বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন সাবিনা ইয়াসমীনের মেয়ে ইয়াসমীন ফায়রুজ বাঁধন।
সাবিনা ইয়াসমীনের শারীরিক অবস্থা জানিয়ে আজকের পত্রিকাকে বাঁধন বলেন, ‘মা এখন ভালো আছেন। হাসপাতালে ডাক্তারদের অবজারভেশনে আছেন। বিকেলে চিকিৎসকদের একটি মিটিং আছে। সেখানে তাঁরা সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় সম্পর্কে।’
এক বছরের বেশি সময় পর এইচএসবিসি আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ অনুষ্ঠান দিয়ে মঞ্চে ফেরেন সাবিনা ইয়াসমীন। অনুষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।’
এর আগে সর্বশেষ ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেছিলেন সাবিনা ইয়াসমীন। এরপর দেশে ফিরলেও নতুন কোনো অনুষ্ঠানে অংশ নেননি। গত বছরের শুরুর দিকে আবার তাঁর অসুস্থতার খবর প্রকাশ পায়।
ক্যানসারের চিকিৎসার পর নিয়মিত ফলোআপে তখন সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর অস্ত্রোপচার হয়, এরপর রেডিওথেরাপি নিতে হয়। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা ইয়াসমীন।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন সাবিনা ইয়াসমীনের মেয়ে ইয়াসমীন ফায়রুজ বাঁধন।
সাবিনা ইয়াসমীনের শারীরিক অবস্থা জানিয়ে আজকের পত্রিকাকে বাঁধন বলেন, ‘মা এখন ভালো আছেন। হাসপাতালে ডাক্তারদের অবজারভেশনে আছেন। বিকেলে চিকিৎসকদের একটি মিটিং আছে। সেখানে তাঁরা সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় সম্পর্কে।’
এক বছরের বেশি সময় পর এইচএসবিসি আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ অনুষ্ঠান দিয়ে মঞ্চে ফেরেন সাবিনা ইয়াসমীন। অনুষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।’
এর আগে সর্বশেষ ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেছিলেন সাবিনা ইয়াসমীন। এরপর দেশে ফিরলেও নতুন কোনো অনুষ্ঠানে অংশ নেননি। গত বছরের শুরুর দিকে আবার তাঁর অসুস্থতার খবর প্রকাশ পায়।
ক্যানসারের চিকিৎসার পর নিয়মিত ফলোআপে তখন সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর অস্ত্রোপচার হয়, এরপর রেডিওথেরাপি নিতে হয়। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা ইয়াসমীন।
বর্তমানে দেশে চলমান অস্থিরতায় আজমেরী হক বাঁধনের ওই ভিডিও ক্লিপ শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বললো, এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?’ আর সেই পোস্টে বাঁধনকে কটাক্ষ করে মন্তব্য করেন অনেকেই...
২ ঘণ্টা আগেপর্দায় জুটি হয়ে কাজ করার সুবাদে অনেকে বাস্তব জীবনেও জুটি হয়েছেন। আবার বাস্তব জীবনের অনেক জুটিকেও পর্দায় দেখা গেছে একসঙ্গে। এবার পর্দায় হাজির হচ্ছেন বাস্তব জীবনের দুই জুটি—মডেল ও চিত্রনায়ক মামনুন ইমন ও তাঁর স্ত্রী আয়েশা ইসলাম এবং সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাঁর স্ত্রী আফসানা চৌধুরী শিফা...
৪ ঘণ্টা আগেভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের নির্মাতা গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন...
৫ ঘণ্টা আগে২০২৪ সালে ‘মাঞ্জুমাল বয়েজ’, ‘দ্য গোট লাইফ’, ‘প্রেমালু’, ‘মার্কো’সহ বেশ কয়েকটি মালয়ালম সিনেমা ছিল আলোচনার কেন্দ্রে। বাজেটের তুলনায় কয়েক গুণ বেশি আয় করে তাক লাগিয়ে দিয়েছিল সিনেমাগুলো। সব মিলিয়ে গত বছরটা ভালো কেটেছে মালয়ালম ইন্ডাস্ট্রি, দূর থেকে এমনটাই মনে হয়। তবে ভেতরের চিত্রটা ভিন্ন...
৫ ঘণ্টা আগে