
২০১৭ সালের সুপার হিট ‘শেপ অব ইউ’ গানটি নিয়ে আদালতে কপিরাইট লড়াইয়ে জয় পেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। স্থানীয় সময় বুধবার বিচারক রায় দিয়েছেন যে গায়ক-গীতিকার স্যামি চোকরির ২০১৫ সালের ‘ওহ হোয়াই’ গানটি থেকে চুরি করেননি শিরান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এড শিরানের শেপ অব ইউ গানটির কিছু অংশ অন্য গান থেকে নেওয়ার অভিযোগ তোলেন দুই গীতিকার স্যামি চোকরি ও রস ও’ ডোনোহিউ। ওই দুই গীতিকারের অভিযোগ, তাঁদের ‘ওহ হোয়াই’ গান থেকে কিছু বাক্য এবং শব্দ নেওয়া হয়েছে শেপ অব ইউ গানটিতে।
এদিকে বুধবার বিচারক রায়ের প্রতিক্রিয়ায় এড শিরান বলেন, ‘এই জাতীয় “ভিত্তিহীন” দাবিগুলো “অতি সাধারণ মানের”।’ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে তিনি বলেন, ‘এখন এমন একটি সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে ভিত্তি না থাকলেও কিছু দাবি করে সস্তা উপায়ে আদালতে নেওয়া যায়।’
এড শিরান আরও বলেন, ‘এটি গান লেখার জন্য সত্যিই ক্ষতিকর। এতগুলো নোট থাকলেও পপসংগীতে খুব কম কর্ড ব্যবহার করা হয়। স্পটিফাইতে প্রতিদিন ৬০ হাজার গান প্রকাশিত হলে কাকতালীয় ঘটনা ঘটতেই পারে। যেখানে বছরে ২২ মিলিয়ন গান প্রকাশ পায়, সেখানে মিউজিক নোট মাত্র ১২টি।’
ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানকে বিশ্ববাসী চিনেছে তাঁর শেপ অব ইউ গান দিয়েই। আর তুমুল জনপ্রিয় এই গানটির জন্য কপিরাইট মামলায় আদালতে যেতে হয় শিরানকে। ২০১৮ সালে শিরানের বিরুদ্ধে শেপ অব ইউ গানের কথা অন্য গান থেকে নেওয়ার অভিযোগে তোলেন দুই গীতিকার স্যামি চোকরি ও রস ও’ ডোনোহিউ। এর আগেও এই ব্রিটিশ সংগীতশিল্পীর বিরুদ্ধে গানের আইডিয়া চুরির অভিযোগ উঠেছিল।
২০১৭ সালে যুক্তরাজ্যের টপ চার্টে ১৪ সপ্তাহ ধরে শীর্ষে ছিল এড শিরানের শেপ অব ইউ। এটি বিশ্বজুড়ে সবচেয়ে বিক্রি হওয়া গানের মধ্যে অন্যতম।

২০১৭ সালের সুপার হিট ‘শেপ অব ইউ’ গানটি নিয়ে আদালতে কপিরাইট লড়াইয়ে জয় পেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। স্থানীয় সময় বুধবার বিচারক রায় দিয়েছেন যে গায়ক-গীতিকার স্যামি চোকরির ২০১৫ সালের ‘ওহ হোয়াই’ গানটি থেকে চুরি করেননি শিরান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এড শিরানের শেপ অব ইউ গানটির কিছু অংশ অন্য গান থেকে নেওয়ার অভিযোগ তোলেন দুই গীতিকার স্যামি চোকরি ও রস ও’ ডোনোহিউ। ওই দুই গীতিকারের অভিযোগ, তাঁদের ‘ওহ হোয়াই’ গান থেকে কিছু বাক্য এবং শব্দ নেওয়া হয়েছে শেপ অব ইউ গানটিতে।
এদিকে বুধবার বিচারক রায়ের প্রতিক্রিয়ায় এড শিরান বলেন, ‘এই জাতীয় “ভিত্তিহীন” দাবিগুলো “অতি সাধারণ মানের”।’ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে তিনি বলেন, ‘এখন এমন একটি সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে ভিত্তি না থাকলেও কিছু দাবি করে সস্তা উপায়ে আদালতে নেওয়া যায়।’
এড শিরান আরও বলেন, ‘এটি গান লেখার জন্য সত্যিই ক্ষতিকর। এতগুলো নোট থাকলেও পপসংগীতে খুব কম কর্ড ব্যবহার করা হয়। স্পটিফাইতে প্রতিদিন ৬০ হাজার গান প্রকাশিত হলে কাকতালীয় ঘটনা ঘটতেই পারে। যেখানে বছরে ২২ মিলিয়ন গান প্রকাশ পায়, সেখানে মিউজিক নোট মাত্র ১২টি।’
ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানকে বিশ্ববাসী চিনেছে তাঁর শেপ অব ইউ গান দিয়েই। আর তুমুল জনপ্রিয় এই গানটির জন্য কপিরাইট মামলায় আদালতে যেতে হয় শিরানকে। ২০১৮ সালে শিরানের বিরুদ্ধে শেপ অব ইউ গানের কথা অন্য গান থেকে নেওয়ার অভিযোগে তোলেন দুই গীতিকার স্যামি চোকরি ও রস ও’ ডোনোহিউ। এর আগেও এই ব্রিটিশ সংগীতশিল্পীর বিরুদ্ধে গানের আইডিয়া চুরির অভিযোগ উঠেছিল।
২০১৭ সালে যুক্তরাজ্যের টপ চার্টে ১৪ সপ্তাহ ধরে শীর্ষে ছিল এড শিরানের শেপ অব ইউ। এটি বিশ্বজুড়ে সবচেয়ে বিক্রি হওয়া গানের মধ্যে অন্যতম।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১৬ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১৬ ঘণ্টা আগে