথা প্রডাকশনসের প্রযোজনায় গানটি শিগগিরই মুক্তি পাবে দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম দোতরায়। এছাড়া রূপকথা মিউজিক ইউটিউব চ্যানেল ও অন্যান্য আন্তর্জাতিক প্লাটফর্মে প্রকাশ পাবে অফিশিয়াল ভিডিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত