
নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিনা টিকিটে কনসার্টে ঢুকে পড়া যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ইদানীং মব ক্রাউডের এই বিশৃঙ্খলা শঙ্কিত করে তুলছে শিল্পী, ব্যান্ড ও কনসার্টের আয়োজকদের। ১৮ অক্টোবর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত গণজোয়ার কনসার্টে একই চিত্র দেখা গেল।
পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে, নেমেসিস, অ্যাভোয়েড রাফাসহ কয়েকটি ব্যান্ড পারফর্ম করার আগেই কনসার্ট বন্ধ করে দেওয়া হয়।
কনসার্টে এই বিশৃঙ্খলা ভাবিয়ে তুলেছে নেমেসিস ব্যান্ডের ভোকাল জোহাদ রেজা চৌধুরীকে। ২৫ বছরের সংগীত ক্যারিয়ারে কখনো এমন অভিজ্ঞতা হয়নি বলে জানালেন তিনি। ফেসবুকে জোহাদ লেখেন, ‘আজকের (শুক্রবার) কনসার্ট ভালোই হচ্ছিল। ক্রিপটিক ফেট যখন স্টেজে, সে সময় হঠাৎ করে ২০-৩০ জনের দল মুক্তিযুদ্ধ জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। তারপর কী হলো, আপনারা বুঝতেই পারছেন। কনসার্টটি বাতিল হলে গেল। আমরা নেমেসিস, অ্যাভয়েড রাফা শোতে পারফর্ম করতে পারলাম না। বিগত বেশ কয়েকটি কনসার্টে এই একটি জিনিসই হচ্ছে। এরা কারা? এরা কি আসলেই গান শুনতে আসে নাকি পূর্বপরিকল্পনা করে শো পণ্ড করতে কর্মকাণ্ড চালায়?
খুব খারাপ লাগছে আয়োজকদের জন্য, তারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল যেন এ রকম কিছু না ঘটে। খারাপ লাগছে তাদের জন্য, যারা টিকিট কেটে শোটি উপভোগ করছিল।’
দুঃখ প্রকাশ করে জোহাদ লেখেন, ‘এটা কী শুরু হলো? ২৫ বছর ধরে গানবাজনা করছি, জীবনে এ রকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হইনি। সবচেয়ে দুঃখজনক আর হতাশার ব্যাপার হচ্ছে, যে বা যারা এগুলো করছে, করে পার পেয়ে যাচ্ছে। কোনো ধরনের প্রতিকার নেই।
সামনে কী হবে জানি না, তবে এটা জানি যে খুব তাড়াতাড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আজ কনসার্টে হামলা দিচ্ছে, কাল যেকোনো আয়োজনে হামলা দিতে পারে। বাংলাদেশের জনগণ গানপাগল, এই দেশে গান কখনো থামবে না।’
এর আগে ১১ অক্টোবর একই স্থানে আয়োজিত সেভ বাংলাদেশ কনসার্টেও গেট ভেঙে ঢুকে পড়েছিল বহিরাগতরা। এ কারণে গণজোয়ার কনসার্টে নিরাপত্তা বাড়ায় আয়োজক প্রতিষ্ঠান ম্যাভিক্স গ্লোবাল। দর্শকদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান করে ভিডিও বার্তা দিয়েছিল ব্যান্ড নেমেসিস। তবে তাতেও কাজ হলো না। উল্টো এবারও কনসার্ট বন্ধ করে দিতে হলো আয়োজকদের।

নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিনা টিকিটে কনসার্টে ঢুকে পড়া যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ইদানীং মব ক্রাউডের এই বিশৃঙ্খলা শঙ্কিত করে তুলছে শিল্পী, ব্যান্ড ও কনসার্টের আয়োজকদের। ১৮ অক্টোবর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত গণজোয়ার কনসার্টে একই চিত্র দেখা গেল।
পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে, নেমেসিস, অ্যাভোয়েড রাফাসহ কয়েকটি ব্যান্ড পারফর্ম করার আগেই কনসার্ট বন্ধ করে দেওয়া হয়।
কনসার্টে এই বিশৃঙ্খলা ভাবিয়ে তুলেছে নেমেসিস ব্যান্ডের ভোকাল জোহাদ রেজা চৌধুরীকে। ২৫ বছরের সংগীত ক্যারিয়ারে কখনো এমন অভিজ্ঞতা হয়নি বলে জানালেন তিনি। ফেসবুকে জোহাদ লেখেন, ‘আজকের (শুক্রবার) কনসার্ট ভালোই হচ্ছিল। ক্রিপটিক ফেট যখন স্টেজে, সে সময় হঠাৎ করে ২০-৩০ জনের দল মুক্তিযুদ্ধ জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। তারপর কী হলো, আপনারা বুঝতেই পারছেন। কনসার্টটি বাতিল হলে গেল। আমরা নেমেসিস, অ্যাভয়েড রাফা শোতে পারফর্ম করতে পারলাম না। বিগত বেশ কয়েকটি কনসার্টে এই একটি জিনিসই হচ্ছে। এরা কারা? এরা কি আসলেই গান শুনতে আসে নাকি পূর্বপরিকল্পনা করে শো পণ্ড করতে কর্মকাণ্ড চালায়?
খুব খারাপ লাগছে আয়োজকদের জন্য, তারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল যেন এ রকম কিছু না ঘটে। খারাপ লাগছে তাদের জন্য, যারা টিকিট কেটে শোটি উপভোগ করছিল।’
দুঃখ প্রকাশ করে জোহাদ লেখেন, ‘এটা কী শুরু হলো? ২৫ বছর ধরে গানবাজনা করছি, জীবনে এ রকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হইনি। সবচেয়ে দুঃখজনক আর হতাশার ব্যাপার হচ্ছে, যে বা যারা এগুলো করছে, করে পার পেয়ে যাচ্ছে। কোনো ধরনের প্রতিকার নেই।
সামনে কী হবে জানি না, তবে এটা জানি যে খুব তাড়াতাড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আজ কনসার্টে হামলা দিচ্ছে, কাল যেকোনো আয়োজনে হামলা দিতে পারে। বাংলাদেশের জনগণ গানপাগল, এই দেশে গান কখনো থামবে না।’
এর আগে ১১ অক্টোবর একই স্থানে আয়োজিত সেভ বাংলাদেশ কনসার্টেও গেট ভেঙে ঢুকে পড়েছিল বহিরাগতরা। এ কারণে গণজোয়ার কনসার্টে নিরাপত্তা বাড়ায় আয়োজক প্রতিষ্ঠান ম্যাভিক্স গ্লোবাল। দর্শকদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান করে ভিডিও বার্তা দিয়েছিল ব্যান্ড নেমেসিস। তবে তাতেও কাজ হলো না। উল্টো এবারও কনসার্ট বন্ধ করে দিতে হলো আয়োজকদের।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে