বিনোদন প্রতিবেদক, ঢাকা

দীর্ঘদিন ধরেই অসুস্থ লালনসংগীতের শিল্পী ফরিদা পারভীন। ভুগছেন কিডনি ও ডায়াবেটিসের সমস্যায়। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় আইসিইউতে নিতে হয় এই শিল্পীকে। আজ মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়ে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব।
তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে ফেসবুকে নোমানী লিখেছেন, ‘একটু আগেই আইসিইউতে আম্মার (ফরিদা পারভীন) সঙ্গে আমার কথা হয়েছে, তাঁর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ডাক্তার জানিয়েছেন, এখনো বেশ দুর্বল ও নাজুক অবস্থায় আছেন।
সবাইকে অনুরোধ, আপনারা দয়া করে কোনো গুজব ছড়াবেন না এবং গুজবে কানও দেবেন না।’
ফরিদা পারভীনের স্বামী একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আবদুল হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতকালের চেয়ে ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো সংকট কাটেনি। তিনি বলেন, ‘তাঁর শারীরিক অবস্থা বেশি ভালো না। গতকাল বেশি খারাপ ছিল। আজকে এখন একটু বেটার, তবে সংকট কাটেনি। বেশ কিছুদিন ধরে তাঁর কথাবার্তা বন্ধ রয়েছে। গতকাল একটা ব্রেন স্ট্রোকের মতো হয়েছিল। পরিবারের সদস্যরা সব সময় তাঁর কাছে আছে। সবার কাছে আমি একটা অনুরোধ করব, কোনো ধরনের গুজব ছড়াবেন না। তাঁর চিকিৎসার কোনো অভাব হচ্ছে না। তার সন্তানেরা যথেষ্ট স্বাবলম্বী। আর আমি তার স্বামী, আমিও একুশে পদকপ্রাপ্ত মানুষ। আমার যে খুব বেশি অভাব আছে, তা-ও না।’
উন্নত চিকিৎসার জন্য ফরিদা পারভীনকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন গাজী আবদুল হাকিম। তিনি বলেন, ‘আমি সরকারের কাছে শুধু একটি কথাই বলেছিলাম যে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হোক। সরকারও চেষ্টা করছে। আমরা তো নগদ অর্থ কারও কাছে চাইনি। আমরা শুধু ফরিদা পারভীনের সুচিকিৎসা চেয়েছি।’
ফরিদা পারভীনের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের দাবি জানিয়ে গাজী আবদুল হাকিম বলেন, ‘সরকারের কাছে আমরা এখন যেটা চাই, সেটা হচ্ছে, ফরিদা পারভীনের জন্য দেশের সমস্ত ভালো হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে একটা আন্তঃমেডিকেল বোর্ড বসানো হোক অবিলম্বে। কারণ, আর সময় নেই। অন্তত তো আমরা জানতে পারব যে, সবাই চেষ্টা করেছে। ফরিদা পারভীন শুধু কারও মা কিংবা স্ত্রী নন, ফরিদা পারভীন সারা পৃথিবীর।’

দীর্ঘদিন ধরেই অসুস্থ লালনসংগীতের শিল্পী ফরিদা পারভীন। ভুগছেন কিডনি ও ডায়াবেটিসের সমস্যায়। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় আইসিইউতে নিতে হয় এই শিল্পীকে। আজ মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়ে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব।
তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে ফেসবুকে নোমানী লিখেছেন, ‘একটু আগেই আইসিইউতে আম্মার (ফরিদা পারভীন) সঙ্গে আমার কথা হয়েছে, তাঁর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ডাক্তার জানিয়েছেন, এখনো বেশ দুর্বল ও নাজুক অবস্থায় আছেন।
সবাইকে অনুরোধ, আপনারা দয়া করে কোনো গুজব ছড়াবেন না এবং গুজবে কানও দেবেন না।’
ফরিদা পারভীনের স্বামী একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আবদুল হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতকালের চেয়ে ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো সংকট কাটেনি। তিনি বলেন, ‘তাঁর শারীরিক অবস্থা বেশি ভালো না। গতকাল বেশি খারাপ ছিল। আজকে এখন একটু বেটার, তবে সংকট কাটেনি। বেশ কিছুদিন ধরে তাঁর কথাবার্তা বন্ধ রয়েছে। গতকাল একটা ব্রেন স্ট্রোকের মতো হয়েছিল। পরিবারের সদস্যরা সব সময় তাঁর কাছে আছে। সবার কাছে আমি একটা অনুরোধ করব, কোনো ধরনের গুজব ছড়াবেন না। তাঁর চিকিৎসার কোনো অভাব হচ্ছে না। তার সন্তানেরা যথেষ্ট স্বাবলম্বী। আর আমি তার স্বামী, আমিও একুশে পদকপ্রাপ্ত মানুষ। আমার যে খুব বেশি অভাব আছে, তা-ও না।’
উন্নত চিকিৎসার জন্য ফরিদা পারভীনকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন গাজী আবদুল হাকিম। তিনি বলেন, ‘আমি সরকারের কাছে শুধু একটি কথাই বলেছিলাম যে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হোক। সরকারও চেষ্টা করছে। আমরা তো নগদ অর্থ কারও কাছে চাইনি। আমরা শুধু ফরিদা পারভীনের সুচিকিৎসা চেয়েছি।’
ফরিদা পারভীনের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের দাবি জানিয়ে গাজী আবদুল হাকিম বলেন, ‘সরকারের কাছে আমরা এখন যেটা চাই, সেটা হচ্ছে, ফরিদা পারভীনের জন্য দেশের সমস্ত ভালো হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে একটা আন্তঃমেডিকেল বোর্ড বসানো হোক অবিলম্বে। কারণ, আর সময় নেই। অন্তত তো আমরা জানতে পারব যে, সবাই চেষ্টা করেছে। ফরিদা পারভীন শুধু কারও মা কিংবা স্ত্রী নন, ফরিদা পারভীন সারা পৃথিবীর।’

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১ দিন আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে