Ajker Patrika

গ্র্যামিজয়ী পপতারকা লিজোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১১: ২৪
গ্র্যামিজয়ী পপতারকা লিজোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আইনি জটিলতায় পড়েছেন গ্র্যামিজয়ী আমেরিকান র‍্যাপ গায়িকা লিজো। তাঁর বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ। তাঁর সাবেক তিন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার যৌন, জাতিগত বিদ্বেষ ও বডি শেমিংয়ের মতো অভিযোগ আনেন তাঁর বিরুদ্ধে।

কাজের জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা, গায়ের রং, ধর্ম ও জাতির নিরিখে ভেদাভেদ তৈরি করার মতো অভিযোগ তুলেছেন তাঁরা। শুধু তাই নয়, নৃত্যশিল্পীদের ওজন বেড়ে যাওয়ার কারণেও তাঁদের সঙ্গে লিজো দুর্ব্যবহার করছেন বলে অভিযোগকারীদের বরাত দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

২০২১ থেকে শুরু করে ২০২৩ সালের মধ্যে ঘটে যাওয়া একাধিক ঘটনার উল্লেখ রয়েছে অভিযোগনামার ৪৪ পাতায়। লিজোর দলের ওই তিন সাবেক নৃত্যশিল্পীর অভিযোগ, ওজন বেড়ে যাওয়ায় এক নৃত্যশিল্পীকে অপমান করেছিলেন এই পপতারকা। এমনকি তাঁকে শেষমেশ দল থেকে বহিষ্কার পর্যন্ত করে দেওয়ার সিদ্ধান্তও নেন লিজো।

তা ছাড়া তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও করেছেন নৃত্যশিল্পীরা। তাঁদের মধ্যে একজনের অভিযোগ, আমস্টারডামের একটি ক্লাবে এক বিবস্ত্র নৃত্যশিল্পীকে ছোঁয়ার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন তিনি। এমনকি নৃত্যশিল্পীদের বিরুদ্ধে কাজের সময় মদ্যপান করার মিথ্যা অভিযোগও করেছেন লিজো। মিথ্যা অভিযোগ করার পর নিষ্ঠুরভাবে তাঁদের ১২ ঘণ্টা ধরে মহড়া দিতেও নাকি বাধ্য করেছেন তিনি। লিজোর বিরুদ্ধে ওই তিন নৃত্যশিল্পীর তোলা অভিযোগকে সমর্থন জানিয়েছেন তাঁরই দলের আরেক নৃত্যশিল্পী।

নিজের ওজন নিয়ে একসময় চূড়ান্ত হেনস্তার শিকার হয়েছেন লিজো। পপতারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতেও কম লড়াই করতে হয়নি তাকে। পপতারকা, বিশেষত নারী তারকা মানেই নিখুঁত চেহারার অধিকারী হতে হবে—এই ধারণার বিরুদ্ধে বরাবর আওয়াজ তুলেছেন লিজো। এদিকে দলের সবেক নৃত্যশিল্পীরাই তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওজন নিয়ে অপমান করার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত