
আইনি জটিলতায় পড়েছেন গ্র্যামিজয়ী আমেরিকান র্যাপ গায়িকা লিজো। তাঁর বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ। তাঁর সাবেক তিন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার যৌন, জাতিগত বিদ্বেষ ও বডি শেমিংয়ের মতো অভিযোগ আনেন তাঁর বিরুদ্ধে।
কাজের জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা, গায়ের রং, ধর্ম ও জাতির নিরিখে ভেদাভেদ তৈরি করার মতো অভিযোগ তুলেছেন তাঁরা। শুধু তাই নয়, নৃত্যশিল্পীদের ওজন বেড়ে যাওয়ার কারণেও তাঁদের সঙ্গে লিজো দুর্ব্যবহার করছেন বলে অভিযোগকারীদের বরাত দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
২০২১ থেকে শুরু করে ২০২৩ সালের মধ্যে ঘটে যাওয়া একাধিক ঘটনার উল্লেখ রয়েছে অভিযোগনামার ৪৪ পাতায়। লিজোর দলের ওই তিন সাবেক নৃত্যশিল্পীর অভিযোগ, ওজন বেড়ে যাওয়ায় এক নৃত্যশিল্পীকে অপমান করেছিলেন এই পপতারকা। এমনকি তাঁকে শেষমেশ দল থেকে বহিষ্কার পর্যন্ত করে দেওয়ার সিদ্ধান্তও নেন লিজো।
তা ছাড়া তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও করেছেন নৃত্যশিল্পীরা। তাঁদের মধ্যে একজনের অভিযোগ, আমস্টারডামের একটি ক্লাবে এক বিবস্ত্র নৃত্যশিল্পীকে ছোঁয়ার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন তিনি। এমনকি নৃত্যশিল্পীদের বিরুদ্ধে কাজের সময় মদ্যপান করার মিথ্যা অভিযোগও করেছেন লিজো। মিথ্যা অভিযোগ করার পর নিষ্ঠুরভাবে তাঁদের ১২ ঘণ্টা ধরে মহড়া দিতেও নাকি বাধ্য করেছেন তিনি। লিজোর বিরুদ্ধে ওই তিন নৃত্যশিল্পীর তোলা অভিযোগকে সমর্থন জানিয়েছেন তাঁরই দলের আরেক নৃত্যশিল্পী।
নিজের ওজন নিয়ে একসময় চূড়ান্ত হেনস্তার শিকার হয়েছেন লিজো। পপতারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতেও কম লড়াই করতে হয়নি তাকে। পপতারকা, বিশেষত নারী তারকা মানেই নিখুঁত চেহারার অধিকারী হতে হবে—এই ধারণার বিরুদ্ধে বরাবর আওয়াজ তুলেছেন লিজো। এদিকে দলের সবেক নৃত্যশিল্পীরাই তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওজন নিয়ে অপমান করার।

আইনি জটিলতায় পড়েছেন গ্র্যামিজয়ী আমেরিকান র্যাপ গায়িকা লিজো। তাঁর বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ। তাঁর সাবেক তিন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার যৌন, জাতিগত বিদ্বেষ ও বডি শেমিংয়ের মতো অভিযোগ আনেন তাঁর বিরুদ্ধে।
কাজের জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা, গায়ের রং, ধর্ম ও জাতির নিরিখে ভেদাভেদ তৈরি করার মতো অভিযোগ তুলেছেন তাঁরা। শুধু তাই নয়, নৃত্যশিল্পীদের ওজন বেড়ে যাওয়ার কারণেও তাঁদের সঙ্গে লিজো দুর্ব্যবহার করছেন বলে অভিযোগকারীদের বরাত দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
২০২১ থেকে শুরু করে ২০২৩ সালের মধ্যে ঘটে যাওয়া একাধিক ঘটনার উল্লেখ রয়েছে অভিযোগনামার ৪৪ পাতায়। লিজোর দলের ওই তিন সাবেক নৃত্যশিল্পীর অভিযোগ, ওজন বেড়ে যাওয়ায় এক নৃত্যশিল্পীকে অপমান করেছিলেন এই পপতারকা। এমনকি তাঁকে শেষমেশ দল থেকে বহিষ্কার পর্যন্ত করে দেওয়ার সিদ্ধান্তও নেন লিজো।
তা ছাড়া তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও করেছেন নৃত্যশিল্পীরা। তাঁদের মধ্যে একজনের অভিযোগ, আমস্টারডামের একটি ক্লাবে এক বিবস্ত্র নৃত্যশিল্পীকে ছোঁয়ার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন তিনি। এমনকি নৃত্যশিল্পীদের বিরুদ্ধে কাজের সময় মদ্যপান করার মিথ্যা অভিযোগও করেছেন লিজো। মিথ্যা অভিযোগ করার পর নিষ্ঠুরভাবে তাঁদের ১২ ঘণ্টা ধরে মহড়া দিতেও নাকি বাধ্য করেছেন তিনি। লিজোর বিরুদ্ধে ওই তিন নৃত্যশিল্পীর তোলা অভিযোগকে সমর্থন জানিয়েছেন তাঁরই দলের আরেক নৃত্যশিল্পী।
নিজের ওজন নিয়ে একসময় চূড়ান্ত হেনস্তার শিকার হয়েছেন লিজো। পপতারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতেও কম লড়াই করতে হয়নি তাকে। পপতারকা, বিশেষত নারী তারকা মানেই নিখুঁত চেহারার অধিকারী হতে হবে—এই ধারণার বিরুদ্ধে বরাবর আওয়াজ তুলেছেন লিজো। এদিকে দলের সবেক নৃত্যশিল্পীরাই তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওজন নিয়ে অপমান করার।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে