
নন্দিত গায়ক ও গীতিকার বব ডিলানের জীবনের গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে বায়োপিক। আর এতে ডিলানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা টিমোথি শ্যালামে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে চলতি বছরের আগস্টেই সিনেমাটির শুটিং শুরু হবে। ডিলানের বায়োপিকে শ্যালামের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জেমস ম্যানগোল্ড।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস ম্যানগোল্ড বলেন, ‘বব ডিলানের গল্পটি চমৎকার হবে। ডিলান মাত্র দুই ডলার নিয়ে ১৯ বছর বয়সে নিউইয়র্কে এসেছিলেন। কিন্তু পরে মাত্র তিন বছরের মধ্যেই তিনি হয়ে ওঠেন দুনিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী।’
সাক্ষাৎকারে পরিচালক আরও জানান, ছবিতে ডিলানের সঙ্গে উডি গাথরি, পিট সিগার থেকে জোয়ান বায়েজের মতো চরিত্রগুলোও থাকবে। তবে এসব চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি।
জনপ্রিয় সংগীতশিল্পী বব ডিলান ১৯৫৯ সালে গানের জগতে পা রাখেন। ক্যারিয়ারে শুরু থেকেই অনন্য কীর্তি গড়েছেন তিনি। সাহিত্যে নোবেল পুরস্কারও অর্জন করেছেন ডিলান।
প্রসঙ্গত, ২০২০ সাল থেকে বব ডিলানের বায়োপিক নিয়ে কাজ করছেন জেমস ম্যানগোল্ড। এরপরে এতে যুক্ত হন শ্যালামে। এমনকি পর্দায় গায়কের চরিত্রটি ফুটিয়ে তুলতে গিটারও শিখেছেন এ অভিনেতা।
২০১৭ সালে কল মি বাই ইয়োর নেম দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পান তরুণ অভিনেতা শ্যালামে। ছবিটি তাঁকে সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন এনে দেয়। এরপর একে একে করেছেন লেডি বার্ড, লিটল ওমেন, ডিউন, বোনস অ্যান্ড অল-এর মতো প্রশংসিত সিনেমা।

নন্দিত গায়ক ও গীতিকার বব ডিলানের জীবনের গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে বায়োপিক। আর এতে ডিলানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা টিমোথি শ্যালামে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে চলতি বছরের আগস্টেই সিনেমাটির শুটিং শুরু হবে। ডিলানের বায়োপিকে শ্যালামের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জেমস ম্যানগোল্ড।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস ম্যানগোল্ড বলেন, ‘বব ডিলানের গল্পটি চমৎকার হবে। ডিলান মাত্র দুই ডলার নিয়ে ১৯ বছর বয়সে নিউইয়র্কে এসেছিলেন। কিন্তু পরে মাত্র তিন বছরের মধ্যেই তিনি হয়ে ওঠেন দুনিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী।’
সাক্ষাৎকারে পরিচালক আরও জানান, ছবিতে ডিলানের সঙ্গে উডি গাথরি, পিট সিগার থেকে জোয়ান বায়েজের মতো চরিত্রগুলোও থাকবে। তবে এসব চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি।
জনপ্রিয় সংগীতশিল্পী বব ডিলান ১৯৫৯ সালে গানের জগতে পা রাখেন। ক্যারিয়ারে শুরু থেকেই অনন্য কীর্তি গড়েছেন তিনি। সাহিত্যে নোবেল পুরস্কারও অর্জন করেছেন ডিলান।
প্রসঙ্গত, ২০২০ সাল থেকে বব ডিলানের বায়োপিক নিয়ে কাজ করছেন জেমস ম্যানগোল্ড। এরপরে এতে যুক্ত হন শ্যালামে। এমনকি পর্দায় গায়কের চরিত্রটি ফুটিয়ে তুলতে গিটারও শিখেছেন এ অভিনেতা।
২০১৭ সালে কল মি বাই ইয়োর নেম দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পান তরুণ অভিনেতা শ্যালামে। ছবিটি তাঁকে সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন এনে দেয়। এরপর একে একে করেছেন লেডি বার্ড, লিটল ওমেন, ডিউন, বোনস অ্যান্ড অল-এর মতো প্রশংসিত সিনেমা।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
১৫ মিনিট আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
২৯ মিনিট আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৩৩ মিনিট আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৩৬ মিনিট আগে