Ajker Patrika

ইতিহাস গড়লেন ‘বিটিএস’ তারকা জাংকুক

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৬: ৪১
ইতিহাস গড়লেন ‘বিটিএস’ তারকা জাংকুক

নতুন ইতিহাস গড়লেন জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ তারকা জাংকুক। দেড় মাস আগে তাঁর গান ‘সেভেন’ প্রকাশের পরপরই হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। ইউটিউব তো বটেই, মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে নিয়ে গেছেন রেকর্ড বইয়ে। জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েছেন ইতিহাস।

কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেরা গানের সাপ্তাহিক তালিকায় জাংকুকের ‘সেভেন’ টানা ৬ সপ্তাহ ধরে স্পটিফাইতে শীর্ষস্থান দখল করে রেখেছে। এ ছাড়া সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে রয়েছে ‘সেভেন’।

স্পটিফাই জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী জাংকুকের গানটি প্রতিদিন ৭৬ লাখেরও বেশিবার শোনা হচ্ছে। এ ছাড়া একক গানের তালিকায় গানটি বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছে এরই মধ্যে।

কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে বিলবোর্ডের শীর্ষস্থানে এলেন জাংকুক। এর আগে এপ্রিলে আরেক বিটিএস তারকা জিমিন তাঁর একক গান ‘লাইক ক্রেজি’ দিয়ে শীর্ষ উঠেছিলেন।

গত ১৪ জুলাই ‘বিটিএস’-এর এজেন্সি বিগহিট মিউজিক গ্রীষ্মকালীন এই গানটি প্রকাশ করে। ‘সেভেন’ প্রকাশের আগে কোনো আড়ম্বর ছাড়াই নিজের আরও ‘স্টিল উইথ ইউ’ এবং ‘মাই ইউ’ এবং 'ইউফোরিয়া' শিরোনামের তিনটি গান জাংকুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

জাংকুক। ছবি: ইনস্টাগ্রামতবে ওই গানগুলো জাংকুক করেছিলেন ‘বিটিএস’-এর তত্ত্বাবধানে। এবার ‘সেভেন’ দিয়ে আরও এগিয়ে গেলেন জনপ্রিয় কোরীয় এই শিল্পী।

গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছিলেন জাংকুক।

গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান এনেছিলেন।

এদিকে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এডিওআর এর ব্যানারে একক অ্যালবাম নিয়ে আসছেন ‘বিটিএস’র আরেক তারকা ভি। ব্যান্ডের শেষ সদস্য হিসেবে ‘লেওভার’ নামে ভির অ্যালবামটি প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর। ওই অ্যালবামে শিরোনাম সংগীত ‘স্লো ড্যান্সিং’সহ মোট পাঁচটি গান থাকছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ