Ajker Patrika

নতুন আয়োজনে ‘পাগল মন’

নতুন আয়োজনে ‘পাগল মন’

‘পাগল মন, মন কেন এত কথা বলে’ গানটি শোনেননি এমন শ্রোতা বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। ৩০ বছর পার হয়েছে এ গানের বয়স। গানটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৯ সালে। এর তিন বছর পর নতুন আয়োজনে ‘পাগল মন’ গানে আবারও কণ্ঠ দেন দিলরুবা খান। এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে গানটি।

নতুন করে এ গান শোনা যাবে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও জিনিয়া জাফরিন লুইপার কণ্ঠে। সম্প্রতি জাভেদ আহমেদ কিসলুর সংগীতায়োজনে ‘পাগল মন’-এর নতুন ভার্সনে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গানটি ব্যবহৃত হবে ‘প্রেম পিরিতির বন্ধন’ ছবিতে।

সংগীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু বলেন, ‘নতুন ভার্সনে মূল গানটির সুরটা একই থাকছে। বদলে যাচ্ছে গানের কথা ও সংগীতায়োজন। আমরা এই গানের চারটি ভার্সন করেছি। মূল একটি গান তো থাকছেই। এ ছাড়া, রাধা-কৃষ্ণ ও বেদে-বেদেনীর আবহে থাকছে দুটি ভার্সন। এ সময়ের বিবেচনায় আধুনিক ভার্সন থাকছে একটি। চার স্টাইলেই গানটি রাখা হচ্ছে ছবিতে।’

লুইপাবর্তমানে ‘প্রেম পিরিতির বন্ধন’ ছবির শুটিং চলছে পাবনার ঈশ্বরদীতে। ছবিতে অভিনয় করছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। তাঁরাই ঠোঁট মেলাবেন নতুন ‘পাগল মন’ গানে। ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

এর আগে শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘বীর’ ছবিতে নতুন সংগীতায়োজনে ব্যবহার করা হয় ‘পাগল মন’। লিংকনের সংগীতে ছবিতে গানটি গেয়েছিলেন অশোক সিং। গানটি জনপ্রিয়তা পেলেও কপিরাইট আইনে ফেঁসে যান শাকিব খান। ক্ষতিপূরণ গুনতে হয় তাঁকে।

তবে এবার কপিরাইটের বিষয়টি আগেভাগেই মাথায় রেখেছেন নির্মাতা। তিনি বলেন, ‘আমি গানটির স্বত্ব নিয়েছি। শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে গানটি নতুন করে তৈরি করার অনুমতি দিয়েছে। ফলে কোনো আইনি ঝামেলায় পড়ার চিন্তা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত