Ajker Patrika

হাবিবের নতুন উদ্যোগ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৪: ১৬
হাবিবের নতুন উদ্যোগ

৫ জুলাই সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ তাঁর ফেসবুক পেজে লিখেছিলেন, ‘বৃষ্টি যদি আর না থামে আজ...’। বাকিটা লিখতে বলেছেন ভক্তদের। তাদের দেওয়া একের পর এক বাক্যে একটি পুরো গান সাজাতে চান তিনি। হাবিব বলেন, ‘স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই সুন্দর সুন্দর লাইন লিখেছেন! আমি সারপ্রাইজড! বলেছিলাম এক লাইন করে নেব, কিন্তু একজনের লেখা চার লাইনও ভালো লেগে গেছে! সেটাও নিচ্ছি।’

এর মধ্যে ইব্রিদ হাসান পুলক নামের এক ভক্তের গান এতটাই তাঁর ভালো লাগে যে সেটি ফেসবুকে পোস্ট করেছেন। গানের কথা, ‘বৃষ্টি যদি আর না থামে আজ, আলতো ছোঁয়ায় ভাঙাব যে লাজ। কালো মেঘে ঢেকেছে আকাশ, শোনো এ হৃদয়ে তোমার বসবাস!’

শুরুতে হাবিব ভেবেছিলেন কয়েকজন নিয়ে বসে গান লিখবেন, আড্ডা দিতে দিতে আলাপে আলাপে। সেই ভাবনা শ্রোতাদের সঙ্গেও শেয়ার করেছেন। কিন্তু লকডাউনের কারণে সামনাসামনি আড্ডায় না বসে ফেসবুকের মাধ্যমে শুরু করেছেন। এভাবে আরও গান সংগ্রহ করবেন বলেও জানান। বিষয়টি বেশ উপভোগ করছেন এই প্রযোজক ও গায়ক। তবে সবাইকে দুই থেকে বড়জোর চার লাইনের বেশি না লেখার অনুরোধ করেছেন হাবিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

আজকের রাশিফল: অফিসের বস বেশি খাটিয়ে ক্রেডিট নিয়ে যাবে, ব্যবসায় মন্দা

এলপি গ্যাসের সংকট একটি সংকেতমাত্র

ভেনেজুয়েলায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প, তেল কোম্পানিগুলো বলছে—সে অবস্থা নেই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত